ইস্টিশনে কোন অসুবিধায় পড়লে বা কোন অভিযোগ থাকলে ইস্টিশন মাস্টারের নজরে আনতে শিকল টানুন। শিকল টেনে আপনার অভিযোগ, দাবি-দাওয়া, মান-অভিমান সব প্রকাশ করে ফেলুন। কর্তৃপক্ষ অবশ্যই সমাধানের চেষ্টা করবেন।
অথবা
নীচের ই-মেইলে আমাদের সরাসরি জানাতে পারেন।
istishon.master@gmail.com
যাত্রী হওয়ার জন্য আবেদন করার পর আপনার ই-মেইলে একটি নিশ্চিতকরণ বার্তা যাবে। আবেদনটি মডারেশন প্যানেল যাচাই-বাছাই করে ২৪ ঘন্টার মধ্যে গ্রহণ বা বাতিল করবেন। কোন ধরনের ইংরেজি বর্ণমালার ‘নিক’ নেম গ্রহন করা হয় না। আপনার আবেদনটি গ্রহণযোগ্য হলে ই-মেইলে আবেদন গ্রহন করার আরো একটি বার্তা যাবে, সাথে নিক একটিভ করার জন্য একটি ইলেক্ট্রনিক লিংক যাবে। ২৪ ঘণ্টার মধ্যে আপনার ই-মেইলের ইনবক্সে কোন ই-মেইল না গেলে স্প্যাম বক্স চেক করে দেখুন। বাংলা নিকের ক্ষেত্রে অনেক সময় বার্তা সরাসরি ইনবক্সে না গিয়ে স্প্যামে চলে যায়। স্প্যাম বক্সে না পেলে আমাদেরকে ই-মেইলের মাধ্যমে জানান। মডারেশন প্যানেলের একজন প্রতিনিধি আপনাকে সহযোগিতা করবেন।
ধন্যবাদ।
– ইস্টিশন কর্তৃপক্ষ।
ইউজার নেম দিয়ে লগইন করতে
ইউজার নেম দিয়ে লগইন করতে পারছিনা। ইমেইল দিতে হচ্ছে। শুধু ইউজার নেম দিয়ে লগিনের সুবিধা চাই।
ব্রাউজারে ব্লগ খুললে একটা আইকন দেখায়। ইস্টিশনে সেটা নাই কেন? আমি তো এই আইকন দিয়েই টুলবার থেকে ব্লগ চিহ্নিত করি।
মোবাইল থেকেও লগইন করতে
মোবাইল থেকেও লগইন করতে পেরেছি। দুইটাতে এক সাথে লগইন করতে পেরে ভাল লাগল। তবে একটা মোবাইল ভার্সন থাকলে ভাল হতো।
ইস্টিশান গেইট এর নিচে, শিডিউল
ইস্টিশান গেইট এর নিচে, শিডিউল এর উপরে যে তারিখ গুলো আছে। ইংরেজীতে তারিখ থাকলেই ভাল। কিন্তু লেখার সাথে তারিখ গুলো একাকার হয়ে যাচ্ছে। তারিখ গুলো আর একটু ছোট হতে পারে। অথবা কালার পরিবর্তন থাকতে পারে। অথবা লেখা গুলো বোল্ড হলে পার্থক্যটা সহজে চোখে পড়ত। এখন হিজিবিজি মনে হচ্ছে।
আমার আইপি নাম্বারটা প্রতিবার
আমার আইপি নাম্বারটা প্রতিবার দেখানোর কি দরকার?
দেখি ইমোটিকনস কেমন দেখায়।
:টাইমশ্যাষ: :রকঅন:
দেখি ইমোটিকনস কেমন দেখায়।
কতোবার পঠিত তার সংখ্যা
কতোবার পঠিত তার সংখ্যা নাই।
পোস্ট সম্পাদনা তে “সম্পাদনা” বানানটা ভুল আছে।
সময়, তারিখ এখনো ইংরেজীতে দেখায়।
নতুন মন্তব্যের সংখ্যার বাটন নাই।
“মন্তব্য করেছেন : বাবু আহমেদ >> সময় রবি, 02/03/2013 – 02:22 (লিংক)” সব মন্তব্য তে শেষে এমন লিঙ্ক দেখায়। এইটা কি বুঝি না। ক্লিক করলে কিছুই আসে না।
নিজের ব্লগে ঢুকলে নতুন ব্লগ পোস্ট লেখার জায়গায় Post new blog entry. দেয়া।
প্রিয় তালিকায় যোগ হৈতে অনেক অনেক সময় নেয় কিন্তু তারপরে এরর দেখায়।
শিডিউলে যদি ফন্ট ছোট কইরা পোস্টের নাম দুই লাইনে আনা যায় তাইলে ভালো দেখাবে। এক লাইনে আনা গেলে আরো সুন্দর হবে।
নতুন পোস্ট লিখতে গেলে ট্যাগ আর রকমফের, এই দুইটা পোস্টের নিচে নিয়া আসলে ভালো দেখায়।
ইমেজ অ্যাড করার ব্যাপারটা আরেকটু সহজ হলে ভালো হয়।
হুম।
হুম।
গুনি যাত্রীদের নীচে একটা করে
গুনি যাত্রীদের নীচে একটা করে লাইক বাটন যোগ করা যায় কিনা? কথাটা ভাল লাগলেই যেন একটা লাইক করার সুযোগ থাকে।তাহলে এইটার জনপ্রিয়তাও যাচাই করা যেত।
এইটা ভালো আইডিয়া ।
এইটা ভালো আইডিয়া ।
মন্তব্য এবং প্রতিমন্তব্যের
মন্তব্য এবং প্রতিমন্তব্যের মাঝে গ্যাপ কিছুটা বাড়ানো যেতে পারে।
পোষ্টের ট্যাগ নির্বাচনের জায়গায় “একাত্তুর” বানানটা সম্ভবত ভুল আছে।”একাত্তর” হবে।
আমি ছবি এড করব কী করে? এখানে
আমি ছবি এড করব কী করে? এখানে কোন দিক নির্দেশনা পাচ্ছি না। 🙁
এডমিন@ লিংকে কার্সর নিলে
এডমিন@ লিংকে কার্সর নিলে কালার চেঞ্জ হয়। কিন্তু তার আগে কোনটা লিংক বোঝা যায় না। এটা কি একটু পরিবর্তন বিবেচনায় আনবেন কি।
এডমিন কি এই অভিযোগ গুলো
এডমিন কি এই অভিযোগ গুলো দেখতে আসে? কোন উত্তর নাই কেন?
(No subject)
😛
ইস্টিশন মাস্টারের মন খারাপ।
:ভাঙামন: ইস্টিশন মাস্টারের মন খারাপ।
সবসময় চোখ আছে। আপাতত আর কিছু বলার নাই।
ব্লগারের নাম লাল রং
আসে। এটা
আসে। এটা দেখতে মোটেও ভাল লাগছে না। জরুরি বিষয় ছাড়া লাল রংটা আমাদের চোখে খারাপ লাগে। মনে হয় রেড এলার্ট জাতীয় কিছু।
এই লাল বিষয়টাও একই। এই রং গুলোর ব্যপারে আর একটু যত্নবান হওয়া উচিত।
এডমিন যদি কালার ব্লাইন্ড হন তাও আমাদের জানা দরকার। হা হা হা…
এইটা কি হৈল। ব্লগে কোটেশন
এইটা কি হৈল। ব্লগে কোটেশন আসে লাল। এখানে দেখি সবুজ???????????????????????
(No subject)
:হাসি: :হাসি: :হাসি:
সবাই দেখি ইস্টিশন মাস্টারকে
সবাই দেখি ইস্টিশন মাস্টারকে পাগল বানায়া ছাড়বে। :হাসি:
বলেন কি? ইস্টিশন মাস্টার
বলেন কি? ইস্টিশন মাস্টার এখনো পাগল হয়নি!পাগল ছাড়া কাউকে ইস্টিশন মাস্টার হিসেবে মানি না।
(No subject)
:হয়রান: :কথাইবলমুনা:
চেতনায় একুশ
লিখেছেনঃ তারিফ
চেতনায় একুশ
লিখেছেনঃ তারিফ খান
তিনবার পোস্ট। আমাদের লেখা পরের পেইজে চলে গেছে। :মাথাঠুকি: >:(
ইস্টিশন মাস্টার একটা আবদার
ইস্টিশন মাস্টার একটা আবদার আছে। মুক্তমনায় পোষ্ট গুলার নিচে পিডিএফ ডাউনলোডের ব্যবস্থা থাকে। ইস্টিশনে কি এমন করা যায়?
একমত!
একমত!
ব্যক্তিগত আক্রমন, অন্য ব্লগ
ব্যক্তিগত আক্রমন, অন্য ব্লগ থেকে ঝগড়া টেনে আনা এবং ঝামেলা করার উদ্দেশ্যে দেয়া ব্লগ বিষয়ে একটা নীতিমালা থাকা দরকার।
ভোট কেন্দ্রে একই বিষয়ে
ভোট কেন্দ্রে একই বিষয়ে প্রতিদিন ভোট দিয়ে যাচ্ছি। কারনটা কি? আমার ভোট কি করে হওয়া হয়ে যায়?
প্রচুর সময় দেই বলে ব্লগে
প্রচুর সময় দেই বলে ব্লগে কমেন্টও করি বেশি। এখন সমস্যা হলো আমার কমেন্টে যদি কেউ অংশগ্রহন মুলক আলোচনা করতে চায়। তাহলে আমি বুঝবো কি করে? আমি কি প্রতিদিন কয়েক বার করে সব গুলো ব্লগ খুলে পড়তে পারবো? সমস্যাটার কি কোন সমাধান আছে?
মন্তব্য বক্সের নীচে ই-মেইল
মন্তব্য বক্সের নীচে ই-মেইল নোটিফিকেশনের ব্যবস্থা আছে। মন্তব্য করার পর সেখানে ক্লিক করলে আপনি আপনার ব্লগে ব্যবহৃত ই-মেইলে আপনার মন্তব্যের কোন প্রতিমন্তব্য আসলে নোটিফিকেশান পাবেন। এছাড়াও ব্লগেই নিজের প্রোফাইলে নোটিফিকেশনের কোন ধরণের ব্যবস্থা করা যায় কিনা ইস্টিশন মাস্টার ভেবে দেখতে পারেন।
ইমেইল বিষয়টা জানি। কিন্তু
ইমেইল বিষয়টা জানি। কিন্তু ইমেইল তো মাসেও একবার খুলা হয়না। তবে প্রোফাইলে নোটিফিকেশন হলে খুবই ভাল হয়।
কেবল মাত্র রেলের শিকল থাকলেই
কেবল মাত্র রেলের শিকল থাকলেই হবেনা। কোবতের শিকলও ঝুলানো হোক। কোবতের জ্বালায় অতিষ্ঠ। কোবতে অনেক বেশি জায়গা দখল করে। কোবতের জন্য প্রথম পেজের জায়গা আরো অনেক কমানো হোক।
না হলে আমি কোবতে লিখতে শুরু করে দিতে পারি। দৈনিত তিনটা করে আপাতত শুরু করার চিন্তা করছি। :আমারকুনোদোষনাই:
কোনো মন্তব্য কেমনে মুছবো ?
কোনো মন্তব্য কেমনে মুছবো ? ডিলিট বা এজাতীয় কোনো অপশন নাই ।
ইস্টিশনে ভুল নামে যাত্রী
ইস্টিশনে ভুল নামে যাত্রী হয়েছি। নাম কি পরিবর্তন করা যাবে?
অবশ্যই করা যাবে। আপনি আপনার
অবশ্যই করা যাবে। আপনি আপনার ইমেইল আইডি, বর্তমানে কি নামে যাত্রী হয়েছেন এবং পরিবর্তন করে কি নাম নিতে চান সেটা আমাদের ফেসবুক পেইজে ইনবক্সে অথবা আমাদের ইমেইলে (istishon@gmail.com / istishonmaster@istishon.com) মেইল করে জানান।
ব্লগে অন্য ব্লজ্ঞুলার মত অভ্র
ব্লগে অন্য ব্লজ্ঞুলার মত অভ্র ব্যবহার করে লিখতে পারতেছি না। কমেন্ট বা ব্লগপোস্টে সেম অবস্থা। ঘাপ্লা করলাম কই বুঝতেছি না বুঝাইয়া দেন। আমি এটাও জানি যে এই কমেন্টাও পড়া যাবে কিনা !!! কারন আমার স্রিনে যে ভাবে লেটারগুলা দেখাচ্ছে আমি কিছুই পড়তে পারতেছি না। :মাথানষ্ট: :মাথাঠুকি: :কানতেছি: :ক্ষেপছি:
দেখছেন নি কেম্নে আইছে
দেখছেন নি কেম্নে আইছে লেখাগুলা। তাও ভাল। বক্তব্য চেষ্টা করলে বোঝা যাচ্ছে। কিন্তু লেখার সময় কিছুই বোঝা যায় না, লেটার গুলা আসে ঠিকই, কিন্তু স্বরচিহ্ন গুলা এলোমেলো হয়ে যাচ্ছে। কি করতাম?
আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলতে
আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাহরিয়ার আবির শাহবাগের সংবাদকে গাঁজাখুরি বলেছে। কর্তৃপক্ষ কেন এখনো ব্যবস্থা নিচ্ছেন না দয়া করে জানতে পারি?
আমি ব্লগ পোস্ট এ লিখার পর
আমি ব্লগ পোস্ট এ লিখার পর লিখা পোস্ট হচ্ছে না।কারন দেখাচ্ছে ৫০শব্দের উপর লিখতে হবে ।কিন্তু আমি কবিতা লিখেছি,সব কবিতা ৫০ শব্দের মধ্যে হবে এমন কোন কথা নায়।তাহলে কি আমি লিখা পোস্ট করতে পারব না??
ভাই ৫০ শব্দের কম হলে সেটি
ভাই ৫০ শব্দের কম হলে সেটি খোমাখাতার স্ট্যাটাস,ব্লগ না…
এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত,বাকীটা ব্লগ কর্তৃপক্ষ দিবে।
কিছুদিন আগেও অনেকেরই ব্লগ
কিছুদিন আগেও অনেকেরই ব্লগ সম্পর্কে ধারনা কিছু ছিলই না বা থাকলেও খুব সামান্যই।এখন অবস্থা বদলেছে।বাংলা ব্লগগুলো এখন যোগাযোগের এক শক্তিশালী মাধ্যম।সেইখানে কিছুদিন আগে যুক্ত হওয়া আরেকটি ব্লগ ইস্টিশনব্লগ।বয়সে নবীনতম হলেও এর চেহারা একদম ভিন্ন।আনুষ্ঠানিক পথচলার মাত্র ৩০ দিনের মাথায় যখন তিনটা পোষ্ট স্টিকি হয়,তখনই প্রমান হয় ব্লগকে ঘিরে উদ্যোক্তাদের নিষ্ঠা আর ভালবাসার।প্র্থম মাস পুর্তিতে ইস্টিশন ব্লগের প্রতি শুভকামনা থাকলো।সাধ্যমত চেষ্টা করছি,করব পাশে থাকার।
দারুন লিখেছেন। মনে করিয়ে
দারুন লিখেছেন। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
একমাস পুর্তিতে শুভেচ্ছা রইল ইস্টিশন ব্লগকে।
পোস্টে ছবি এড করার নিয়মাবলী
পোস্টে ছবি এড করার নিয়মাবলী জানতে চাই।
pls inform me about the
pls inform me about the procedure to remove or delete comment.
ভাই আমার একটা পোষ্ট ডাবলিং
ভাই আমার একটা পোষ্ট ডাবলিং হয়ে গেছে সরাতে পারছিনা॥একটু দেখবেন ?
এই ইষ্টিশনে প্রথম লিখছি,
এই ইষ্টিশনে প্রথম লিখছি, প্রথমেই সমস্যা দিয়ে শুরু করি, লিখতে গেলে এভাবে ফন্ট ফেটে যাচ্ছে কেন? উত্তরণের পথ কী? দয়া করে কেউ জানিয়ে দিলে খুশি হব, আর এখানে যে আমি কি লিখেছি, তা আমি কিছুই বুঝতে পারছিনা, সব জায়গায় ফন্ট ওকে, কিন্তু লিখতে গেলেই………… আর বিভাগ বাছাইয়ের মত যেসব জায়গা আছে, সেখানেও! কী করবো সমাধান চাই… :'(
এডমিন, জবাব চাই, দিতেই হবে……
কাইন্দেন না পাগল ভাই। আপনার
কাইন্দেন না পাগল ভাই। আপনার ব্রাউজারে ফন্ট সেটিং ঠিক করলে মনে হয় এই সমস্যা চলে যাবে। ফন্ট সেটিংস এ আমি সিয়াম রুপালি সেট করে দেওয়ার পর আমার এই সমস্যা কেটে গেছে।
আমার তো সিয়াম রূপালি-ই দেয়া
আমার তো সিয়াম রূপালি-ই দেয়া আছে
আপনার ব্রাউজার যদি মজিলা হয়

আপনার ব্রাউজার যদি মজিলা হয় তবে অপসনে গিয়ে কন্টেন্টে ছবির মত সেটিং করেন। তারপর এডভান্সে ক্লিক করে নীচের ছবির মত সেটিং করে ওকে দিয়ে ব্রাউজার রি-স্টার্ট দেন। আশাকরি ঠিক হয়ে যাবে। এই সেটিং-এ সকল বাংলা সাইট ও ফেসবুক দেখতে পাবেন ঝকমকে।
দুলাল ভাই,
এই কমেন্ট টা
দুলাল ভাই,
এই কমেন্ট টা মুশকিল আসান কমেন্ট ।
ধন্যবাদ আপনাকে !
দুলাল ভাই,আমার একই পোস্ট ভুলে
দুলাল ভাই,আমার একই পোস্ট ভুলে চারবার হয়ে গেছে।ডিলিট করব কিভাবে?
মাস্টার সাব আপনাদের ইমেইল এ
মাস্টার সাব আপনাদের ইমেইল এ user name পরিবর্তন করতে চেয়ে একখানা চিঠি পাঠিয়েছি। উত্তর দিলে মিষ্টি খাওয়াব।
আপনার কাঙ্ক্ষিত ইউজার নেম
আপনার কাঙ্ক্ষিত ইউজার নেম পরিবর্তিত করে দেওয়া হয়েছে।
ফোন দিয়ে পোস্ট করার সময় ভুলে
ফোন দিয়ে পোস্ট করার সময় ভুলে দু’বার পোস্ট করে ফেলেছি এবং একটি ডিলিট করতে পারছি না।তাই আমার যে কোন একটি পোস্ট সরিয়ে ফেলার অনুরোধ করছি।
জনাব ইস্টিশন মাস্টার, মোবাইল
জনাব ইস্টিশন মাস্টার, মোবাইল ভার্শনটা উন্নত করতে হবে।অতি সত্তর পরিবর্তন চাই।উপরিক্ত অভিযোগগুলোর যথাযথ প্রতিকার দেখতে চাই।
মাননীয় ইস্টিশন মাস্টার, নিক
মাননীয় ইস্টিশন মাস্টার, নিক পরিবর্তন প্রসঙ্গে আপনাকে একটা মেইল করা হয়েছে। কি ব্যবস্থা নিলেন?
আপনার মেইলটি আমাদের ইমেইল
আপনার মেইলটি আমাদের ইমেইল ঠিকানার স্প্যাম বক্সে জমা হয়েছিলো। তাই লক্ষ্য করে সেটা পরিবর্তন করতে কিছুটা বিলম্ব হয়েছে। আপনার নিকটি আপনার ইচ্ছানুযায়ী পরিবর্তন করে দেওয়া হল।
অশেষ ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ। :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
—————————————–
:নৃত্য: :নৃত্য: :নৃত্য:
লগ ইন করলাম ফেসবুকের পেজ এর
লগ ইন করলাম ফেসবুকের পেজ এর একটা লিংক দিয়ে…কিন্তু প্লাটফরম এ ক্লিক করলেই ব্লাক আউট স্ক্রিন আসছে…১ম পাতা দেখতে পারছি না…কি সমস্যা জানাবেন প্লিজ???
ব্লগের প্রথম পাতায় গিয়ে
ব্লগের প্রথম পাতায় গিয়ে ctrl+F5 চেপে রিফ্রেস করে নিন।
একটি পোস্টে মন্তব্য করার সময়
একটি পোস্টে মন্তব্য করার সময় বেখেয়ালে মন্তব্যটি চারবার সংরক্ষণ করে ফেলেছি, এখন মুছতে পারার কোন অপশন খুঁজে পাচ্ছিনা
এই ব্যাপারে ইস্টিশন মাস্টারের সাহায্য কামনা করি
আমি নতুন যাত্রী। একটা পোষ্ট
আমি নতুন যাত্রী। একটা পোষ্ট দিলাম। পোষ্ট প্রিভিউতে শুধু এক লাইনের দুটো শব্দ দেখাচ্ছে। আমি কিছু করতে পারলাম না। একটু শিখিয়ে দেন না…
এই ধরনের সমস্যার ক্ষেত্রে
এই ধরনের সমস্যার ক্ষেত্রে ইস্টিশনের মডারেশন প্যানেলের একজন মডারেটর পোস্টের সমস্যা সমাধান করে দেন। আপনার যে কোন সমস্যায় ইস্টিশনের চব্বিশ ঘন্টার পালাক্রমে দায়িত্বরত একজন মডারেটরকে আপনি সাথে পাবেন। প্রাণে প্রাণ মেলানোর তাগিদেই সদাজাগ্রত ইস্টিশন মাস্টারের একজন প্রতিনিধি আপনার পাশে আছেন সব সময়, সার্বক্ষণিক…….।
মাননীয় ইস্টিশন মাস্টার
মাননীয় ইস্টিশন মাস্টার সাহেব
আমি আমার সদ্য পোস্টটি কোনভাবেই আমার ফেইসবুকের ওয়ালে শেয়ার করতে পারছিনা !!! এমনকি এড্রেসবারের লিঙ্ক কপি করেও শেয়ার করতে পারছিনা কেন ??? একটু হেল্পান প্লিজ . . .
আর আমরা বেশিরভাগ সময় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে থাকি। আমাদের কথা চিন্তা করে এই জনপ্রিয় ব্লগ ইস্টিশনের মোবাইল এডিশন’টি আরেকটু সহজ করে দেন। পারলে ইস্টিশনের জন্য একটা এন্ড্রয়েড এপলিকেশান তৈরি করেন।
আর ইদানিং এই ব্লগে কয়েকটা ছাগুর উৎপাত দেখা যাইতেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, যেন আমাদের সবার প্রিয় ইস্টিশন ব্লগটি ছাগুদের অভয়ারণ্য হয়ে না যায়।
মাননীয় ইস্টিশন মাস্টার, আমার আনীত উপরোক্ত অভিযোগ ও আবেদনগুলো বিবেচনা করিয়া আপনার পক্ষ থিকা কিছু একটা ব্যবস্থা না নিলে কোনদিন মনের দুঃখে ইস্টিশনের প্ল্যাটফর্ম ফালায়া যামুগা, কইতে পারিনা
আপনার পোস্টটির শিরোনাম বড়
প্রিয় যাত্রী, ইস্টিশন মাষ্টারের দৃষ্টি আকর্ষনের জন্য মডারেশন প্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যতই বাঁধা আসুক, আমরা প্রাণে প্রাণ মেলাবই………।
অত্যন্ত খুশি হলাম। আপনাকেও
অত্যন্ত খুশি হলাম। আপনাকেও অসংখ্যবার ধন্যবাদ . . . :ফুল:
ইস্টিশন কর্তৃপক্ষ আপনাদের
ইস্টিশন কর্তৃপক্ষ আপনাদের সবার আগ্রহের প্রেক্ষিতে এনরয়েড ভার্সন রিলিজ দিয়েছে। ব্লগের প্রথম পাতায় নোটিশ বোর্ডে উল্লেখিত লিংকে গিয়ে ইস্টিশন এনরয়েড মোবাইল ভার্সনটি লোড করে এনরয়েড মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে প্রাণে প্রাণ মেলানোর জন্য আহবান জানানো হচ্ছে।
মাননীয় ষ্টেশন মাস্টার,
আমি
মাননীয় ষ্টেশন মাস্টার,
আমি আমার ছবি পরিবর্তন করতে পারছি না। পুরনো ছবি ডিলিট করে তারপর নতুন ছবি আপলোড করছি কিন্তু আবার পুরনো ছবি চলে আসছে কিন্তু নতুনটা আপলোড হচ্ছে না। সমাধান জানালে উপকৃত হব। :মাথানষ্ট:
আপনি নতুন ছবিটি আপলোড করে
আপনি নতুন ছবিটি আপলোড করে অপেক্ষা করুন। আমাদের একজন মডারেটর আপনার পিকটি অনুমোদন করার পর ২৪ ঘন্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।
ধন্যবাদ।
ধন্যবাদ। :ফুল:
সম্মানিত ইস্টিশন মাস্টার
সম্মানিত ইস্টিশন মাস্টার সাহেব, অনুগ্রহ পূর্বক খেয়াল করবেন; ইস্টিশন বিধি ২ (দুই)-এ লেখা আছে
এই নীতি অনুযায়ী ইস্টিশন যাত্রী রাজনীতি ও আমরা আমার একটি পোস্টে হেফাজতের ১৩ দফা, সাংবিধানিক নিয়ম এবং আমার সামান্য কথা মন্তব্য করেছে
এবং তার কার্যবিধি থেকে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি রাজনীতি ও আমরা এই নিকধারীটি ৭১ এর পরাজিত শত্রু বেজন্মা জামায়াত এবং জারজ শিবিরদের দালাল, আর উক্ত মন্তব্য করার মাধ্যমে সে হুমকি দিয়েছে এটা স্পষ্ট প্রতীয়মান।
আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন এবং ব্যবস্থা নিবেন। এখানে এও উল্লেখ্য যে আমার ধারণা ভুল হলে সেটিও বুঝিয়ে প্রকাশ করবেন।
‘রাজনীতি ও আমরা’ নিকধারী
‘রাজনীতি ও আমরা’ নিকধারী যাত্রীর প্রতি ইস্টিশন’র মডারেশন প্যানেলের কড়া নজরদারী ছিল। ইস্টিশন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সম্পর্কে সব সময়ই জিরো টলারেন্স দেখানোর বিষয়ে অঙ্গীকারবদ্ধ। মডারেশন প্যানেল নিশ্চিত হয়েছে ‘রাজনীতি ও আমরা’ নিকধারী ছদ্মবেশী যাত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য বিভিন্ন ধরনের হুমকি, অশালীন আচরণ ও সহযাত্রীদের প্রতি অযথা গালিগালাজে লিপ্ত থাকায় স্থায়ীভাবে ব্যান করা হল।
(No subject)
:bow: :bow: :bow: :bow: :bow:
আজকে সকালে নেট শেষ হয়ে যাওয়ার
আজকে সকালে নেট শেষ হয়ে যাওয়ার পর ক্যাফেতে যাই।সেখানে গেলে চলে আসার সময় তারাতারিতে ব্লগ থেকে এবং এফবিতে এলজি আউট করতে ভুলে যাই।আমার প্রোফাইল থেকে আজকে মাত্রে পোস্ট লেখসি এক্টা।কিন্তু ফেসবুক থেকে একটি পোস্ট আমার এখানে কপি পেস্ট করে বসিয়ে দেওয়া হ্যেছে।এটা আমার সচেতন তার অভাব থেকে।আমাকে মাফ করবেন।ইস্টিসনকে ধন্যবাদ,বিষয়টি গুরুত্বসহকারে নেওয়ার জন্য।
আপনাদের ফন্ট খুব ছোটো
আপনাদের ফন্ট খুব ছোটো দেখায়….দেখ্তে খুব কষ্ট হয়…. এটা বড় করলে কি কোনো সমস্যা আছে?
মাননীয় ইস্টিশন মাস্টার,
আমার
মাননীয় ইস্টিশন মাস্টার,
আমার প্রোফাইল পিকচার’টি এখনো আপডেট হয়নি !!! :মনখারাপ:
It can hold a stack of fat
It can hold a stack of fat through the action of knead leg. The leg looks chubby and isn’t harmonious with actual weight. super slim pomegranate http://bioforumoulu.org/wp-content/plugins/bestcapsule/Slim_Forte_Diet_Pills.html
প্রিয় ইস্টিশন মাস্টার,
প্রিয় ইস্টিশন মাস্টার, অসাবধানতাবশত আমার একইরকম দুইটি পোস্ট দেয়া হয়েছে। অনুগ্রহ করে যেকোন একটি স্থায়ীভাবে রীমুভ করবেন।
ইস্টিশন মাস্টার সাহেব, আজ
ইস্টিশন মাস্টার সাহেব, আজ প্রায় অনেকদিন হয়ে গেল আমার আপলোড করা ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে আপডেট করে দেয়া হয়নি। একটু নজর দিলে খুশি হবো
আমার আই ডি টি স্থায়ী ভাবে
আমার আই ডি টি স্থায়ী ভাবে ব্যান করার অনুরোধ জানাচ্ছি, ইস্টিশন মাস্টার আপনার দৃষ্টি কামনা করছি
প্রতিটা কমিউনিটি ব্লগে কিছু
প্রতিটা কমিউনিটি ব্লগে কিছু নিয়ম-নীতি-বিধি থাকে। ব্লগিং শুরু করার পূর্বে সংশ্লিষ্ট ব্লগের বিধিগুলো পড়ে নেওয়া উচিত। আপনাকে ইস্টিশনবিধি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার ইংরেজী পোস্টটি ইস্টিশনবিধি-৮ এর সুস্পষ্ট লঙ্গন। বিধিটি নীচে কোড করা হলঃ
(No subject)
:বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
বিনা কারনে শিকল টানিলে কতো
বিনা কারনে শিকল টানিলে কতো টাকা দণ্ড দিতে হবে ইস্টিশন মাস্টার? :ভাবতেছি:
বাচাল যাত্রী নির্বাচন করেন
বাচাল যাত্রী নির্বাচন করেন কিসের ভিত্তিতে?
আমার অস্তিত্বে, আমার মা নামে
আমার অস্তিত্বে, আমার মা নামে একই লেখা নেটওয়ার্ক সমস্যার কারণে দুইটা হয়ে গেছে। ডিলিট করবো কিভাবে?
ওরে বাবা! মশা মারতে কামান
ওরে বাবা! মশা মারতে কামান দাগাই ফেলতেছে সবাই…
জনাব ইস্টিশন
জনাব ইস্টিশন মাস্টার,
ব্লগগুলো কে বা কারা শেয়ার করে তা জানাটা খুব জরুরী। কিন্তু এটা জানার কোন উপায় পাচ্ছি না। শুধু শেয়ার সংখ্যা দেখাচ্ছে।
এ ব্যপারে ব্যবস্থা নেয়া যাবে কি?
আমি মোবাইল দিয়েই ব্লগে লিখি।
আমি মোবাইল দিয়েই ব্লগে লিখি। কিন্তু ছবি সংযুক্ত করতে পারি না। মোবাইল দিয়ে কি করে ছবি সংযুক্ত করব।
আমার জানামতে মোবাইল দিয়ে ছবি
আমার জানামতে মোবাইল দিয়ে ছবি এ্যড করা যায়না।
আমার একই পোস্ট ভুলে দুই বার
আমার একই পোস্ট ভুলে দুই বার হয়ে গেছে, একটা মুছে পেলুন, ধন্যবাদ
ব্যনার দেইখা
ব্যনার দেইখা :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
আমার ও
আমার ও :নৃত্য: :হাহাপগে:
ফ্লাডিং বেশি হচ্ছে।প্রথম
ফ্লাডিং বেশি হচ্ছে।প্রথম পাতায় একজনেরই তিনটা পোষ্ট ঝুলছে।দ্রুত পদক্ষেপ আশা করছি।
আমরা কেন পিছিয়ে ???
লেখাটি
আমরা কেন পিছিয়ে ???
লেখাটি নেটওয়ার্ক স্যমস্যার কারনে দুই বার হয়ে গেছে। অনুগ্রহ করে একটি মুছে দিন।
ধন্যবাদ।
পুরনো লেখা খুব সহজে খুঁজে পাই
পুরনো লেখা খুব সহজে খুঁজে পাই কীভাবে ? যেমন, ধরুন ২ মাস আগের নুর নবী দুলালের একটি লেখা বা ডাঃ আতিকের ১ মাস পূর্বের লেখা হোম পেজ থেকে সরাসরি ক্যামনে পেতে পারি ? ” হাতড়ান ” এ ও কোন ক্লু পাওয়া যায়না । কী মুশকিল বলুন তো ?
এই ক্ষেত্রে ব্লগার এর
এই ক্ষেত্রে ব্লগার এর ব্যক্তিগত ব্লগ এ প্রবেশ ছাড়া ওয়ে নাই । সাম্প্রতিক প্রকাশিত ব্লগ এই খোজা ছাড়া কিছু করার নাই
একজন ব্লগার সেদিন আমাকে
একজন ব্লগার সেদিন আমাকে পরামর্শ দিলেন ” ক্যাটাগরি ” তে গিয়ে ক্লিক মারলে যেকোনো বিভাগের লেখা পড়া যাবে । কিন্তু ভাই, আমি কোন ক্যাটাগরি খুঁজে পাইনি, আপনার জানা আছে ? যেমন শুধু গল্প পড়তে চাইলে … এমন ব্যবস্থা কি করা আছে যে এক ক্লিক এ – এ জাবত যতো গল্প এই ব্লগে লেখা হয়েছে সামনে চলে আসবে ? জানালে উপকৃত হই ।
গল্প পড়তে চান , যেকোনো গল্প
গল্প পড়তে চান , যেকোনো গল্প তে ঢুকুন শিডিউল থেকে । সেখানে গল্প ট্যাগ থাকলে ওখানে ক্লিক করলেই পাবেন
মাননীয় ইস্টিশন মাষ্টার, আমার
মাননীয় ইস্টিশন মাষ্টার, আমার ইমেইলে আগে ইস্টিশনের নটিফিকেশনগুলি নিয়মিত যেত। এখন আর যাচ্ছেনা। জরুরী ভিত্তিতে সমাধান চাই।
স্প্যাম বক্সটা চেক করে দেখতে
স্প্যাম বক্সটা চেক করে দেখতে পারেন। আমার ইস্টিশন থেকে পাঠানো কিছু মেইল স্প্যাম বক্সে জমা হচ্ছে।
ইস্টিশন এ আসতে সমস্যা হচ্ছে।
ইস্টিশন এ আসতে সমস্যা হচ্ছে। কারো কি সমস্যা হচ্ছে? ফেইল্ড দেখাচ্ছে।
মুহম্মদ জাফর ইকবাল স্যারের
মুহম্মদ জাফর ইকবাল স্যারের কাছে খোলা চিঠি.. এই একরোখা,অস্বচ্ছ, আপাত দৃষ্টিতে উদ্দেশ্যপ্রনোদিত পোষ্টটা স্টিকি করার কারন খুজে পাচ্ছি না। ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষন করছি।
কারিগর থেকে দুটি মেইল এসেছে
কারিগর থেকে দুটি মেইল এসেছে বইয়ের ব্যাপারে। কিন্তু কিছুই বুঝতে পারছি না। যদি একটু বুঝিয়ে বলতেন।
আমিও পাইলাম।। মনে হয় ওদের
আমিও পাইলাম।। মনে হয় ওদের নিয়ম অনুযায়ী রিকোয়েস্ট ের পর ১ম মেইল দিছে দেন । পেমেন্ট কনফার্ম হওয়ার পর আর একটা দিছে । ২- ৭ দিনের মধ্যে বই আসবে ।
আমি পাইলাম না কেনু?
আমি পাইলাম না কেনু? :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
ইষ্টিশন আপনার টা পেইড করতে
ইষ্টিশন আপনার টা পেইড করতে লেট করতাছে মনে হয় , মামলা দেন । :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাহাপগে: :হাহাপগে:
জটিল উত্তর
জটিল উত্তর :হাহাপগে: :হাহাপগে:
আমি তো কোন পেমেন্ট দেই নি।
আমি তো কোন পেমেন্ট দেই নি। কিছু বুঝছি না।। ইস্টিশন মাস্টার কই?????
আর আপনি নাম পালটালেন কীভাবে????
পেমেন্ট সম্ভবত ইস্টিশন করেছে
পেমেন্ট সম্ভবত ইস্টিশন করেছে । আমি নাম পালটিয়েছি ইমেইল এর মাধ্যমে ।
sir pleasee remoove my Id.
sir pleasee remoove my Id.
ইষ্টিশনে গুণীজনের কথা
ইষ্টিশনে গুণীজনের কথা নির্বাচন হয় কিসের ভিত্তিতে । ঘুরে ফিরে কয়েক জনের কথাই গুনিজনের লিস্টে দেখি । এই ব্লগে গুণী জনের এতোই অভাব । আমার তা মনে হয় না । তাইলে ঘটনা কোনখানে ?
ইষ্টিশনে গুনি যাত্রীর কথা
ইষ্টিশনে গুনি যাত্রীর কথা আসলে সমসাময়িক বিষয় এর উপর নির্ভর করে এবং সপ্তাহ কেন্দ্রিক এটা । সপ্তাহে কোন যাত্রীর পোস্ট থেকে চয়নক্রীত কথা যেটা সমসাময়িক কোন বিষয়কে ইঙ্গিত করে স্বতন্ত্র গুরুত্ত বহন করে সেটা ,। আর আপনি ২ উইক্ এসেছেন বলে এরকম মনে হচ্ছে , , ঘুরে ফিরে এক নয় – বিভিন্ন যাত্রীর কোট তুলে দেই ইষ্টিশন । উত্তর টা আমি দিয়েছি বলে কিছু মনে কইরেন নাহ ।। নিজ দায়িত্ব থেকে বললাম 🙂
আমার -গাজী ফাতিহুন নূর এর
আমার -গাজী ফাতিহুন নূর এর প্রকাশিত গালি ও তার উপবৃত্তির পোস্টের লিঙ্কটা খুব দরকার।কিন্তু তার সাম্প্রতিক প্রকাশিত ব্লগে পাচ্ছিনা।আমি পিসি ও মোবাইল দুটা দিয়েই ট্রাই করেছি।কেউ পারলে আমাকে জানান।
গালি ও তার ইতিবৃত্ত
@রাইয়ান
গালি ও তার ইতিবৃত্ত
@রাইয়ান স্বপ্নকথক
জনাব ইস্টিশন মাস্টার, আপনি কি
জনাব ইস্টিশন মাস্টার, আপনি কি তবে ইস্টিশন ব্লগকে কারো দলাদলির , ব্যক্তিগত আক্রমণের ব্লগে পরিণত করতে চাচ্ছেন। আজেবাজে অনেক পোস্ট দেওয়া হচ্ছে। ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। একবার শামিমা মিতু আনিস রায়হান আরেকবার ইমরান এইচ সরকার। কোন বিশেষ গোষ্ঠীর পিছনে লেগে থাকার জায়গা নিশ্চয় ইস্টিশন ব্লগ নয়। আপনার কি সে দিকে দৃষ্টি নাই?
যদি এমনই চলতে থাকে তবে জানিয়ে দেন, ইস্টিশন এবার থেকে কোন বিশেষ দলের হয়ে গেছে।
হুম । ইষ্টিশন মাস্টার এর
হুম । ইষ্টিশন মাস্টার এর প্রতি একি দাবি রাখছি অবাস্তব স্বপ্নচারী এর সাথে সহমত পোষণ করে । এই ইউজার আইডি ব্যান এর দাবি করছি । কেননা তার দিন এর দিন টিকেট কাটার পর এমন সব পোস্ট সত্যিই প্রশ্ন জাগায় ।
http://istishon.blog/node/2826
http://istishon.blog/node/2826
লেখা এবং লেখক দুটি বিষয়ে ইষ্টিশন এর হস্তক্ষেপ চাচ্ছি ।
একের পর এক আজে বাজে ব্যক্তিগত
একের পর এক আজে বাজে ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে পোস্ট দেওয়া হচ্ছে। কিন্তু ইস্টিশনের এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া নাই।
এ কি ইস্টিশনের আসল রূপ উন্মোচন হচ্ছে? তবে সেটা স্বীকার করে নিলেই হয়। ইস্টিশন থেকে সম্পৃক্ততা ছিন্ন করতে সহজ হবে তাতে।
কাল থেকে শুরু হয়েছে । যেটা
কাল থেকে শুরু হয়েছে । যেটা আগে দেখেছি আমার ব্লগ এবং সামুতে । ইষ্টিশন মাস্টার কেন এখনো নির্বিকার !!!!!!!!১ জানতে চাচ্ছি!!!!!!!!!!!! সততই এভাবে চলতে থাকলে শুধু আমরা নই , অনেক ব্লগার ইষ্টিশন এর সাথে চমৎকার যে সম্পৃক্ততা ছিল সেটা ছিন্ন করবে !!! একটু খেয়াল কইরা জনাব ইষ্টিশন মাস্টার
যদি ইস্টিশনের সাথে আমার ব্লগ
যদি ইস্টিশনের সাথে আমার ব্লগ আর সামুর কোন পার্থক্যই না থাকে তবে যে কারণে ওইসব ব্লগ ত্যাগ করেছি , একই কারণে ইস্টিশন ত্যাগ করতে হবে।
গালিগালাজ, একে অপরের পিছে লেগে থাকা , ব্যক্তিগত আক্রমণ আমার ব্লগ আর সামুতে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। তাই ওসব ব্লগে ভুলেও যাই না। ফেসবুক এসবের জন্য উৎকৃষ্ট জায়গা। যা করার ওখানে করেলেই হয়। জুকারবার্গ এর পক্ষে এসব বন্ধ করা সম্ভব না। কিন্তু মাস্টার মশাই যদি নিসচুপ থাকতে চান, তবে দয়া করে জানিয়ে দেন।
যদি কোন উত্তর নাই দেন তবে আর “শিকল টানুন ” অপশনটা রাখার কি দরকার ছিল?
আমার আইডি বাতিল করুন।
আমার আইডি বাতিল করুন।
মাস্টার প্রোফাইল পিকচার
মাস্টার প্রোফাইল পিকচার নতুনভাবে দেয়ার কয়দিন পর change করা হয়?
মাস্টার এর হয়ে আন্সার টা দিয়ে
মাস্টার এর হয়ে আন্সার টা দিয়ে দিলাম আপনার সুবিধারথে –
চেঞ্জ করার ২৪ ঘণ্টার মধ্যে আপডেট হয়ে যাবে
প্রোফাইল পিকচার নতুন
প্রোফাইল পিকচার নতুন দিলাম।কিন্তু কুন পিকচারই তো দেখায় না 🙁
ব্লগের প্রোফাইলে ফেসবুক লিংক
ব্লগের প্রোফাইলে ফেসবুক লিংক এড করতে পারছি না। কিভাবে করতে হবে বললে ভাল হত।
আপু, এটা তো খুব সহজ। আপনি
আপু, এটা তো খুব সহজ। আপনি আপনার প্রোফাইল সম্পাদনায় গেলে দুইটা অপশন পাবেন, “একাউন্ট” ও “ব্যক্তিগত তথ্য”। সম্পাদনায় গেলে একাউন্ট অপশন ওপেন হয়। ঠিক তার পাশেউ ব্যক্তিগত তথ্য দেওয়ার অপশন আছে, ওখানে ক্লিক করে ঢুকে আপনার ইচ্ছানুযায়ী তথ্য এড করতে পারেন।
এই ব্লগে লিখা কষ্টকর শুধু
এই ব্লগে লিখা কষ্টকর শুধু ব্লগ না মন্তব্যেও। অন্য জায়গাতে লেখা লিখে কপি পেস্ট করে আনলেও লেখা উল্টে যায়। কিন্তু কেন? লেখার এলোমেলো দেখানোর জন্য আমি স্কিন শট নিয়েছি কিন্তু ছবিটা অ্যাড করতে পারছি না।
লেখা তো উল্টাই নাহ । কিছু
লেখা তো উল্টাই নাহ । কিছু বুঝলাম নাহ । সমস্যা টা খুলে বলুন । আমরা সহব্লগার রা হেল্প করার চেষ্টা করব । আর ছবি অ্যাড করতে গেলে ট্রেনিং রুম এর এটা পড়ুন –
পোস্টে ছবি সংযুক্তিঃ
আপনি আপনার পোষ্ট বা মন্তব্যে ছবি যুক্ত করতে হলে "insert/edit image" নামের বাটনে ক্লিক করুন একটি উইন্ডো আসবে যেখানে আপনি "ছবির ইউআরএল" নামের একটি ঘর পাবেন, ওখানেই আপনার ইপ্সিত ছবির ডিরেক্ট লিংকটি (Direct link) কপি করে বসিয়ে দিন, "ঠিকাছে" বাটনে ক্লিক করুর, ব্যাস আপনার ছবি যোগ হয়ে গেছে।
ছবির Direct link পাবার জন্য আপনি ইপ্সিত ছবিটি আপনার ব্রাউজারে ওপেন করুন, এরপর ঐ ছবির উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে "কপি ইমেজ লোকেশন" অপশন পাবেন। আর আপনি যদি আপনার নিজস্ব কোন ছবি যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনাকে কোন ইমেজ হোষ্টিং সা্ইটে সেই ছবি আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি www.tinypic.com অথবা অন্য কোনো ইমেজ হোস্টিং সাইটে আপনার ছবি আপলোড করলে সেখানে আপনি direct link নামে একটি লিংক পাবেন ঐটিই আপনাকে "ছবির ইউআরএল" ঘরে কপি পেষ্ট করতে হবে।
আপনি ফেসবুক থেকে ছবি যোগ করতে চাইলে "ছবির ইউআরএল" ঘরে ইমেজ লিংক নয় বরং ইমেজ লোকেশন বসাতে হবে। ছবির লোকেশন কপি করতে আপনি ঐ ছবির উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে "কপি ইমেজ লোকেশন" অপশন পাবেন।
আপনি কি আপনার মন্তব্য পোষ্ট
আপনি কি আপনার মন্তব্য পোষ্ট করার পর চোখ বুলায়েছেন? না দেখলে এখন একটু দেখবেন। ঠিক অমন হয়ে যায় লেখা।
//পোস্টে ছবি সংযুক্তিঃ
আপনি আপনার পোষ্ট বা মন্তব্যে ছবি যুক্ত করতে হলে “insert/edit image” নামের বাটনে ক্লিক করুন একটি উইন্ডো আসবে যেখানে আপনি “ছবির ইউআরএল” নামের একটি ঘর পাবেন, ওখানেই আপনার ইপ্সিত ছবির ডিরেক্ট লিংকটি (Direct link) কপি করে বসিয়ে দিন, “ঠিকাছে” বাটনে ক্লিক করুর, ব্যাস আপনার ছবি যোগ হয়ে গেছে।//
এই লেখাটা আপনার মন্তব্যে কেমন এসেছে?
ব্লগে লেখা তো কপি পেস্ট করেই
ব্লগে লেখা তো কপি পেস্ট করেই দেই। আপনার মতো সমস্যা তো কখনো হয় নি। মন্তব্য করতেও কোন সমস্যা কখনো হয় নি।
ইস্টিশন মাস্টারের দৃষ্টি
ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষন করছি,
ইদানিং দেখতে পাচ্ছি আমার মত কিছু ফেসবুকার ব্লগে ঢুকে ফেসবুক স্ট্যাটাসের মত অহরহ হাবিজাবি পোস্ট দিচ্ছে ।চাকচিক্য শিরোনামের দরুন পড়তে গিয়ে ভাল ও নিয়মিত লেখকের লিখা পোস্টগুলি পড়া মুশকিল হয়ে পড়তেছে ।তাছাড়া ব্লগের মান ও কমে যাচ্ছে ।তাই একটা অনুরোধ, একই লেখকের দুটি লিখা ২৪ ঘন্টার মধ্যে একসাথে যাহাতে মুল পাতায় শো না করে তার ব্যবস্থা নিন ।অর্থ্যাৎ একজন লেখক ২৪ ঘন্টায় যেন মাত্র একটি লিখা পোস্ট করতে পারেন।এতে করে একজন লেখক পুরোপুরি চিন্তার বিকাশ ঘটিয়ে লিখার সময় বা সুযোগ পাবেন এবং পোস্ট কমে গেলেও লিখার মান ভাল থাকবে।পোস্টের বিষয় নিয়ে আলোচনা সমালোচনার যতেষ্ট সময় থাকবে এবং পাঠক ও মন্তব্যকারীদের জন্য সুবিধা হবে।
ভাই ভুল করতে করতেই মানুষ শেখে
ভাই ভুল করতে করতেই মানুষ শেখে তাই নয় কি?
সহমত ।
সহমত ।
প্রিয় ইস্টিশন মাস্টার গত
প্রিয় ইস্টিশন মাস্টার গত মাসের বই তো এখন ও হাতে পেলাম না!!! বন্ধুরা তো খেপায়ে মাইরা ফেলবে
কবে বই পাঠাবেন?
প্রিয় যাত্রী, বই দুইদিন আগেই
প্রিয় যাত্রী, বই দুইদিন আগেই সবার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে কারিগর.কম। আশা করি শীঘ্রই পেয়ে যাবেন।
অপেক্ষায় থাকলাম
অপেক্ষায় থাকলাম :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি:
অপেক্ষায় আছি বন্ধুরা খেপাচ্ছে
অপেক্ষায় আছি বন্ধুরা খেপাচ্ছে বলে কিরে তোর নোবেল পাইসিস
:কানতেছি: :কানতেছি:
জ্বি অপেক্ষায় আছি
জ্বি অপেক্ষায় আছি
আপনি তো পাইয়া গেলেন আমি পেলাম
আপনি তো পাইয়া গেলেন আমি পেলাম না!
এই অপেক্ষা শেষ হবার নয়!
এই অপেক্ষা শেষ হবার নয়! 😀
প্রিয় ইস্টিশন মাস্টার
প্রিয় ইস্টিশন মাস্টার ভাইসাহেব, আমিও কোন e-book পাই নি।পুরো মেইল চেক করলাম। কিচ্ছু নাই। কারিগর.কমের কাছ থেকেও কোন মেইল পাই নাই। ব্যাপারটা কি একটু দেখবেন দয়া করে? অতিশয় চিন্তাযুক্ত আছি বলা বাহুল্য। :চিন্তায়আছি:
ভাইয়া কাইন্ডলি কি বলবেন,
ভাইয়া কাইন্ডলি কি বলবেন, এইখানে বই বলতে কিসের বই এর কথা বলা হচ্ছে।???
ইস্টিশন মাস্টারের মনযোগ
ইস্টিশন মাস্টারের মনযোগ আকর্ষন করছিঃ
আমি এই ব্লগে টিকেট কাটার সময় ভুলবশতঃ আমার নামের মাঝে স্পেস দিয়ে ফেলি। ফলতঃ আমার নাম ব্রহ্ম পুত্র দেখা যাচ্ছে। বিষয়টি আমি শুরুতেই ইমেইল করে নামটি ব্রহ্মপুত্র করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। মনে হয় নজরে পড়ে নাই। তাই আজ এখানে লিখলাম। আমার নামের মাঝের স্পেসটি সরিয়ে ব্রহ্মপুত্র করে দিলে খুবই খুশী হবো।
মাস্টার সাহেব,
ট্রেন ছেঁড়ে
মাস্টার সাহেব,
ট্রেন ছেঁড়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন । ওদিকে যে আপনার ব্লগ আর ফেইস বুকের পার্থক্য ঘুচে গিয়ে একাকার হয়ে যাচ্ছে সে দিকে আপনার বিন্দুমাত্র নজর আছে বলে তো মনে হয় না । ২/৪ লাইন লিখে পোস্ট দিচ্ছে, কবিতার নামে সস্তা গদ্য চালান দিচ্ছে । এভাবেই চলতে থাকবে ? আপনার কড়া হস্তক্ষেপ কামনা করছি ।
ফেসবুকের ন্যয় পোস্টের প্রতি
ফেসবুকের ন্যয় পোস্টের প্রতি তীব্র হস্তক্ষেপ চাই!
হুম …
হুম …
ইষ্টিশন মাস্টার ,
কোন ব্লগ
ইষ্টিশন মাস্টার ,
কোন ব্লগ পোস্ট লিখার পর ব্লগার যদি অই পোস্ট মুছে ফেলতে চান,তাহলে কিভাবে মুছা সম্ভব ?
প্রিয় ইস্টিশন মাস্টার আপনি
প্রিয় ইস্টিশন মাস্টার আপনি ইমেইল এর জবাব দিচ্ছেন না তাই বাধ্য হয়ে এখানে মন্তব্য করলাম!
যদিও আমি বই পড়ি না কিন্তু এখন এই বই আমার মান সম্মানের প্রশ্ন !
কি ভেবে স্টাটাস দিয়েছিলাম এই বই নিয়ে এখন বন্ধুরা এই নিয়ে খেপাচ্ছে!
অন্য রা বই পেলেও আমি পাই নি এখন ও!
তরিক ভাই রাইয়ান ভাই পেয়ছে বলে জানিয়েছেন!
দয়া করিয়া আর মান সম্মান নষ্ট কইরেন না ইমেইল অথবা এখানে কিছু জানান!!
:কানতেছি: :কানতেছি: :কানতেছি:
ফিলিং ভেরি মাচ অসহায় :মনখারাপ: :মনখারাপ: :মনখারাপ: :মনখারাপ: :ভাঙামন: :ভাঙামন:
একটা কুইশ্চেন
একটা কুইশ্চেন আছিলো………??
আমি কি আমার নামটা পরিবর্তন করে পরিবর্ধন করতে পারবো কোন ভাবে …………?? কেউ যদি হেলেপ কইরতেন তারে আমি বালা পাইতাম 😀
ইস্টিশন মাস্টারকে মেইল করুন,
ইস্টিশন মাস্টারকে মেইল করুন, অথবা পরিবর্তন করে কি নাম নিতে চান সেটা এখানেও লিখে দিতে পারেন। মাস্টারের নজরে আসলে চেঞ্জ করে দেবেনে। 😀
জনাব ইস্টিশন মাস্টার,
বিনীত
জনাব ইস্টিশন মাস্টার,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার ব্লগিং ওয়েব সাইট “ইস্টিশন- প্রাণে প্রাণে মিলাবই” এর একজন নিয়মিত ব্লগার ।। আমি অনেকদিন যাবত আমার ব্লগিং নামটা পরিবর্তনের জন্য চেষ্টা করে আসছি মাগার কিছুতেই কিছু হচ্ছেনা ।। আমার ব্লগিং নাম হল জুয়েল এবং আমার ইমেল এড্রেস হল- dreamboy_jewel@yahoo.com. ইতিমধ্যে আমি একবার শিকল টেনেছিলাম কিন্তু অতিব সন্তাপের সাথে বলতে বাধ্য হচ্ছি আমার শিকল টানা স্বত্বেও আপনি আপনার রেলগাড়ি নিজস্ব গতিতে চালিয়ে নিয়েছেন এতে আমি রীতিমত অবাকিত এবং বিস্মিত বোধ করেছি ।।
অতএব আপনার কাছে আমার সবিনয়ে নিবেদন আমার নামখানা জুয়েল এর পরিবর্তে পরিবর্ধন করে “একেলা পথের পথিক” করে দিলে আনন্দিত হয়তাম এবং আমার উৎসাহ বৃদ্ধি পেত ।।
ধন্যবাদ আপনাকে
আপনার ব্লগিং সাইটের একজন নিয়মিত পাঠক এবং ব্লগার
জুয়েল (একেলা পথের পথিক)
বর্তমান নামঃ জুয়েল
পরিবর্তনের জন্য অনুরোধীয় নামঃ একেলা পথের পথিক
ধন্যবাদ আতিক ভাই ভাল সাজেস এর
ধন্যবাদ আতিক ভাই ভাল সাজেস এর জন্য এবং ধন্যবাদ মাষ্টার সাহেব নাম পরিবর্তন করে দেওয়ার জন্য ……… :নৃত্য:
গতকাল রাতে ঘুমাতে গেলাম ৩১৯
গতকাল রাতে ঘুমাতে গেলাম ৩১৯ পয়েন্ট দেখে সকাল ১২ টায় দেখলাম ২৯৪ পয়েন্ট । এখন রাত সাড়ে ১০ টায় দেখছি ২৭৪ !!!! এসবের মানে কি ??? পয়েন্ট গুলো কে খাচ্ছে, কেন খাচ্চে ??? এই বিষয়টা আমার মস্তিষ্কে একেবারে ঢুকছেনা । ব্যাপারটা কেউ বোঝাবেন ? এটা কেবল আমার ক্ষেত্রে না আরও কারো কারো ক্ষেত্রে দেখছি !!!! :ভাবতেছি: :মানেকি:
পয়েন্ট বলতে কি বোঝাচ্ছেন এটা
পয়েন্ট বলতে কি বোঝাচ্ছেন এটা বললে হেল্প করতে পারি ।
রাহাত ভাই, এটা শেষ ৭ দিনের
রাহাত ভাই, এটা শেষ ৭ দিনের মন্তব্যের সংখ্যা বোঝায়। শেষ সাত দিন কিন্তু প্রতি মুহুর্তে চেঞ্জ হচ্ছে। বুঝাতে পারলাম কিনা জানিনা… :কনফিউজড:
আপনাকে অনেক ধন্যবাদ আতিক ভাই
আপনাকে অনেক ধন্যবাদ আতিক ভাই । বুঝতে পেরেছি । আসলেই তো শেষদিন , শেষ সাত দিনের আগ পর্যন্ত চেঞ্জ হতে থাকবে । :ফুল:
কু ঝিক ঝিক এর কথা বলছেন তো ?
কু ঝিক ঝিক এর কথা বলছেন তো ? আতিক ভাই তো বলেই দিল ব্যপার টা ওখানে ৭*২৪=১৬৮ঘন্টার মধ্য যত গুল করেছেন তার সংখ্যা দেখায়।
দুরন্ত জয় অংক দেখলে ঘাম দিয়ে
দুরন্ত জয় অংক দেখলে ঘাম দিয়ে জ্বর আসে । এখন বুঝতে পেরেছি ।
ধন্যবাদ আপনাকে ! :গোলাপ:
আমি কি আমার নামটা পরিবর্তন
আমি কি আমার নামটা পরিবর্তন করে পরিবর্ধন করে দীর্ঘ বা কর্তন করে একটু সংক্ষিপ্ত করতে পারবো কোন ভাবে…………??
কারো জানা থাকলে সিস্টেমটা বলে দিন।আমি আমার নামটা একটু সংক্ষিপ্ত করতে চাই ।
ইষ্টিশন মাস্টারকে ইমেইল করুন
ইষ্টিশন মাস্টারকে ইমেইল করুন
মাস্টার সাব,
ইষ্টিশনের কাভার
মাস্টার সাব,
ইষ্টিশনের কাভার পেজে ‘ মৃত্যুবার্ষিকীতে ‘ বানান ভুল । হ্রস্ব ু কার য ফলার নিচে দেওয়া হয়েছে ।
একটু খেয়াল করে পোস্ট দিলে ভাল হয় ।
ধন্যবাদ !
ctrl+ f5 চাপেন রাহাত ভাই।
ctrl+ f5 চাপেন রাহাত ভাই। 😀
ইস্টিশন মাস্টার সাহেব,আপনার
ইস্টিশন মাস্টার সাহেব,আপনার দৃষ্টি আকর্ষন করতে বাধ্য হলাম প্রথম বারের মত।
সত্যের তলোয়ার নিকধারীকে একটু নজরদারীতে রাখার অনুরোধ জানাচ্ছি। ইস্টিশনবিধি লঙ্ঘন করে সে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে প্রথম পাতায়। তাছাড়া তার বিগত কয়েকটি পোস্ট লক্ষ করলেই দেখা যায় সে বিশেষ সম্প্রদায় ভুক্ত। তার যৌনতা বিষয়ক কয়েকটি অশ্লীল পোস্ট নিয়ে ব্লগাররাও বিরক্ত হয়ে কমেন্টে আপনার হস্তক্ষেপ কামনা করে। কিন্তু লাভ হয়নি। আজও সে প্রথম পাতায় পরপর দুটি পোস্ট করে নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। এই বিষয়ে আপনার দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি।
ইস্টিশনকে অশ্লীলতা এবং ছাগুবাদের কবল থেকে রক্ষা করতে সত্যের তলোয়ার নিকটির প্রতি যথাযথ ব্যাবস্থা নেয়ার দাবী জানাই।
http://istishon.blog/user/1903
হ্যা ইস্টিশন মাস্টার এর
হ্যা ইস্টিশন মাস্টার এর হস্তক্ষেপ চাই।
আমার এই পোস্টটি মুছে ফেলতে
আমার এই পোস্টটি মুছে ফেলতে চাই। — http://www.istishon.com/node/3835
মাস্টার সাব, পোস্ট ডিলিট করে
মাস্টার সাব, পোস্ট ডিলিট করে ক্যামনে… আমার এই পোস্টটা ডিলিট করে দেন প্লিজ… http://istishon.blog/node/3926
আমার এই পোস্টটি মুছে ফেলতে
আমার এই পোস্টটি মুছে ফেলতে চাই।—- http://www.istishon.com/node/3983
মতামত নাই। অন্যদের মতামত দেখে
মতামত নাই। অন্যদের মতামত দেখে ভালই লাগলো….
রেজা ভাই নামের এই ব্লগার
রেজা ভাই নামের এই ব্লগার নানান জায়গা থেকে লেখা চুরি করে এখানে কপি পেস্ট করছে। দয়া করে ব্যবস্থা নিন।
http://www.istishon.com/user/598
আমার ফেসবুক আইডিতে ম্যাসেজ
আমার ফেসবুক আইডিতে ম্যাসেজ দেয়
আজব পাবলিক। ইনি নাকি জগন্নাথ নাকি জাহাঙ্গীর নগর এর ছাত্র মৈত্রি এর লোক। আমাদের ছন্নছাড়া রাইয়ান ভাল বলতে পারবে।
সে ছাত্র মৈত্রীর লোক না।ওটা
সে ছাত্র মৈত্রীর লোক না।ওটা ভুয়ামি করছে।ওয় ছাত্র লীগের সহ সাধারন সম্পাদক।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের।একদিন এসে ওর ভাষন শুইন ।মাথা ঘুরায় পরে যাব
কেন ভাই?
মাথা ঘুরিয়ে পরে যাব
কেন ভাই?
মাথা ঘুরিয়ে পরে যাব কেন??? আর ভাই জান তো খারাপ পোস্টে না তয় কপি পেস্টের কারণে ইমেজ নষ্ট হয়ে গেল ভাই এর…
খবর নিলাম উনি নতুন কমিটিতে
খবর নিলাম উনি নতুন কমিটিতে নাই
কপি ছাড়া লিখেছি
কপি ছাড়া লিখেছি ভাইhttp://istishon.blog/node/4105
মোবাইল দিয়ে আমার ফেসবুক
মোবাইল দিয়ে আমার ফেসবুক প্রোফাইল অ্যাড করতে চাচ্ছি . . . .কিন্তু ” সংরক্ষণ ” বাটনে চাপ দেবার পরও সংরক্ষিত হচ্ছে না !
শ্রদ্ধেয় ইস্টিশন মাষ্টারের
শ্রদ্ধেয় ইস্টিশন মাষ্টারের দৃষ্টি আকর্ষণ করছি। ইস্টিশনের হোম পেজে ফেসবুকে গুনীজনের কথায় জাতির জনক মুজিবুর এর স্থানে মুজিবর লেখা হয়েছে যা মোটেও কাম্য নয়। অনুগ্রহ পূর্বক বানানটি সঠিক করেবেন কি?
মুকুল ভাই ওটা কিন্তু একজন
মুকুল ভাই ওটা কিন্তু একজন কবির কবিতা থেকে কোট করা বলেই মনে হচ্ছে (লিংক ধরে ভিজিট করে তাই মনে হোল)। কবি যেভাবে লিখবেন সেটা কি পাল্টানো যায়? কি জানি…
আমার অন্য একটি ID আছে মেহেদী
আমার অন্য একটি ID আছে মেহেদী রবিন নামে । ।আমি ওটার সবকিছু হারিয়ে ফেলেছি।আপনি অনুগ্রহ করে ঐ ID টা deactivate করে দিন
ইষ্টিশন মাস্টার,
আমার বই
ইষ্টিশন মাস্টার,
আমার বই কিন্তু এখনো পাইনি !
ঈদের আগে পেয়ে যাব বলেছিলেন । বুঝতে পারছিনা
রোজার ঈদের আগে না কুরবানির ঈদের আগের কথা বলেছিলেন !
আমাকে পাঠানো হয়েছে ৭ তারিখ
আমাকে পাঠানো হয়েছে ৭ তারিখ আমি পেয়েছি ২৭ তারিখ
জয়,
আমি জুলাই মাসের
জয়,
আমি জুলাই মাসের পুরস্কারের কথা বলছি । আপনার মন্তব্য পড়ে এটা বুঝলাম, অপেক্ষা করতে হবে ।
হুম ভাই।
আমি এর আগের মাসের
হুম ভাই।
আমি এর আগের মাসের টার কথা বলেছি। যাই হোক বই কি পাঠিয়েছে আমাদের ইস্টিশন মাস্টার সাহেব?
জয়,
মোবাইল নাম্বার না দেওয়ায়
জয়,
মোবাইল নাম্বার না দেওয়ায় ঝামেলা হয়েছে । গতকাল নাম্বার দিয়েছি, দেখা যাক কবে পাই ।
আপনার ঠিকানার সাথে ফোন নম্বর
আপনার ঠিকানার সাথে ফোন নম্বর না দেওয়াতে এখনো পাঠানো হয়নি। কুরিয়ারে পার্সেল বা ডকুমেন্ট পাঠাতে হলে ঠিকানার সাথে ফোন নম্বরটি প্রয়োজন হয়, এই তথ্যটি সচেতন সবার জানা আছে বলেই আমাদের ধারনা।
মোবাইল নম্বর ছাড়া কুরিয়ার করা
মোবাইল নম্বর ছাড়া কুরিয়ার করা যায় না। উপহারের পোস্টে এই তথ্যটি এড করে দিলে ভুল হত না।
ইস্টিশন মাস্টার,
ওহ ভুলে
ইস্টিশন মাস্টার,
ওহ ভুলে গিয়েছিলাম । আমি দুঃখিত !
আমি কি ফোন নাম্বার সহ ঠিকানা ই- মেইল করবো ?
নাকি, টাইম আপ ?
ধন্যবাদ মাস্টার সাহেব ,
আজ
ধন্যবাদ মাস্টার সাহেব ,
আজ বই পেয়ে আনন্দে আটখানা হয়ে গেছি ।
তবে নামের দ্বিতীয় অংশ ‘ মুস্তাফিজ ‘ না হয়ে, হয়ে গেছে ‘ মোস্তাফিজ ‘ ।
যাহোক, প্রাণে প্রাণ মেলাবোই … বলে রাখি ।
আমার শেষ পোস্ট দুইবার হয়েছে
আমার শেষ পোস্ট দুইবার হয়েছে একটা তারাতারি ডিলেট করেন প্লিজ
ইষ্টিশন মাস্টার,
শুভেচ্ছা
ইষ্টিশন মাস্টার,
শুভেচ্ছা নেবেন । আপনাকে একটা অনুরোধ করবো , ‘ আইন বিভাগ ‘ নামে একটা বিভাগ খোলা হলে সেক্ষেত্রে আইন সংক্রান্ত দরকারি লেখা গুলো একটা নির্দিষ্ট যায়গায় সংরক্ষিত থাকবে । ধন্যবাদ !
ইস্টিশন মাস্টার সাবের দৃষ্টি
ইস্টিশন মাস্টার সাবের দৃষ্টি আকর্ষন করছি…
আমি এখানে আগেও একবার বলেছি, আজ আবার বলছি, আমার নামটা চেঞ্জ করে দিন ।বর্তমানে আমার নাম, “সৈয়দ গোলাম শহিদ শাহিন”(Sayed Gulam Shohid Shahin) এই নামটি পরিবর্তন করে এই নামে দেখতে চাই…
“এসজিএস শাহিন” (S G S Shahin)।
ইস্টিশন মাস্টার সাহেব। আপনি
ইস্টিশন মাস্টার সাহেব। আপনি ট্রেন স্টার্ট দিয়েই ঘুমিয়ে গেলেন নাকি? এদিকে ইস্টিশনের সাথে ফেসবুকের তো আর কোনো তফাৎ থাকছেনা। পিচ্চি পিচ্চি পোস্ট দিয়ে সস্তা ব্লগিং করে ব্লগার সাজার খেলা ইস্টিশনেও শুরু হয়ে গেল। এই দুঃখ কই রাখি?
ফেসবুক হইতে কত দেরী টম এন্ড জেরী? :মাথানষ্ট:
আমার মতামত, এই বিষয়ে মাস্টার
আমার মতামত, এই বিষয়ে মাস্টার সাহেব মাস্টারি না ফলায়ে আমরা ব্লগাররাই মূল ভূমিকা রাখতে পারি। প্রথমত সবাইকে একটু সচেতনতার সাথে পোস্ট করতে হবে। ব্লগের কালচার তো আর বাংলাদেশে এখন আর নতুন কিছু না। এখন এট লিস্ট ব্লগারদের একটা মিনিমাম সেন্স গ্রো করা উচিৎ। আর যাদের সেন্স নাই, তাদের সেন্স তৈরির দায়িত্বও বাকী ব্লগারদের। সমালোচনায় বিদ্ধ করে ননসেন্সদের সেন্স ফেরাইতে হবে। তবে অবশ্যই সেটা সীমা লঙ্ঘন করে নয়। সবসময় মাস্টারের মাস্টারি ফোলান দেখার চেয়ে এইটাই ভালো না?
সহমত আতিক ভাই। কিন্তু কিছু
সহমত আতিক ভাই। কিন্তু কিছু করতে গেলে যে ঐ ব্যক্তিবর্গের আবার মাইন্ডে লাগে!
হুম ভাই ইস্টিশন মাস্টার
হুম ভাই ইস্টিশন মাস্টার সাহেবের দেখা পাইনা আজ ২০ দিন প্রায়।
ইস্টিশন মাস্টার সাহেব কিছু করুন তা না হলে আর পাচটা ব্লগের সাথে আমাদের প্রিয় ইস্টিশনের পার্থক্য থাকবে না। ।
কেউ কপি-পেস্ট করে কোন লেখা
কেউ কপি-পেস্ট করে কোন লেখা দিলে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন কি?
হুম ইস্টিশন বিধি পড়ুন
হুম ইস্টিশন বিধি পড়ুন
আমার এই পোস্টটি ডিলিট করে
আমার এই পোস্টটি ডিলিট করে দেওয়ার অনুরোধ জানালাম —-
http://istishon.blog/node/4360
ওহে জনাব মাস্টার সাব, আমার এক
ওহে জনাব মাস্টার সাব, আমার এক বড় আপু ১৫ মিনিট আগে এই পোস্টে http://www.istishon.com/node/4352 একটা কমেন্ট দিছিলেন, বাট সেইটা এখনও শো করতেছে না :কানতেছি: :কানতেছি: :কানতেছি: … আমার জানামতে অতিথি হিসাবে যে ফিল্ডগুলো ফিলাপ করা লাগে , তার সবগুলোই সে পুরন করছে :ভাবতেছি: … একটু দেখেন তো ক্যান এখনও কমেন্টটা শো করতেছে না :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: … প্লিজ :ফুল:
ধন্যবাদ … কাজ হয়ে গেছে
ধন্যবাদ :নৃত্য: :নৃত্য: … কাজ হয়ে গেছে :ধইন্যাপাতা: :গোলাপ: :ফুল: 😀
ইস্টিশন মাস্টার সাহেব, একটু
ইস্টিশন মাস্টার সাহেব, একটু আগে দেখলাম আমার পয়েন্ট ১৫০। এখন একটা কমেন্ট করার পরও দেখাচ্ছে ১৫০। এইরকম শুধু এখন না। আরো আগেও কয়েকবার হইছিলো। মুঝে কুছ সামাঝ নেহি।
এই প্রশ্ন গতমাসে আমিও
এই প্রশ্ন গতমাসে আমিও করেছিলাম । উত্তর টা আশেপাশে কোথাও আছে । একটু চোখ লাগান , পেয়ে যাবেন ।
প্রিয় মাস্টার সাহেব,
আপনার
প্রিয় মাস্টার সাহেব,
আপনার শিকলে জোরসে একটা টান দিলাম। আপনার বিশেষ দৃষ্টি আকর্ষন করছি। পোঁ…..ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক……
আমি মোবাইল ইউজার। pc নাই তাই একদমই ইউজ করিনা। ব্লগে আমি লিখার করার সময় কোনো কথা কোট করতে পারিনা,বোল্ড করতে পারিনা, আন্ডারলাইন করতে পারিনা। সিস্টেম জানা নাই। আমি আপনার ট্রেনিং রুমে অজস্রবার খোঁজ করিয়াও রিক্ত হস্তে ফিরিয়া আসিয়াছি। সেখানে আপনি মোবাইল ইউজারদের জন্য কোনোরূপ তথ্য দেন নাই। আমি রীতিমত হতাশ। তাছাড়া পোস্ট দেয়ার সময় মোবাইল থেকে ছবি সংযুক্ত করা যায় কিনা কিংবা করার অপশন কোথাও নাই। আশা করি আপনি আমার সমস্যার গুরুত্ব মর্মে মর্মে অনুধাবন করিতে ব্যর্থ হন নাই। আমার বিনীত নিবেদন, ট্রেনিং রুমে মোবাইল ইউজারদের কথা মস্তকে ধারণ করা পূর্বক এই বিষয়গুলোর সমাধান দিবেন।
আপনি খুব ভালো। আপনার হুইসেলের অপেক্ষায় আছি।
আপনি খুব ভালো।
– ঘুষ দিলেন
– ঘুষ দিলেন বলে মনে হয় :ভেংচি: তবু যদি কাজ হয় । 😀
আমার ও একই সমস্যা মাঝে মাঝে
আমার ও একই সমস্যা মাঝে মাঝে পিসি স্টাইলে ব্রাউজ করে দেই…
বোল্ড করতে
*strong>
ইটালিক করতে
<*/em>
আন্ডার লাইন করতে
<*/ins>
* রিমুভ করু > ও < এর মাঝে সেই লিখা টুকু দিন
লাল -নীল – সবুজ – খয়েরি কালির
লাল -নীল – সবুজ – খয়েরি কালির ব্যবহার কি মোবাইল ছাড়া করা সম্ভব না ?
সবুজ কালিতে কোট করতে হলে?”
সবুজ কালিতে কোট করতে হলে?”
*/blockquote>
*এর জায়গায় <
জয়, একটা জিনিস হেল্পাও। আমি
জয়, একটা জিনিস হেল্পাও। আমি কোট করতে পারতেছি, বোল্ড করতে পারতেছি। কিন্তু কোট বা বোল্ড শেষ করতে পারতেছিনা কেন? এক লাইন কোট বা বোল্ড করলে দেখা যায় , নিচের সব লাইন কোট বা বোল্ড হয়ে গেছে। কি করমু? :জলদিকর:
মনে করেন আপনি কোট করবেন নিচের
মনে করেন আপনি কোট করবেন নিচের অংশ
জয় একটা বিশ্ব গাধা
#blockquote* জয় একটা বিশ্ব গাধ # /blockquote*
# এর জায়গায় < এবং * এর জায়গায় > দিন
জয় মিয়া আর কোন কথা পাইলা
জয় মিয়া আর কোন কথা পাইলা না… :মানেকি: :ভেংচি: শেষমেষ গাধা… :-B :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: 😀
আমার প্রিয়তমা আমাকে এই নামে
আমার প্রিয়তমা আমাকে এই নামে সম্বোধন করে।
এইটা লিখার আগে যেই ম্যসেজ টা দেখেছিলাম সেটাতে লিখাছিল তুমি আসলেই একটা গাধা। 😀 😀 😀
ইলেকট্রন একটা বিশ্ব গাধা!
ইয়াহুউউ!! পারছি!
জয়, আসো বাবা, বুকে আসো! :বুখেআয়বাবুল:
আপনি দেখি আমার চাচা হয়ে
আপনি দেখি আমার চাচা হয়ে গেলেন। বন্ধু/ভাই না বলে বাবা!!!!
:কনফিউজড: :হাসি: :হাসি: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
(No subject)
ইস্টিশন মাস্টার সাহেব কি এই
ইস্টিশন মাস্টার সাহেব কি এই মাসে কনফিউসনে আছেন যে মন্তব্য দৌড়ে কে কে বিজয়ী সেটা নিয়ে
নাকি পুরষ্কার বিতরণ বন্ধ? আমি একটা লম্বা ছুটি নিব। তাড়াতাড়ি জানান।
মন্তব্য যেন এমন শূল না হয়,যা
মন্তব্য যেন এমন শূল না হয়,যা কিনা কারো মনকে ভেঙ্গে চুরমার করে দেয়।গঠনমূলক সমালোচনা কাম্য।সবার মেধা আর লিখনি সমান বা মনের মত নাও হতে পারে তাই বলে অপমানজনক মন্তব্য করে নিজের বাহাদুরির থেকে হীনমন্যতাই প্রকাশ পায়।
ভাই য়া এখানে তো এমন পরিস্থিতি
ভাই য়া এখানে তো এমন পরিস্থিতি সৃষ্টি হয় না। মারাত্মক কোন কথা না বললে ইস্টিশনের কেউ এমন আচরণ করে না।
অন্যান্য ব্লগে যে খামছা খামছি এখানে তা নেই।
ইস্টিশনে এসে বুঝতে পারি নাই
ইস্টিশনে এসে বুঝতে পারি নাই বগিতে উঠার সিষ্টেমটা। তাই মোবাইলে সমস্য হওয়ায় নিজের জন্মস্থান পশ্চিম বাঙ্গলার হয়ে গেল। এখনো ইডিশনের ব্যাপারটা কিভাবে ঘটাবো মোবাইলে
ইস্টিশন মাস্টার নিজেই অশ্লীল
ইস্টিশন মাস্টার নিজেই অশ্লীল ভাষা প্রয়োগ করলে অভিযোগ কোথায় জানাব?
ইস্টিশন মাস্টার কোথায় অশ্লীল
ইস্টিশন মাস্টার কোথায় অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন জানতে চাই … :মনখারাপ: :ক্ষেপছি: :চিন্তায়আছি:
একটু মাথা খাটান। বুঝতে
একটু মাথা খাটান। বুঝতে পারবেন।
বোল্ট সাহেব, আপনি নিজের
বোল্ট সাহেব, আপনি নিজের ইনট্যুশান থেকে এইসব বলতে পারেন না। দুই দুই এ চার মিলালে ভালো, পাঁচ/ছয় মিলাতে গেলে অঙ্ক ভুল হয়ে যায়। ইস্টিশন মাস্টারের পরিচয় আমাদের জানার বিষয়ের মাঝেই পড়েনা। তাই, এই বিষয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি।
প্রমান দেন। বল্ট সাহেব।
প্রমান দেন। বল্ট সাহেব।
ইস্টিশন মাষ্টার সমীপে একটি
ইস্টিশন মাষ্টার সমীপে একটি জানতে চাওয়া, এই ব্লগ থেকে পরিচয় হওয়া পৃথু স্যান্যাল -এর প্রোফাইলে ঢুকে স্তব্দ হয়ে গেছি। কেননা ২৭ সপ্তাহ ধরে ব্লগিং বয়সে তার কোনই পোস্ট নাই, তার কোন অনুসরন নাই, তার কোন প্রিয় পোস্ট নাই। সে পোস্ট নাইবা লিখলো, কোন পোস্ট প্রিয় নাইবা করল কিন্তু অনুসরন তালিকা খালি কেন? সে কি কোথাও মন্তব্য করে নাই? কোন পোস্টে যায় নাই?
আরেকজন আছে। আইডি নিক
আরেকজন আছে। আইডি নিক ‘নক্ষত্র’ ( http://istishon.blog/user/2 ) । এই লোক আরো বেশি মারাত্মক। প্রায় ৩৩ সপ্তাহ ধরে অ্যাকাউন্ট একটিভ অথচ কোনো পোস্ট লেখেন নাই আজ পর্যন্ত!!
পৃথু স্যনাল ভাই এর অন্য আইডি
পৃথু স্যনাল ভাই এর অন্য আইডি আছে। এবং ওখানে অনেক পোস্ট আছে।
ইস্টিশন মাস্টার ,
” ইস্টিশনে
ইস্টিশন মাস্টার ,
” ইস্টিশনে গুণী যাত্রীর কথা ” ও ফেইস বুকে গুণী যাত্রীর কথা ”
কতদিন পর পর নবায়ন করা হয় ? নাকি এটা আপনার ইচ্ছাধীন
একটা ব্যাপার ? ইতোমধ্যে অনেকে ব্লগে, ফেইস বুকে অনেক
সুন্দর সুন্দর বাণী দিয়েছেন । নিশ্চয়ই সেসব আপনার দৃষ্টি এড়িয়ে গেছে
অথবা প্রচণ্ড ব্যস্ততা হেতু এইদিকে নজর দেওয়ার সময় পান নাই ।
শ্রদ্ধেয় ইস্টিশন মাস্টার,
এই
শ্রদ্ধেয় ইস্টিশন মাস্টার,
এই ব্লগে যারা যাত্রী হয়েছেন অথচ অদ্যাবধি কোন পোস্ট দেন নি, কমেন্ট করেন নি তাদের বিরুদ্ধে
শাস্তির ব্যবস্থা করা হোক । প্রথম পর্যায়ে কারণ দর্শানোর জন্য বলা হতে পারে, তাতে কাজ না হলে
১ মাসের সময় বেঁধে দেওয়া যেতে পারে, তাতেও কাজ না হলে তার টিকেট ক্যান্সেল করা যেতে পারে ।
১০০% সহমত।
১০০% সহমত।
১০০০% সহমত
১০০০% সহমত
আমার পরে নেয়া দুটো নিক চোখে
আমার পরে নেয়া দুটো নিক চোখে পড়ল। ভবঘুরে রানা এবং ভবঘুরে বাউল নামে। তিনটি নিকই প্রায় একই ধরনের হওয়ায় যাত্রীদের চিনতে সমস্যা হতে পারে। এমনকি মাল্টি নিক জাতীয় একটা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ থেকে যায়। তাই যে কোন গ্রহনযোগ্য একটা ব্যাবস্থা নেয়ার জন্যে ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষন করলাম।
মাঝে অনেক দিন ইনঅ্যাকটিভ
মাঝে অনেক দিন ইনঅ্যাকটিভ ছিলাম।
ইস্টিশনের ব্লগারদের গল্প নিয়ে একটা ইবুক প্রকাশের কথা ছিল। সেটা কি প্রকাশিত হয়ে গেছে নাকি এখনও হয় নি? যদি হয়ে গিয়ে থাকে কেউ কি সংশ্লিষ্ট ব্লগপোস্টের লিংকটা দিতে পারবেন?
আমার জানা মতে এখনো প্রকাশিত
আমার জানা মতে এখনো প্রকাশিত হয়নি । কেন হয়নি তাও জানি না । ইস্টিশন মাস্টার এটি প্রকাশ করতে কেন এতো সময় নিচ্ছে তারও কোন জবাব দিচ্ছে না । :ভাঙামন: :কানতেছি: :টাইমশ্যাষ: :মাথাঠুকি: :ক্ষেপছি:
উরি বাপস!!! আপনার ইমোর সংখ্যা
উরি বাপস!!! আপনার ইমোর সংখ্যা দেখেই তো মনে হয় ইস্টিশন মাস্টার ভয়ের চোটে প্রকাশ করে দেবে।
দিলে তো দারুণ ব্যাপার হবে …
দিলে তো দারুণ ব্যাপার হবে … আমি অধির হয়ে আছি কি কি লেখা চান্স পেলো তা দেখার ও পড়ার জন্য ।
আমার লিখা যে ধারে কাছে নেই
আমার লিখা যে ধারে কাছে নেই ভাল করেই জানি তবুও প্রতিক্ষায়
ই বুক কই????????/
ই বুক কই????????/ :কানতেছি: :কানতেছি: :কানতেছি: :কানতেছি: :কানতেছি:
অনেকদিন ধরে এই প্রশ্নটা মাথায়
অনেকদিন ধরে এই প্রশ্নটা মাথায় ঘুরছিল। কিন্তু করা হয়নি। ধন্যবাদ আপনাকে
রাজু রণরাজ কে কেন যে ব্যান
রাজু রণরাজ কে কেন যে ব্যান করলেন!!
দুই একটা ছাগল না থাকলে কি হয়? আমরা প্রতিবাদ করবো কি করে যদি এমন দুই একটা ছাগু না থাকে??
আর তাদের পোস্টের আমাদের লড়াই এক একটা দৃষ্টান্ত যে আমরা মুক্তিযুদ্ধ বিরোধিদের প্রতি আপোসহীন । ।
সে যদি খারাপ কোন চিন্তা নিয়ে
সে যদি খারাপ কোন চিন্তা নিয়ে ব্লগিং করে ?
কই ব্যান করল ?
কই ব্যান করল ?
হুম পোস্ট টা দেখছিলাম না তাই
হুম পোস্ট টা দেখছিলাম না তাই ভেবেছি ব্যান!!
আসলেই। দুই একটা ছাগল না থাকলে
আসলেই। দুই একটা ছাগল না থাকলে জমেনা। ছাগল যদি না থাকে বিনুদুন কেমনে পাবো?
মাইন্ড খাইয়েন না একটা কথা
মাইন্ড খাইয়েন না একটা কথা বলি। শিকল টানুন সেকশনে সবাই গন মন্তব্য না করলেই ভালো। একান্তই প্রয়োজনে মন্তব্যের প্রতিমন্তব্য করুন। তানাহলে গুরুত্বপুর্ন মন্তব্য নজর এড়িয়ে যেতে পারে।
প্রিয় ইস্টিশন মাস্টার,
আপনার
প্রিয় ইস্টিশন মাস্টার,
আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আগস্টে মন্তব্য দৌড় প্রতিযোগীতায় অঘূর্নায়মান ইলেকট্রন নমিনেশান পায়। ৩ তারিখ রাতেই আমি ঠিকানা পাঠিয়ে দিয়েছিলাম ইমেইল করে। পুরষ্কারের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখলাম ১০ তারিখে ইস্টিশন মাস্টারের ইমেইল, যে তিনি ঠিকানা পাননি! এখন আমি আবার পাঠিয়েছি ঠিকানা। কিন্তু নিশ্চিত হতে পারতেছিনা এইবারও কি আগের মত একই দশা হবে!!
তাই, ইস্টিশন মাস্টার যদি আমার ঠিকানা পেয়ে থাকেন, তবে, এখানে যদি তিনি আমাকে নিশ্চিত করেন, তাহলে বাধিত থাকবো।
ইতি,
কিংকর্তব্যবিমূঢ় ইলেকট্রন
ইতি,
কিংকর্তব্যবিমূঢ়
হাহাহা… :হাহাপগে: :হাহাপগে: ইলেকট্রন পর্যন্ত কিংকর্তব্যবিমূঢ় হয়া যায়… :ভেংচি: :হাসি: মজা পাইলাম 😀
আমি আমার ২ বার হয়ে যাওয়া
আমি আমার ২ বার হয়ে যাওয়া পোষ্ট কেমন করে ডিলিট করব।
আমি আমার কোন ব্লগ মুছে ফেলব
আমি আমার কোন ব্লগ মুছে ফেলব কিভাবে?
আপনি আপনার কোণ ব্লগ নিজে
আপনি আপনার কোণ ব্লগ নিজে মুছতে পারবেন না।
যেই ব্লগটি মুছে ফেলতে চান
শিকল টানুন এ জানান ইস্টিশন মাস্টার অথবা মডারেশন প্যনেলের কেউ দেখা মাত্র আপনার পোস্ট মুছে দিবে।
আমি এটাই জানি
ইস্টিশন মাস্টার সাহেব ভাল
ইস্টিশন মাস্টার সাহেব ভাল আছেন?
আমার তো মনে হয় আপনি পাতা দুয়েক জুলিয়াম খেয়ে ঘুম দিয়েছেন।
আপনার সাধের ইস্টিশন যে ছাগুর ল্যদানিতে ভরে যাচ্ছে।
এখন মুক্তিযুদ্ধের পক্ষে আছি বলে কি ইস্টিশন ত্যাগ করতে হবে?
অবশ্য আমার মত পুচকা থাকলে বা না থাকলে তো কোন কিছু যায় আসে না ।
প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন আশা করি
আপনার সাধের ইস্টিশন যে ছাগুর
জয়, এই বাক্যটা দেখে খারাপ লাগলো। ইস্টিশন শুধু মাস্টারের কেন হবে? আমাদের সবার।
আতিক ভাইয়ের কমেন্ট টা আসলেই
আতিক ভাইয়ের কমেন্ট টা আসলেই ফল্প্রসূ। ইস্টিশন আমাদের সবার।
আমি আবারো ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি গত পরশু শিকল টানলেও রেসপন্স পাচ্ছিনা।
সবাই যেই হারে শিকল টানা শুরু
সবাই যেই হারে শিকল টানা শুরু করছেন, ট্রেন তো চলতেই পারবে না। চলবে আর থামবে, চলবে আর থামবে :হাহাপগে:
আগে ট্রেনের বগিতে লেখা থাকত- “ট্রেন থামাইতে শিকল টানুন। বিনা কারনে টানিলে ২০০ টাকা জরিমানা।” 😀
(No subject)
:হাহাপগে: :হাহাপগে:
ইস্টিশন আমাদের সবার তাই তো এত
ইস্টিশন আমাদের সবার তাই তো এত আক্ষেপ। এত অভিযোগ প্রকাশ করছি। ইস্টিশন মাস্টার সাহেবও তো আমাদের আপনজন তাই একটু অভিমান।
যদি ইস্টিশন আমাদের সবার না হত তবে আপন পকেটের টাকায় কেনা মেগাবাইট দিয়ে কি ছাগুর ল্যদানী বন্ধের অবেদন জানাই??
ইস্টিশন মাস্টার তো আমারে পুচকা ভেবে কোন দামই দিল না। মাস্টার সাব রাগ হইলাম !!
জয় একটা ছোট্ট কথা
জয় একটা ছোট্ট কথা বলি,
ইস্টিশন কোন পার্সোনাল ব্লগ না।এখানে অসংখ্য ব্লগার আছে।ইস্টিশনের মূল শক্তিই ইস্টিশনের প্রতিটি (৪,৫জন ছাড়া)ব্লগারই মুক্তিযুদ্ধে পক্ষে।এত বড় একটা ব্লগের প্রতিটা পোস্টে ইস্টিশন মাস্টার অংশ নিতে পারেনা ।তাই আমাদের আলাদা ভাবে খালি ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষন করলে চলবেনা।নিজেদেরকেই ব্যবস্থা নিতে হবে।আমরা নিজেরাই একেকটা ইস্টিশন মাস্টার
মাস্টার সাহেবের দৃষ্টি আকর্ষন
মাস্টার সাহেবের দৃষ্টি আকর্ষন করছি….
আগস্ট মাসের মন্তব্য দৌড়ের বিজয়ীদের তালিকায় আমার নামটিও ছিল ।আপনার নির্দেশনামত ইমেইলের মাধ্যমে আমার নাম ঠিকানা ফোন নম্বর সহ যথা সময়ে পাঠিয়ে দিয়েছি ।কিন্তু আজ অবধি আমার হাতে কোন পুরস্কার আসেনি ।
পুরস্কার কি আদৌ আসবে? কিভাবে বা কোন মাধ্যমে আসবে? কতদিনে আসতে পারে? আমার কি করণীয় কিছু আছে?
একটু বিস্তারিত বলবেন কি?
প্রিয় যাত্রী, একজন ব্লগারের
প্রিয় যাত্রী, একজন ব্লগারের ঠিকানা আমরা মিস করেছিলাম। উনি আবার ঠিকানা পাঠিয়েছেন। দুই একদিনের মধ্যেই পুরষ্কার হাতে পেয়ে যাবেন আশা করছি।
জরিমানা চাইতে হইলেও তো
জরিমানা চাইতে হইলেও তো মাস্টার সাহেবের কথা বলতে হবে। মাস্টার সাহেব তো আমার সাথে কথাই বলে না :/
ইস্টিশন মাস্টার, মোবাইল থেকে
ইস্টিশন মাস্টার, মোবাইল থেকে সিগনেচার টা চেন্জ করা যাবে?
মোবাইল থেকে বদলে দেবার জন্য
মোবাইল থেকে বদলে দেবার জন্য বাধা থাকার কথা নয়।
আপনার প্রোফাইলে গিয়ে সম্পাদনা
আপনার প্রোফাইলে গিয়ে সম্পাদনা তে জান ওখানে অপশন আছে
হা ভাই পেয়েছি, ধন্যবাদ
হা ভাই পেয়েছি, ধন্যবাদ
(No subject)
🙂
কেউ একজন একটু কষ্ট করেন।
কেউ একজন একটু কষ্ট করেন। ইস্টিশনে প্রকাশিত সব কবিতা, গল্প বা যে কোন ভাল লেখা নিয়ে একটা সংকলন তৈরি করেন। পুরনো লেখা পড়তে অনেক কষ্ট করতে হচ্ছে! কেউ একজন শুরু করেন। সেই পোস্ট নিয়মিত আপডেট হবে। আমরা সবাই সেখানে সাহায্য করবো। ভাল লেখা খুঁজে পেলে জানাবো!
ব্লগে আমার মত নতুন যাত্রীরা অনেক পুরনো আর ভাল লেখা খুঁজে পান না। এটা একটা আফসোস।
শিকল টানুন এর সেকশনে এই মন্তব্য লিখলাম কেন, এটা অনেকে জানতে চাইতে পারেন। আসলে আর কোথাও কোন নোটিস বোর্ড পেলাম না যেখানে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবো।
হুম সুন্দর উদ্যোগ নাভিদ ভাই ।
হুম সুন্দর উদ্যোগ নাভিদ ভাই । এছাড়া নাম সহ ভাল লেখা গুলার লিংক কালেকশনে রাখা যাই ।
হ্যাঁ! আমি somewhereinblog এ
হ্যাঁ! আমি somewhereinblog এ এরকম কিছু পোস্ট পেয়েছি। খুব কাজের। ফালতু লেখা পড়ে সময় নষ্ট করতে হয় না। তাছাড়া কারা কারা ভাল লিখছে, তাদের সম্পর্কেও জানা যায়। ওখানে তো অনেকে লেখালেখি করে। ইস্টিশনে যদিও লেখকের সংখ্যা সেই তুলনায় কম। (আমার মতে, আমি সঠিক পরিসংখ্যান জানি না।) তারপরও আমি অনেক চমৎকার লেখা পেয়েছি।
এখন দেখি, কেউ শুরু করে কিনা।
আপনি বিভা আপার , কামরুজ্জামান
আপনি বিভা আপার , কামরুজ্জামান জুই ,পৃথু স্যনল ও কবিতায় তোমায় … এর লিখা গুলো লিখা গুলো পড়ুন । হতাশ হবেন না।
সহমত
সহমত
‘ইস্টিশন’ স্পষ্টভাবেই
হতে পারে বর্তমান সময়ের আওয়ামী লীগের কর্মকাণ্ড জনস্বার্থের বিরোধী।এই দলটিতে অনেক দুর্নীতিবাজের অবস্থান।কিন্তু দলটি তো মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী।আওয়ামী লীগই বাহাত্তরের সংবিধান পুনর্বহাল করেছে।

‘হেরেটিক’ নামক নিকটি নিজের রাজনৈতিক মতাদর্শে মহান মুক্তিযুদ্ধকে লিখেছে ‘বেশ্যাবৃত্তি’ যদি তা আওয়ামী লীগের সাথে জড়িত হয়।
শাহবাগের গণজাগরণমঞ্চে আওয়ামী লীগের প্রচুর লোকের উপস্থিতি ছিল।কিন্তু জনগণ তো তাই বলে মঞ্চ ছেড়ে চলে যায়নি।তারা যুদ্ধাপরাধের বিচার চেয়েছে।আর এই সকল মানুষগুলোর যেখানে উপস্থিতি সেই আবেগের চত্বরটিকে নিকটি বলছে– ‘বেশ্যালয়।’ আমরা তাহলে বেশ্যালয়ে গিয়ে বিচারের দাবি তুলেছিলাম?
নিকটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
কেউ কি আমাকে জানাবেন – আমি
কেউ কি আমাকে জানাবেন – আমি কোন লেখা আমার ফেইস বুক ওয়াল এ শেয়ার দিতে পারছিনা । এর কারণ কি ?
রাহাত ভাই, আমি মোবাইল ইউজার।
রাহাত ভাই, আমি মোবাইল ইউজার। তাই মোবাইলের সিস্টেম জানি। অপেরা মিনি ইউজ করলে প্রথমে আপনি পোস্টে যান। তারপর অপেরার অপশানে যান। সেখানে share অপশানে ঢুকুন। বাকিটা আপনি নিজেই বুঝে যাবেন।
আমি মজিলা খালা ব্যবহার করি ।
আমি মজিলা খালা ব্যবহার করি ।
মজিলাতেও একই সিস্টেম।
মজিলাতেও একই সিস্টেম। ব্রাউজারের অপশানে শেয়ার অপশান আছে!
ইষ্টিশন মাস্টার সাব, আমার
ইষ্টিশন মাস্টার সাব, আমার নিকটা চেঞ্জ করে “”ডন মাইকেল কর্লিওনি”” রাখতে চাচ্ছিলাম। কিন্তু আমার একাউন্ত থেকে পারছি না। অনুগ্রহ করে নিকটা পরিবর্তন করে দেবেন কি???
বর্তমান নামটাই তো চরম রাআদ
বর্তমান নামটাই তো চরম রাআদ ভাই!!
কিছুদিন ডন হইতে মুন চাইতেছে
কিছুদিন ডন হইতে মুন চাইতেছে :দিবাস্বপ্ন: :দিবাস্বপ্ন: :জলদস্যু: :চশমুদ্দিন: … তবে ইষ্টিশনে থাকি কিনা সেইটাই বড় বিষয়… :মাথাঠুকি: :মাথাঠুকি:
আপনার নিকটি পরিবর্তন করা হল।
আপনার নিকটি পরিবর্তন করা হল।
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: 😀
যাবেন কোথায়??
যাবেন কোথায়??
প্রিয় ইস্টিশন মাস্টার ,
আমার
প্রিয় ইস্টিশন মাস্টার ,
আমার আইডি নাম পরিবর্তন করে অর্ফিয়াস করতে চেষ্টা করছি । একটু সাহায্য করবেন ?
খুনাখুনি বন্ধ করায় আপেনেরে
খুনাখুনি বন্ধ করায় আপেনেরে ফুলেল শুভেচ্ছা…. :ফুল: :ফুল: :ফুল: :ভেংচি: 😀 :বুখেআয়বাবুল:
(No subject)
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি: :ভেংচি: :ভেংচি: 😀 😀 :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
😀 😀
ডন ,
সিরাম মজা পাইছি …
ডন ,
সিরাম মজা পাইছি … :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
প্রিয় ইস্টিশন মাস্টার সাহেব
প্রিয় ইস্টিশন মাস্টার সাহেব
একটা ছোট দাবী জানাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম বলব কিন্তু বলা হয়নি। দাবী না বলে আবদার বললে ভাল হবে সেটা হল । ইস্টিশন ব্যনারের নিচে
প্ল্যাটফরম, ইস্টিশনের আত্মকথা, ট্রেনিং রুম, ইস্টিশনবিধি, শিকল …… আছে । সাক্ষাৎকার এর পর আরেকটি ট্যাবের প্রয়োজন বোধ করছি সেটা হল “”গল্পগুজব”” এতে করে আমরা ইস্টিশনের সেখানে একটু গল্প করতে পারবো,একটু মজা করতে পারবো।
আবার কোন সহায়তা প্রয়োজন হলে সেখান থেকেই পেয়ে যাব। এতে করে শিকল টানুন এ এত পোস্ট হবে না। আর আমাদের ইস্টিশন আর পাঁচটা ব্লগের মত নয়। এখানে আমরা এক অদৃশ্য আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তাই নিজের মধ্যে একট হাসি ঠাট্টার প্রয়োজন আছে।
তাই বিবেচনা করে দেখতে পারেন আমার কথা টা। আরও অনেকেই আছেন তাদের মতামত দিবেন এই বিষয়ে।
জানি ইস্টিশন মাস্টার সাহেব আমাদের কথা রাখবেন।
একমত। শিকল টানুন পেইজ টা
একমত। শিকল টানুন পেইজ টা থাকবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অভিযোগ বা সাহায্যের জন্য। আমাদের সবার আড্ডা মারা জন্য একটি আলাদা ট্যাব রাখলে মন্দ হয়না। ইস্টিশন মাস্টার ভেবে দেখতে পারেন।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ দুরন্ত জয়। বিষয়টি আমরা মডারেশন প্যানেলে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
আহ!! খুশিতে নাচতে ইচ্ছা
:নৃত্য: আহ!! খুশিতে নাচতে ইচ্ছা করতেছে…… ইস্টিশন মাস্টার সাহেব আমার সাথে কথা বলছে। উম্মম্মমাহ 😀
ইস্টিশন মাস্টার সাহেব আমার কথার উত্তর দিল এই প্রথম । যাই হোক ধন্যবাদ মাস্টার সাহেব আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায়
ধন্যবাদ
ধন্যবাদ
আমি কী আমার নিক পরিবর্তন করতে
আমি কী আমার নিক পরিবর্তন করতে করতে পারব?
আমি যত টুকু জানি পারবেন।
আমি যত টুকু জানি পারবেন। ইস্টিশন বিধি পড়ে আসেন সেখানে এ সংক্রান্ত তথ্য পাবেন।
আপনি নিক পরিবর্তন করে নতুন
আপনি নিক পরিবর্তন করে নতুন নিক কি নিতে চান সেটা জানালেই পরিবর্তন করে দেওয়া যাবে। এখানেই জানাতে পারেন, অথবা সাপোর্টে মেইল করতে পারেন।
আমি আমার নিক পরিবর্তন
আমি আমার নিক পরিবর্তন করে
“নাগরিক চট্টগ্রাম” করতে চায়
প্রিয় ইস্টিশন মাস্টার
ইস্টিশন
প্রিয় ইস্টিশন মাস্টার
ইস্টিশন বিধির প্রথম শর্ত হচ্ছে
১. ‘ইস্টিশন’ স্পষ্টভাবেই বাংলাদেশ রাষ্ট্র, বাঙালী জাতি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যের মত স্পর্শকাতর বিষয়গুলোকে আক্রমণ করে পোস্ট, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও এবং পর্ণো প্রকাশ করার ক্ষেত্রে আপোষহীণ ভূমিকায় থাকবে। কোন সতর্কবাণী ছাড়াই সংশ্লিষ্ট পোস্ট ও ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে ‘ইস্টিশন’ কর্তৃপক্ষ ।
তাহলে দেশী পোলা নামের আইডির এই পোস্ট কেনো সরানো হবে না ?
সাবধানে কথা বুলবা।আমার পোস্টে
সাবধানে কথা বুলবা।আমার পোস্টে একটা লাইনেও তুমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা পাবা না।আর পর্নো কোথায় দেখলা তুমি? বিদেশীরা বড়ই সেক্সী তো সত্য কথা।সত্য কথা কটু লাগে।সত্য কথার সাথে সত্য ছবিও দিছি।প্রবলেম কই
প্রবলেম হইলো ছবিগুলা মারাত্মক
প্রবলেম হইলো ছবিগুলা মারাত্মক লুল হয়ে গেছে। এমন লুল ছবি দেখে ছেলে পেলের মাথা নষ্ট হয়ে যেতে পারে।
অ আমি ছবি দিছি দেইখা দুষ আর
অ আমি ছবি দিছি দেইখা দুষ আর ছেলেপেলে যে বিদেশী গিয়া এদের সাথে বেডে যাইতেছে সেইটা বলবা না
দোষ তো আপনারই। আপনারা ছোট
দোষ তো আপনারই। আপনারা ছোট ভাইদের ঠিক মতো শিক্ষা দিতে পারেন নাই অথবা আপনাদের কাছ থেকেই এইসব শিখেছে।
শিক্ষা দিতাম অনেক।রাত দিন ডলা
শিক্ষা দিতাম অনেক।রাত দিন ডলা দিতাম। ওরা ভুলে গেছে সব।কেয়ামত আইতেছে।নামাজ-রোজা করো
নগ্ন ছবি না দিলেই ভালো হয়।
নগ্ন ছবি না দিলেই ভালো হয়। নগ্ন ছবি দেখতে মানুষ ব্লগে আসেনা। যৌনতা নিয়ে জ্ঞান থাকলে অবশ্যই লিখবেন, কিন্তু সেটা যেন বিকৃত যৌনতা না হয়।
শিখা ইস্টিশন মাস্টারের দৃষ্টি
শিখা ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষণ করছে।শিখা তার ব্লগে লিখা সমস্তু পোস্ট কাম কবিতা প্রত্যাহার করে নিচ্ছে। উক্ত ব্লগে নিজ পোস্ট ডিলিটের ক্ষমতা ব্লগারের নেই। এই জন্য সে ইস্টিশন মাস্টারের সহযোগিতা কামনা করছে। সেই সাথে তার ব্লগের পোস্ট সমূহ ডিলিট করে দেবার পক্ষে মন্তব্য করছে। ইস্টিশন ব্লগের শুভ কামনায় _শিখা।
কেন আপু, কি হইল হঠাৎ ,
কেন আপু, কি হইল হঠাৎ :মানেকি: , আপনার সব লেখা প্রত্যাহার করে নেবেন কেন??? :মনখারাপ: :মনখারাপ: আমরা কি দোষ করলাম… :কানতেছি: :কানতেছি: :কানতেছি: :আমারকুনোদোষনাই:
শিখা আবারো ইস্টিশন মাস্টারের
শিখা আবারো ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষণ করছে। তার সমস্যার সমাধা করে, তাকে উদ্ধার করবার জন্য। প্লিজ।
যাত্রীদের অভিযোগ কিংবা অনুরোধ
যাত্রীদের অভিযোগ কিংবা অনুরোধ এড়িয়ে যাওয়া নিশ্চই ইস্টিশন মাস্টারের পজিটিভ ভিওর মধ্যে পড়ে না!
আমার মোটে আছে চারটে পোস্ট। আমি নিজে অগুলো ডিলিটের আবেদন করলাম, এখনো অবধি মাস্টার করেননি।
আহ, কি দুখের বিষয়। ইস্টিশনের এডমিন প্যানেল এতো ধীরগতিসম্পন্ন।
আমি আবারো অনুরোধকারী হলাম।
আমি আবারো ইস্টিশন মাস্টার কে
আমি আবারো ইস্টিশন মাস্টার কে আমার অনুরোধ রক্ষা করার জন্যে আহবান জানাই। প্লিজ!
শিকল টানতে টানতে আমার হাত দরদ
শিকল টানতে টানতে আমার হাত দরদ হয়ে গেলো গো!
মাস্টার সাবের দৃষ্টি আকর্ষন
মাস্টার সাবের দৃষ্টি আকর্ষন করছি…
প্রতিটা মন্তব্য করার সময় নিম্নের দুটি অপশন,
1.নতুন মন্তব্য করা হলে আমাকে চিরকুট পাঠানো হোক(এখানে ঠিক মার্ক দেয়া আছে)
2.আমার মন্তব্যের প্রতিমন্তব্যগুলো(এখানেও ঠিক মার্ক দিছি)
অথচ কয়েকদিন যাবৎ লক্ষ করতেছি, নতুন মন্তব্য করলে বা প্রতিমন্তব্য করলেও আমার ইমেইল ঠিকানায় কোন চিরকুট পাঠানো হচ্ছে না ।
কারন কি?? উল্লেখ্য যে এই সমস্যাটা মাত্র ২দিন থেকে ফেস করতেছি ।
একই কেস আমারও হয়। আমিও মেইলে
একই কেস আমারও হয়। আমিও মেইলে নোটিফিকেশন পাইনা কেন?
আর রাজনৈতিক কবিতা লিখবো না
আর রাজনৈতিক কবিতা লিখবো না রে…তাই আগের গুলো বাদ দিয়ে দিচ্ছে। ইস্টিশন মাস্টার পোস্ট সমূহ ডিলিট না করা পর্যন্ত, নতুন পোস্ট করা বয়কট করলাম। হু!
আপনি পোস্ট মুছে ফেলার পেছনে
আপনি পোস্ট মুছে ফেলার পেছনে কোন কারন উল্লেখ করেননি, তবুও আপনার বারংবার অনুরোধের প্রেক্ষিতে আপনার পোস্টগুলো মুছে দেওয়া হচ্ছে। ব্লগারদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে পোস্ট মুছে ফেলতে চাইলে অবশ্যই কারন উল্লেখ করবেন। ভবিষ্যতে কারন উল্লেখ ব্যতীত কোন পোস্ট মুছে ফেলার অনুরোধ জানানো হলে সেক্ষেত্রে ব্লগের মডারেশন প্যানেল স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে।
অনেক ধন্যবাদ ইস্টিশন
অনেক ধন্যবাদ ইস্টিশন মাস্টারকে।
পোস্ট শেয়ার করা যাচ্ছেনা
পোস্ট শেয়ার করা যাচ্ছেনা কেন?? কেউ একটু বলবেন???
প্রিয় ইস্টিশন
প্রিয় ইস্টিশন মাস্টার,
শুভেচ্ছা নেবেন । আমার দুএকটা প্রশ্ন আছে । ইচ্ছে হলে উত্তর দেবেন ।
১। ইস্টিশন কি ” রুখে দাঁড়াও বাংলাদেশ ” নাগরিক প্লাটফর্মের বিরোধী কিনা ?
২। যদি না হয় তাহলে আজকের ৫ অক্টোবর অনুষ্ঠিত রুখে দাঁড়াও বাংলাদেশের জাতীয় কনভেনশনের প্রেক্ষাপটে আমার গতকালকের একটি পোস্ট ( কনভেনশনে যোগ দেওয়ার আহবান জানিয়ে দেওয়া সাময়িক পোস্ট ) ১৮ ঘণ্টার জন্য স্টিকি করা যেতো কিনা ?
ইস্টিশন বলছে অসাম্প্রদায়িকতার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা । অথচ সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আয়োজিত একটি উদ্যোগ কে ইস্টিশন বিন্দুমাত্র গুরুত্ব দিলোনা । ( ভুল বললাম গুরুত্ব দিয়েছে ,অন্তত পোস্টটি মুছে না দিয়ে ব্লগের মূল্যবান প্রথম পেজে কিছু সময়ের জন্য হলেও থাকার সুযোগ দিয়েছে )
পোস্টটির লিঙ্ক http://istishon.blog/node/5031
বিনয়ের সাথে রাহাত ভাইয়ের
বিনয়ের সাথে রাহাত ভাইয়ের বক্তব্যে সহমত।
আমিও সহমত। ইস্টিশন মাস্টার
আমিও সহমত। ইস্টিশন মাস্টার বোধ হয় ঘুমাচ্ছিলেন, তাই খেয়াল করেন নাই। ঐ পোস্টে গুরুত্ব বিবেচনায় স্টিকি করার জন্য কেউ একজন দাবী করার পর ইস্টিশন কর্তৃপক্ষকে অবিনয়ের সাথে বলা যেত। তাই এখন বিনয়ের সাথে বললাম।
বৃত্তবন্দী চন্দ্রবিন্দু আমি
বৃত্তবন্দী চন্দ্রবিন্দু আমি স্টিকি করার জন্য আবেদন করেছিলাম।
রিপোষ্ট…
মাস্টার সাবের
রিপোষ্ট…
মাস্টার সাবের দৃষ্টি আকর্ষন করছি…
প্রতিটা মন্তব্য করার সময় নিম্নের দুটি অপশন,
1.নতুন মন্তব্য করা হলে আমাকে চিরকুট পাঠানো হোক(এখানে ঠিক মার্ক দেয়া আছে)
2.আমার মন্তব্যের প্রতিমন্তব্যগুলো(এখানেও ঠিক মার্ক দিছি)
অথচ কয়েকদিন যাবৎ লক্ষ করতেছি, নতুন মন্তব্য করলে বা প্রতিমন্তব্য করলেও আমার ইমেইল ঠিকানায় কোন চিরকুট পাঠানো হচ্ছে না ।
কারন কি?? এই সমস্যার কি কোন সমাধান নেই? গত দুই তারিখ আপনি শিখা ম্যাডামের আবেদনের জবাব দিলেন অথচ আমার এবং উত্তর বাংলা ভাইয়ের সমস্যার জবাবে কোন কথা বললেন না! কেন?
যেভাবে ধমকাইছেন। মাস্টার বোধ
যেভাবে ধমকাইছেন। মাস্টার বোধ হয় ডরাইছে। :চিন্তায়আছি:
(No subject)
:খাইছে: :হাহাপগে: :হাহাপগে: 😀
আমারো একই অবস্থা।আগেতো আসতো
আমারো একই অবস্থা।আগেতো আসতো এখন কি হলো?
আমাদের কারিগরি টিমকে সমস্যাটি
আমাদের কারিগরি টিমকে সমস্যাটি জানানো হয়েছে। সহসাই সমস্যাটি সমাধান করা হবে। ত্রুটিটি দৃষ্টিগোচর করার জন্য আপনাকে ধন্যবাদ।
মাস্টার সাব, অধমের একখান
মাস্টার সাব, অধমের একখান ছুট্টু কোবতে ছিলো, কিন্তু ৫০ শব্দের বাধার কারণে পোস্টাইতে পারতেছি না, এহেন অবস্থায় আপনার স্মরনাপন্ন হলাম। কোন সমাধান মিলিবে কি?
সহমত।
সহমত।
স্প্যাম পোস্ট এড়াতে ৫০ শব্দের
স্প্যাম পোস্ট এড়াতে ৫০ শব্দের বাধ্যবাধকতা রাখা হয়েছে। বৃহত্তর স্বার্থে কিছু কিছু সমস্যা মেনে নেওয়া ছাড়া উপায় কি? হ্যাপি ব্লগিং…
ইস্টিশনে শেয়ার অপশন আছে ।
ইস্টিশনে শেয়ার অপশন আছে । সেখান থেকে ফেসবুক এ শেয়ার দেয়া গেলেও আমরা দেখতে পাই না কে বা কারা এগুলো শেয়ার দিচ্ছে।
আমার লাস্ট লেখাটা ৩৫ বার শেয়ার করা হয়েছে, কারা এটা শেয়ার দিয়েছে দেখতে পারলে উপকৃত হতাম।
তাই এটা দেখার ব্যবস্থা করা উচিত।
ধন্যবাদ ।
রাজাকারদের নাম এত আধুনিকমনা
রাজাকারদের নাম এত আধুনিকমনা হয়না :ক্ষেপছি:
নামের পিছে তো ভাই লাগাই নাই :tired:
প্রিয় মাস্টারসাব,
এতদিন পর
প্রিয় মাস্টারসাব,
এতদিন পর আপনার শরণাপন্ন হইলাম…..
এখন কথা হইলো যে আমার নিকখানা পরিবর্তন করিয়া “সাব্বির” করিয়া দিলে আপনার নিকট কৃতজ্ঞ থাকিতাম ও আনন্দের সহিত ব্লগিং করিতাম
:ফেরেশতা:
তাই এই ব্যাপারটা একটু দেখবেন….
কষ্ট দেয়ায় দুঃখিত :আমারকুনোদোষনাই:
মজা লন সাব্বির ভাই?
মজা লন সাব্বির ভাই? 😉
এতদিনে মানুষ সাব্বির ভাইয়ের
এতদিনে মানুষ সাব্বির ভাইয়ের সাথে মজা নেয়া বন্ধ করবো… :ভেংচি: :হাসি: :নৃত্য: 😀
(No subject)
:হাহাপগে:
সাব্বির রাজাকার
সাব্বির রাজাকার :হাহাপগে:
“সাব্বির” নামে অন্য একটি নিক
“সাব্বির” নামে অন্য একটি নিক থাকায় আপনার নিকটিকে “সাব্বির” করা সম্ভব হচ্ছে না। আপনি সাব্বির-এর সাথে অন্য কোন একটি শব্দ যোগ করতে পারলে বা অন্য কোন পছন্দের নিক নাম সাজেষ্ট করতে পারেন।
ঠিক আছে
ঠিক আছে মাস্টারসাব,তাইলে
“অর্থহীন সাব্বির” কইরা দেন :আমারকুনোদোষনাই:
অর্থহীন সাব্বির থেকে
অর্থহীন সাব্বির থেকে ‘অর্থপূর্ণ সাব্বির’ বা “শিরোনামহীন সাব্বির” হলেই বরং ভাল!! ঋণাত্মক কোন বিশেষণ থেকে ধনাত্মক হলেই ভাল না? 🙁
ধনাত্মক দূরে থাক মাস্টারসাব
ধনাত্মক দূরে থাক মাস্টারসাব আমার নাম ঋণাত্মকও তো করলো না :মানেকি:
শ্রদ্ধেয় ইস্টিশন মাস্টার
শ্রদ্ধেয় ইস্টিশন মাস্টার সাহেব,
আমি ইস্টিশনে ফেসবুক লিঙ্ক দিতে পারছি না। ফেবু লিঙ্ক দেওয়ার পর i am not permitted দেখাচ্ছে।
আশা করি আপনি ফেবু কানেক্টটেড হবার জন্য যাবতীয় ব্যবস্থা নিবেন॥
আপনাকে কষ্ট দেওয়ার জন্য অত্যন্ত দু:খিত॥
প্রিয় ইস্টিশন মাস্টার
প্রিয় ইস্টিশন মাস্টার সাহেব,
আমি আমার ব্যক্তিগত প্রোফাইলে আমার ফেসবুক আইডির লিঙ্ক যুক্ত করতে চাই। কিন্তু অপশান খুঁজে পাচ্ছিনা। এইটা আমার জন্য আর্জেন্ট। তাই, আশা করি এর একটা সমাধান অতিসত্বর বলে দেবেন।
মাস্টার সাব…
আমাদের (আমি সহ
মাস্টার সাব…
আমাদের (আমি সহ আরো কয়েকজনের ইমেইল নোটিফিকেশন বন্ধ হয়ে যাওয়া) সমস্যাটার এখনো কোন সমাধান হইলো না ।উল্লেখ্য যে, উদ্ভুত সমস্যার দরুন সার্বিক ব্লগিংয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে ।তাই যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের আবেদন জানাইলাম ।
প্রিয় যাত্রী,
আপনার অভিযোগের
প্রিয় যাত্রী,
আপনার অভিযোগের ব্যাপারে আমাদের টেকনিক্যাল টীমকে জানানো হয়েছে। বাগ জনিত সমস্যার কারনে এই সমস্যা হচ্ছে। দ্রুতই ঠিক করা হবে বলে জানানো যাচ্ছে। ধৈর্য্য ধারনের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
ডিয়ার মাস্টারমশাই,
আপনি তো
ডিয়ার মাস্টারমশাই,
আপনি তো এখনো আমার নামখানা পরিবর্তন কইরে দিলেন না :মানেকি:
এদিকে রাস্তাঘাটে এই নাম মানুষের মুখে শুনতে শুনতে তো আমি অতিষ্ঠ হয়ে গেলুম :মাথানষ্ট:
তাই অতিসত্ত্বর আমার নামখানা পরিবর্তন কইরা দিলে খুশি মনে আর্জেন্টিনা-উরুগুয়ের ম্যাচ দেখতে যাইতাম :ফেরেশতা:
অর্থহীন সাব্বির ভাই মাস্টার
অর্থহীন সাব্বির ভাই মাস্টার সাবেরে ঈদের সালামী দিয়ে ফরমায়েশ দেন…
আশাকরি তাতে কাজ তাড়াতাড়ি হবে!! ঈদের শুভেচ্ছা…
মিনার টিয়াপাখি মিঠু– ভালা
মিনার টিয়াপাখি মিঠু– ভালা বুদ্ধি… ভালা বুদ্ধি… :নৃত্য: :নৃত্য: :পার্টি: 😀
গায়েবানা সালামী দিলাম
গায়েবানা সালামী দিলাম :মানেকি:
মজা লন!!
মজা লন!!
মাস্টার সাহেব আপনারে সবাই
মাস্টার সাহেব আপনারে সবাই অভিযোগ ই দেয় । ঈদের শুভেচ্ছা কেউ দিল না। যাক আমিই জানাইলাম আপনারে ঈদের শুভেচ্ছা।
মাঝে মাঝে পারলে ইস্টিশনে আইসেন। আমাদের সাধের ইস্টিশন এখন আর আগের মত নই। । ।
ভাল থাইকেন। ভাবিরে সালাম জানায়েন , (সালামি দিলে আমারে ফ্লেক্সি কইরা দিয়েন ),
মাষ্টার সাহেব আমার প্রোফাইলে
মাষ্টার সাহেব আমার প্রোফাইলে আমার ফেসবুক এ্যকাউন্ট এ্যড করা যাচ্ছেনা কেন?
প্রিয় যাত্রী,
আপনারা যারা
প্রিয় যাত্রী,
আপনারা যারা প্রোফাইলে ফেসবুক আইডি লিংক এড করতে পারছেন না তাদের সকলের জ্ঞ্যাতার্থে জানানো যাচ্ছে, প্রোফাইলে ফেসবুক লিংক এড করতে চাইলে রেজিস্ট্রেশনের সময়েই করতে হবে। কারন পরবর্তিতে প্রফাইলের মূল ইনফো এডিট করার সুযোগ রাখা হয়নি। এটা করা হয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়ানোর জন্য। কারন ইতিপূর্বে দেখা গেছে অনেকেই নিজের ইচ্ছেমতন ঘনঘন নিজের নিক নেইম পরিবর্তন করে ফেলেন, যা অনেককেই বিভ্রান্ত করে। তাই এডিট অপশন বন্ধ করে দেওয়া হয়েছে।
এখন যারা ফেসবুক লিংক এড করতে চান তাদেরকে আমাদের সাপোর্টে মেইল করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মেইলে আপনার ব্লগ নিক এবং ফেসবুক প্রোফাইল লিংক দিয়ে দিলে মডারেশন প্যানেল থেকেই তা যুক্ত করে দেওয়া হবে।
মাস্টার সাব, ডন মাইকেল
মাস্টার সাব, ডন মাইকেল কর্লিওনি বলছিলাম… আমি আর ইষ্টিশনে ঢুকতে পারতেছি না… আইডি আর টিকেট দিয়ে ঢুকতে গেলে এই জিনিস দেখায়..
খুব পেইন লাগতেছে… :মাথাঠুকি: কিছু একটা করেন… :মনখারাপ:
অর্থহীন সাব্বির নিক দিয়া আমিও
অর্থহীন সাব্বির নিক দিয়া আমিও ঢুকতে পারতেছি না :মানেকি:
আমাকেও সেইম জিনিস দেখাচ্ছে! এটা কী? :মাথানষ্ট: এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী?
প্রিয় যাত্রী,
২৩ তারিখে
প্রিয় যাত্রী,
২৩ তারিখে হোস্টিং সার্ভারের সাময়িক ত্রুটির কারনে অনেকেই লগইন করতে পারেননি বা পেজের শুরুতে user warning: Disk full (/tmp/#sql_c1c_20); waiting for someone to free some space… ইরোর মেসেজ দেখতে পেয়েছেন।
হোস্টের সাথে যোগাযোগ করে যথাদ্রুত সমস্যাটির সমাধান করা হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি।
হ্যাপি ব্লগিং….
প্রিয় ইস্টিশন
প্রিয় ইস্টিশন মাস্টার,
অত্যন্ত দুঃখভারাক্রান্ত মন নিয়ে আপনার শরনাপন্ন হলাম। আমার কোনো অভিযোগের জবাব আপনি দেন নি। কিন্তু, আজ ব্লগে ঢুকেই দেখলাম, কয়েকটা পোস্টে আমার কমেন্ট গায়েব হয়ে গেছে। ঠিক কোন কারনে সেটা আমি বুঝতেছিনা। উত্তর বাংলা ভাইয়ের ক্রিকেট নিয়ে একটা পোস্টে আমি বিশাল এক কমেন্ট করছিলাম। গতকালও সেই কমেন্ট পোস্টে ছিলো। তাহলে এখন কমেন্ট গেল কই? উত্তর দ্যান মাস্টার সাহেব।
ডন ভাইয়ের মুভি কনটেস্টের পোস্টেও গতকাল কমেন্ট করছিলাম দ্বিতীয়বারের মত। প্রথম কমেন্ট আছে। কিন্তু দ্বিতীয়টা গায়েব! আরো আগে এমন কয়েকবার হইছিলো কিন্তু আমি ভাবছিলাম হয়তো কমেন্ট লোড হয়নি, আমার নেটে সমস্যা। কিন্ত আজ যেটা বললাম সেটা নেটে না, ব্লগেই সমস্যা। গতকাল রাতেও কমেন্ট দেখছিলাম আছে, আর আজ কোথায় গেল কমেন্ট?
আশা করি, এই সমস্যার একটা সমাধান আমাকে দিবেন। প্লিজ, আমাকে জানান, এখানে সমস্যাটা কি হচ্ছে। :জলদিকর:
প্রিয় যাত্রী,
ব্লগের কিছু বাগ
প্রিয় যাত্রী,
ব্লগের কিছু বাগ ফিক্সিংয়ের জন্য ডাটাবেজ রিস্টোর করার ফরে কয়েক মিনিটের ডাটা মিসিং হয়েছে। যার ফলে ঐ সময়ে করা আপনার মন্তব্যগুলো মুছে গিয়েছে। আপনার মুল্যবান মন্তব্যগুলোর জন্য দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এমনি যেন না হয় তার জন্য আরোও সতর্কতা অবলম্বন করা হবে সে বিষয়ে আপনাকে নিশ্চিন্ত করা হচ্ছে।
হ্যাপি ব্লগিং….
ব্যাক্তিগত কারণে শিখা ইস্টিশন
ব্যাক্তিগত কারণে শিখা ইস্টিশন ব্লগ ত্যাগ করছে।সেই সাথে তার শুভাকাংখী এবং সহ ব্লগারদের ধন্যবাদ জানাচ্ছে। এই মূহুর্ত থেকে তার প্রোফাইলটি “শিখা” পরিচয় ছেড়ে দিচ্ছে এবং একটি সাধারণ “নিক” হিসেবে ইউজ হতে যাচ্ছে।
আমি দুখিঃত। শুভ কামনা রইলো সকলের প্রতি যারা আমার কবিতা লিখার নাদানীকে সিরিয়াসলি নিয়ে উৎসাহ যুগিয়েছেন।
কি হয়েছে আপু??
কি হয়েছে আপু??
এডি কি কন আপু? যাইবেন
এডি কি কন আপু? :কানতেছি: :কানতেছি: যাইবেন কেন? :কনফিউজড: কি হইছে? :মনখারাপ: :মনখারাপ:
আফা আপনি ইস্টিশন ছাড়তে চাইলেও
আফা আপনি ইস্টিশন ছাড়তে চাইলেও ইস্টিশন আপনাকে ছাড়বে না। আপনি শীঘ্রই ফিরে আসুন নতুন কোন কাব্য নিয়ে। যদি ফিরে না আসেন তাহলে আপনার বাসার সামনে ধর্মঘট দেওয়া হবে।
আর নাদানি মানে কী?
আজিব!! কই যাইবেন! এখনো তো
আজিব!! কই যাইবেন! এখনো তো আমার লগেই দেখা করলেন না!
প্রিয় ইস্টিশন মাস্টার,
আমাদের
প্রিয় ইস্টিশন মাস্টার,
আমাদের একজন সহযাত্রী ” অর্থহীন সাব্বির” লগইন করতে পারছে না।
আশা করি এটা সমাধান করে দেবেন শীঘ্রই॥
প্রিয় যাত্রী,
২৩ তারিখে
প্রিয় যাত্রী,
২৩ তারিখে হোস্টিং সার্ভারের সাময়িক ত্রুটির কারনে অনেকেই লগইন করতে পারেননি বা পেজের শুরুতে user warning: Disk full (/tmp/#sql_c1c_20); waiting for someone to free some space… ইরোর মেসেজ দেখতে পেয়েছেন।
হোস্টের সাথে যোগাযোগ করে যথাদ্রুত সমস্যাটির সমাধান করা হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি।
হ্যাপি ব্লগিং….
আমি শুনিয়াছিলাম আমি
আমি শুনিয়াছিলাম আমি সেপ্টেম্বর মাসে ব্লগে কমেন্টসের জন্য বই পাইয়াছি। এবং ঠিকানা,ফোন নাম্বারও সময়মতো পাঠিয়েছি। তবে বই নিয়ে তো কেউ আসলনা। দেরী হলে সমস্যা নাই। পাব নাকি সেটাই আমার প্রশ্ন।
রাইয়ান ভাইয়ের সাথে
রাইয়ান ভাইয়ের সাথে সহমত।
সম্মানিত ইস্টিশন মাস্টার,
আমার নিকটি গত মাসের মন্তব্য দৌড়ের পুরষ্কারে মনোনীত হয়েছিল।আমি ঠিক সময় মতো ঠিকানা,ফোননম্বর সবই মেইল করেছি।কিন্তু আজও সেই পুরষ্কার হাতে পাইনি।আমার শুধু ঐ একটি প্রশ্নই পুরষ্কার কি পাবো?নাকি ঐ সিস্টেম এখন বন্ধ হয়ে গেছে?উত্তরের আশায় রইলাম।
ঈদ, দূর্গা পুঁজা, রাজনৈতিক
ঈদ, দূর্গা পুঁজা, রাজনৈতিক অস্থিরতা এবং সর্বপরি ইস্টিশন মাস্টারের ব্যক্তিগত ব্যস্ততায় স্পন্সর প্রতিষ্ঠানকে সময়মত বিজয়ীদের নামের তালিকা না পাঠানোর কারণে বইগুলো সময়মত পৌছানো সম্ভব হয়নি। এজন্য মডারেশন প্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকেই স্পন্সর প্রতিষ্ঠানকে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করছি আগামী ২দিনের মধ্যে আপনাদের বই হাতে পেয়ে যাবেন।
অজস্র ধন্যবাদসহ গোলাপ রইল
অজস্র ধন্যবাদসহ গোলাপ রইল মাস্টার সাব… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: 😀 :বুখেআয়বাবুল:
কোটি কোটি ইস্টিশন
কোটি কোটি :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: ইস্টিশন মাস্টারসাবকে
প্রিয় ইস্টিশন মাস্টার
আমি
প্রিয় ইস্টিশন মাস্টার
আমি আমার একাউন্ট চিরতরে অফ করে দিতে চাই॥
মাস্টার সাহেব, ফেইসবুক
মাস্টার সাহেব, ফেইসবুক প্রোফাইল লিংকটা আইডিতে যোগ করতে পারছি না, , একটু দেখবেন কি?? => facebook.com/absent.minded.737
সত্যি আমি আন্তরিকভাবে
সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত,লজ্জিত এবং অনুতপ্ত।খানিকটা ব্যাক্তিগত ক্ষোভ থেকে আমি কিছু বিতর্কিত পোষ্ট ব্লগে পোষ্ট করি।অনেক সমালোচনার পর আমি নিজে থেকে ব্লগ থেকে সরে যাই।কিন্ত সরে যাবার পর বুঝতে পারি এই ব্লগ এবং ব্লগার বন্ধুদের কতটা ভালোবাসি।
ইস্টিশন ছেড়ে আমার পক্ষে থাকা সম্ভব নয়।সময়ের সেরা ব্লগ ইস্টিশন আমাকে আমাকে আগের মতই আপন করে নেবে বলে আশা রাখি।
চেতনাবিরোধী শক্তির সাথে আপোষ আমি করিনি,খানিকটা ব্যাক্তিগত বিরোধ খানিকটা ভয় থেকে আমি যে উগ্র আচরন করে ছিলাম আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।আমি মনে প্রাণে জয় বাংলার লোক।সিপি গ্যাং এর সাথে সংশ্লিষ্টতা স্বীকার করছি।তাদের অনেক কিছুই আমার ভালো লাগে।জামাত বি এন পির হিংস্র হায়েনাদের ঘৃনা করি করে যাবো আজীবন।আরো ঘৃনা করি ধর্মবিদ্বেষীদের যারা সুক্ষভাবে সহিংসতা ছড়ায়।নাস্তিকতার সাথে আমার কোনো বিরোধ নেই।
সবশেষে ইস্টিশন কর্তৃপক্ষ ও সহব্লগার বন্ধুদের কাছে আমি ক্ষমাপ্রারথী।সেই সাথে প্রিয় ইস্টিশন মাস্টারের প্রতি অনুরোধ আমার বিতর্কিত পোস্ট(যা আমি মার্ক করে রেখেছি)ডিলিট করে আমাকে লজ্জামুক্ত করবেন।
ধন্যবাদ সবাইকে(তারিক ভাইকে বিশেষ করে পাশে দাঁড়ানোর জন্য,মানসিক সহায়তার জন্য)
ভালোবাসি ইস্টিশন পরিবারকে।আমি গর্বিত তাদের একজন হতে পেরে।
৩০ অক্টোবর,
৩০ অক্টোবর, ২০১৩
বরাবর,
ইস্টিশন মাস্টার,
ইস্টিশন ব্লগ, ইন্টারনেট
বিষয়ঃ ব্লগে ফেসবুক লিঙ্ক সংযুক্ত করতে চাই।
জনাব,
আমি আপনার সৃষ্ট মহামান্বিত ব্লগ প্লাটফর্মের এক তুচ্ছ যাত্রী। আপনার কোনো সাড়া পাইনি আজ পর্যন্ত। ব্লগে আমার ফেসবুক আইডি যোগ করার জন্য ইমেইল করেছিলাম কিন্তু ফলাফল পাইনি। আমার ফেসবুক লিঙ্কটা কি দয়া করে যুক্ত করা যাবে? আমি অপার হয়ে চেয়ে আছি। আমার ফেসবুক লিঙ্ক- http://fb.com/dreamyboy.raihan ।
অতএব, মহাত্মনের নিকট সবিনয় নিবেদন এই যে, উপযুক্ত কারণ বিবেচনাপূর্বক, আমার উক্ত লিঙ্কটি ব্লগ প্রোফাইলে যুক্ত করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
অঘূর্নায়মান ইলেকট্রন,
বাড়িঃ পরমানুর কক্ষপথ
রোডঃ যোজ্যতা স্তর
মোবাইলঃ জিরো জিরো ডাবল জিরো শূণ্য জিরো।
ব্লগ প্রফাইলে লিংক যুক্ত করার
ব্লগ প্রফাইলে লিংক যুক্ত করার কারনে স্পামিং বৃদ্ধি পাওয়ায় সাময়িক ভাবে লিংক যোগ করা বন্ধ রাখা হয়েছিল। দুঃখিত আপনাকে অপেক্ষায় রাখার জন্য। আপনার ফেসবুক লিংক যুক্ত করে দেওয়া হয়েছে।
ধন্যবাদ।
হ্যাপি ব্লগিং…
শ্রদ্ধেয় ইস্টিশন মাস্টার
শ্রদ্ধেয় ইস্টিশন মাস্টার সাহেব,ইস্টিশনে আমার ফেসবুক লিঙ্কটি আমার নিবন্ধনের সময় থেকেই দেয়া ছিল,কিন্তু তা এখন সম্পূর্ণ গায়েব।আগে প্রতিটা মন্তব্যের ইমেইল পেতাম এখন আর পাইনা,ইমোটিকন ব্যাবহার করতে পারছিনা।অনেক ক্ষেত্রে প্রতিমন্তব্য করলেও তা মূল মন্তব্য হিসেবে দেখায়।সমস্যাগুলোর সমাধান আশা করছি।
মাস্টার সাব, দুঃখভারাক্রান্ত
মাস্টার সাব, দুঃখভারাক্রান্ত মন নিয়ে আজ শিকল টানলাম। :মাথাঠুকি: :মাথাঠুকি: গত মাসে মন্তব্য দৌড়ে বিজয়ী হয়েছিলাম। বইগুলো আজো পেলাম না। :মনখারাপ: :মনখারাপ: কয়েকদিন আগে একটা ফোন পেয়েছিলাম। তাতে আমার বাসার ঠিকানা আবারও বলেছি। কিন্তু ঠিক কি কারণে বইগুলো এখনও পেলাম না, সেটা অজানাই থেকে গেলো। যদি মাস্টার অনুগ্রহ করে জানাতেন, বইগুলো আদৌ পাব কিনা, তবে খুশি হতাম। :কেউরেকইসনা: :আমারকুনোদোষনাই: ধন্যবাদ… :অপেক্ষায়আছি:
আমিও না
আমিও না :'(
এইদিন কাঁদতে হবে না…
এইদিন কাঁদতে হবে না… :ভাঙামন: :ভাঙামন: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
আজকের দিনেই তো শান্তিতে
আজকের দিনেই তো শান্তিতে কেদেছিলাম প্রথম কেউ কোন বকাও দেয় নি । এখন তো কাদতেও পারি নি
মাস্টার সাহেবের দৃস্টি আকর্ষণ
মাস্টার সাহেবের দৃস্টি আকর্ষণ করছি।ইস্টিশনে আমার ফেসবুক লিঙ্কটি আমার নিবন্ধনের সময় থেকেই দেয়া ছিল,কিন্তু তা এখন সম্পূর্ণ গায়েব।আগে প্রতিটা মন্তব্যের ইমেইল পেতাম এখন আর পাইনা,ইমোটিকন ব্যাবহার করতে পারছিনা। অনুগ্রহ পূর্বক সমস্যাগুলোর সমাধান চাচ্ছি।
শ্রদ্ধেয় ইস্টিশন মাস্টার
শ্রদ্ধেয় ইস্টিশন মাস্টার সাহেব,
আমার রিসেন্ট একটা ব্লগপোস্ট ও বেশ কিছু কমেন্ট উধাও হয়ে গেছে; :মনখারাপ: :মাথাঠুকি:
এবং স্ক্রিনে
এটা লেখা দেখাচ্ছে।
আপনার পরামর্শের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ। 🙂
=============================
ইষ্টিশন মাস্টারের কাছে আমার
ইষ্টিশন মাস্টারের কাছে আমার একটা অনুরোধ, ইষ্টিশনে নটিফেকেশন সিস্টেমটা চালু করা যায় না? কারও ব্লগে কমেন্ট করার পর নতুন কমেন্ট আসলে বা নিজের ব্লগে কেউ কমেন্ট করলে অনুসরিত ব্লগে যেতে হয় এতে অনেক সময়ের অপচয় হয়। ইষ্টিশন পেজের উপরেই যদি নটিফেকশন অপশন থাকলে সহজে পোষ্টগুলোতে যাওয়া যেত।
মাস্টর সাব, আমি ভুলে আমার
মাস্টর সাব, আমি ভুলে আমার ফেসবুকের নাম ফেসবুক ঠিকানা হিসাবে দিয়া দিছি!
এখন আমি কেমনে ফেসবুক ঠিকানার লিঙ্ক লাগামু??
রিপ্লাই আশা করমু!! :জলদিকর: :জলদিকর: :জলদিকর: :জলদিকর:
আপনার প্রোফাইল সম্পাদনায় গিয়ে
আপনার প্রোফাইল সম্পাদনায় গিয়ে ফেসবুক লিংক যুক্ত করতে পারবেন। ব্যর্থ হলে ফেসবুক লিংকটি এখানে জানান। মডারেশন প্যানেলের একজন প্রতিনিধি আপনার সমস্যা সমাধান করে দিবেন।
মাস্টার সাহেব আছেন
মাস্টার সাহেব আছেন কেমন।
বহুদিন পর আপনাকে যন্ত্রনা দিতে আসিলাম।
গত মাসের বই গুলো যে এখনও হাতে পেলাম না।
🙁
ব্যপার না কবে পাব জানায়ে দিলে পুলকিত হইতাম
সেম কেস হেয়ার… জানতে
সেম কেস হেয়ার… :মাথাঠুকি: জানতে পারলে খুব খুশি হতাম… :অপেক্ষায়আছি:
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
সমগ্র মাসব্যাপী টানা হরতাল ও
সমগ্র মাসব্যাপী টানা হরতাল ও অবরোধের কারণে পার্সেলের নিরাপত্তার কথা বিবেচনা করে আপনাদের গতমাসের বই শিপমেন্টের জন্য প্রস্তুত করে রাখলেও বুকিং করা হয়নি। স্বাভাবিক অবস্থা হলে যথা সময়ে পাঠিয়ে দেওয়া হবে।
মাস্টার সাহেব আমি আজ সন্ধ্যায়
মাস্টার সাহেব আমি আজ সন্ধ্যায় প্রায় ৫ টা পোস্টে মন্তব্য করেছি কিন্তু একটা মন্তব্যও কোন পোস্টে দেখছি না।
আমাদের করিগরি টিম মন্তব্যের
আমাদের করিগরি টিম মন্তব্যের নোটিফিকেশন সেটিং এর কাজ করতে গিয়ে কারিগরি জটিলতায় কিছু মন্তব্য অপ্রকাশিত হয়ে গেছে। যা ইতিমধ্যে মেরামত করা হয়েছে। আমাদের অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করছি।
আপনার ব্যাখ্যার জন্য ধন্যবাদ।
আপনার ব্যাখ্যার জন্য ধন্যবাদ। :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
টেস্ট ১
টেস্ট ১
এসএসসি পরিক্ষার্থীদের জন্য
এসএসসি পরিক্ষার্থীদের জন্য মডেল টেস্ট নিতেছেন নাকি?
মাস্টার সাব আমার এই পোস্টটা
মাস্টার সাব আমার এই পোস্টটা মুছে দিলে ভালো লাগবে। পোস্টটা ডিলিট করে দিবেন প্লিজ http://istishon.blog/node/445
মাষ্টার সাহেব!যারপরনাই
মাষ্টার সাহেব!যারপরনাই বিরক্ত।পোষ্টে ছবি এড করার একি পিকুলিয়ার সিস্টেম???একটা ছবিও ঠিকমতো এমবেড হয়না।
আমরা যারা এন্ড্রয়েড থেকে ব্লগ ইউজ করি তারা কিভাবে কি করতে পারবো??
অপেরা থেকে বা মূল ব্রাউজার থেকে ইমেজ লোকেশন কপি করার সিস্টেম নেই।”copy link URL” নামে যে অপশনটা আছে সেখান থেকে কপি করে এনে দিলেও হয়না।ছবি এড হয়না।
মাষ্টার সাহেব প্লিজ,বাংলাদেশের রেল বিভাগের ঝিমানি না,দ্রুত এর একটা সমাধান চাই।নইলে অভিমান করে টিকিট ছিররা ফেলবো। 🙁
মাষ্টর সাবের মইধ্যে ঝিমানি
মাষ্টর সাবের মইধ্যে ঝিমানি ভাব প্রবল। 🙁
এখন এড হয়।
এখন এড হয়। 😀
ব্লগের গতি ঠিক রাখার প্রয়োজনে
ব্লগের গতি ঠিক রাখার প্রয়োজনে পোস্টে ছবি যুক্ত করার এই পদ্ধতিটি রাখা হয়েছে। ছবি এড করার এই পদ্ধতিটিকেই ইস্টিশনের মডারেশন প্যানেল সহজ বলেই মনে করছে। আপনারা হয়ত ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বাংলা ব্লগগুলোর মধ্যে ইস্টিশনের পেইজলোড সবচেয়ে বেশী গতিশীল।
ধন্যবাদ আপনাকে।
মাস্টার সাব একটু নজর দেন নতুন
মাস্টার সাব একটু নজর দেন নতুন ছাগু ।
বংশ বিস্তার আর লেদানির আগে পদক্ষেপ নেন।
http://istishon.blog/user/7061
ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাস্টার সাহেব ইস্টিশনের যে
মাস্টার সাহেব ইস্টিশনের যে স্পন্সর এ্যড এর জালায় তো আর বাচি না!!
যে সব ছবি ভেসে ওঠে বাবা মা পাশে থাকলে কম্পিউটার ভেঙ্গে ফেলবে তো!!!!!!!১
ইস্টিশনে স্পন্সর এ্যড !!!
ইস্টিশনে স্পন্সর এ্যড !!!
:খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে:
ইস্টিশন কোন বিজ্ঞাপন প্রদর্শন করেনা। এর পরেরবার দেখলে একটা স্ক্রীনশট দেবার অনুরোধ জানাচ্ছি।
ওকে মাস্টার সাব বসলে অবশ্যই
ওকে মাস্টার সাব বসলে অবশ্যই দেব।
আচ্ছা মাস্টার সাব ভাল আছেন তো? আপনারে যে জ্বালাই বিরক্ত হন না??? নো প্রবলেম হলে এক প্যকেট (ফুল) কাচ্চি বিরিয়ানী খাওয়ায় দিয়েন ।
😀 ।
সামনে পরিক্ষা দোয়া রাইখেন, ইস্টিশন ছাড়বার মুঞ্চায় না গো মাস্টার সাব।
আপনার সাথে একটি ফুনালাপের ইচ্ছা আছে । ভয় পাইয়েন না আমিই ফুন দিবনি। আর ৩৭ মিনিট না দুই এক মিনিট এর বেশি কথা কব না।
পরিশেষে ভাবিরে সালাম দিয়ে শেষ করছি । 😉 😉
আপনার ব্রাউজারে সম্ভবতঃ ফ্রি
আপনার ব্রাউজারে সম্ভবতঃ ফ্রি বিজ্ঞাপনের কোন এডস অন যুক্ত হয়ে গেছে। ব্রাউজারটি ফেলে দিয়ে নতুনভাবে ডাউনলোড করে দেখতে পারেন। আশাকরি ফ্রি বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে রেহাই পাবেন।
(No subject)
🙂
প্রিয় ইস্টিশন মাস্টার,
আমার
প্রিয় ইস্টিশন মাস্টার,
আমার নামের প্রথম অংশটি পরিবর্তন করে ( ‘ নীলাঞ্জনা ‘ এর পরিবর্তে ) ” নির্বাচিতা ” করতে চাই । যেহেতু ফেইস বুকে আমি এই নামটি ‘ ‘নির্বাচিতা নীরা ‘ ইউজ করছি, সো এখন থেকে এই নামে পরিচিত হতে চাই। দ্রুত নামটি চেঞ্জ করে দিলে খুশী হবো ।
ইস্টিশনে আসলেন তাহলে। যাই হোক
ইস্টিশনে আসলেন তাহলে। যাই হোক স্বগতম। আপনি নিক পরিবর্তন করতে ইস্টিশন মাস্টার সাহেবকে ইমেইল করুন।
জী, এলাম তাহলে ! ধন্যবাদ ।
জী, এলাম তাহলে ! ধন্যবাদ ।
প্রিয় ইস্টিশন মাস্টার
প্রিয় ইস্টিশন মাস্টার সাহেব,
আমার নিকটি “কবিতা”র পরিবর্তে “বাংলার কবিতা” করতে চাই।
দ্রুত পরিবর্তন করে দিলে ভাল হত।
পরিবর্তন করে দেওয়া হল।
পরিবর্তন করে দেওয়া হল।
অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ।
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :খুশি: :বুখেআয়বাবুল:
মাস্টার সাহেব আমি বারং বার
মাস্টার সাহেব আমি বারং বার একটি প্রস্তাব রেখেছি ইস্টিশনে গল্পগুজব নামক একটি ট্যাব খোলা হোক এতে করে ইস্টিশন ব্লগে আমাদের ছোট ছোট সমস্যা নিজেরাই ঠিক করে ফেলতে পারবো। সাথে মজাও হবে।
এছাড়া ইস্টিশন ব্লগের মোবাইল ভার্সন বেড় করা গেলে ব্লগটি আরও জনপ্রিয় হয়ে উঠবে। ভেবে দেখতে পারেন।
‘গল্পগুজব’ জাতীয় ট্যাব-এর
‘গল্পগুজব’ জাতীয় ট্যাব-এর প্রয়োজনীয়তা যাচাই করে ইস্টিশনের মডারেশন প্যানেল সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবে।
ইস্টিশন মোবাইল থেকে এখনও ব্যবহার করা যায়। অপেরা বা গুগুল ক্রোম থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। পুর্ণাঙ্গ মোবাইল ভার্সনের কাজ আমরা খুব সহসাই শুরু করব বলে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।
Android এর সাথে সাথে iOS কেও
Android এর সাথে সাথে iOS কেও (iPad Version সহ) সহৃদয় বিবেচনায় রাখার অনুরোধ রইলো।
iOS এর জন্য আপাতত আপনি
iOS এর জন্য আপাতত আপনি ইস্টিশনের হোমপেজে থাকাকালীন পেজটি Add to homepage দিয়ে দিন। ধন্যবাদ।
আব্দারটি রাখবার জন্য ধন্যবাদ।
আব্দারটি রাখবার জন্য ধন্যবাদ।
প্রিয় ইস্টিশন মাস্টার
আমার
প্রিয় ইস্টিশন মাস্টার
আমার ব্লগ পাতা থেকে নির্দিষ্ট একটি ব্লগ মুছে ফেলতে চাই। কি করণীয়?
যে ব্লগ পোস্টটি মুছে ফেলতে
যে ব্লগ পোস্টটি মুছে ফেলতে চান সেটির লিংক এখানে দিতে পারেন। অথবা আপনার ব্লগ লিংকটি istishon@gmail.com -এ পাঠিয়ে মুছে ফেলার জন্য অনুরোধ জানাতে পারেন।
http://www.istishon.com/node/5399#st
http://www.istishon.com/node/5399#sthash.TDvQWTob.dpbs
অনুগ্রহ করে এই পোস্টটি মুছে ফেলুন।
পোস্টটি মুছে না দেয়ার অনুরোধ
পোস্টটি মুছে না দেয়ার অনুরোধ রইলো। ভবিষতে ইহা লাগিবে
আচ্ছা, ভিডিও ক্লিপ কিভাবে
আচ্ছা, ভিডিও ক্লিপ কিভাবে যুক্ত করে ব্লগ পোস্টে?
ভিডিও ক্লিপের লিংক সংযুক্তির
ভিডিও ক্লিপের লিংক সংযুক্তির পদ্ধতিটি যদি ইস্টিশন মাষ্টার সাহেব দয়া করে ট্রেনিং রুমে লিখে দিতেন তাহলে সুবিধা হতো ভীষণ।
ইউটিউব বা ভিমিও থেকে ভিডিওটির
ইউটিউব বা ভিমিও থেকে ভিডিওটির এমবেড কোডটুকু কপি করে বসিয়ে দিলেই ভিডিও চলে আসবে :-B
আমি অভ্র দিয়ে লিখতে পারছি না।
আমি অভ্র দিয়ে লিখতে পারছি না। ফন্ট ভাঙ্গা বাঙ্গা আসে। ফন্ট ডাউনলোড করে ইন্সটল করছি, তবুও সমস্যার সমাধান হয় নাই। কি করতে পারি? একটা উপায় বাতলে দিন।
একই সমস্যা আমারো, এরপরেও
একই সমস্যা আমারো, এরপরেও অন্ধের মত টাইপ করেই যাচ্ছি।
ফন্ট ভাঙ্গা ভাঙ্গা আসে? আসলে
ফন্ট ভাঙ্গা ভাঙ্গা আসে? আসলে আপনার কি টাইপিং এর সময় শুধু ভাঙ্গা আসে , নাকি বাংলা পড়তে গেলেও ভাঙ্গা ফন্ট শো করে?
শুধু মাত্র টাইপিং এর সময়,
শুধু মাত্র টাইপিং এর সময়, পড়তে গেলে ফকফকা পরিস্কার।
এই সমস্যাটা সাধারণত হয় মজিলা
এই সমস্যাটা সাধারণত হয় মজিলা ফায়ারফক্সে কিন্তু যদি Microsoft Word এ এই সমস্যা হয় তাহলে অভ্র 4.5.1 ব্যবহার করে দেখতে পারেন আর তাতে যদি কাজ না হয় তাহলে http://www.techtunes.com.bd এর সাহায্য নিন ।। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে …
মাস্টার সাব, মাস্টার সাব,
মাস্টার সাব, মাস্টার সাব, একটা জরুরি দরকার… আমার এই অতি পচা পোস্টখানা অনুগ্রহ করে রিমুভ করে দেন… প্লিজ…
http://www.istishon.com/node/4636#sthash.zsFz3okJ.dpbs
আপনার পোস্টটি অপ্রকাশিত করে
আপনার পোস্টটি অপ্রকাশিত করে দেওয়া হল। যখন আপনার মনে হবে পোস্টটি আবার প্রকাশ করা প্রয়োজন, তখন শিকল টেনে জানাবেন।
অশেষ ধন্যবাদ মাস্টার সাব…
অশেষ ধন্যবাদ মাস্টার সাব… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :বুখেআয়বাবুল:
মাষ্টার সাব আমার নিচের ব্লগটি
মাষ্টার সাব আমার নিচের ব্লগটি মুছে দেবার জন্য অনুরোধ করছি।
http://istishon.blog/node/5277#sthash.U0DSwi5t.dpbs
আপনার পোস্টটি অপ্রকাশিত করে
আপনার পোস্টটি অপ্রকাশিত করে দেওয়া হল। যখন আপনার মনে হবে পোস্টটি আবার প্রকাশ করা প্রয়োজন, তখন শিকল টেনে জানাবেন।
http://www.istishon.com/node/
http://www.istishon.com/node/1733#sthash.s3W6yBh4.dpbs
এই পোস্টটি আমি পড়ে এইখানে আপডেট করে পোস্ট করেছিলাম। তাই পূর্বের পোস্টটি চিরতরে মুছে দিলেই ভাল হবে…
সবাই দেখি ইস্টিশন মাস্টার কে
সবাই দেখি ইস্টিশন মাস্টার কে দিয়ে বেশ খাটিয়ে নিচ্ছে।
কোন! আপত্তি?
কোন! আপত্তি? 😉
জাতি আপত্তির বেপারে জানতে
জাতি আপত্তির বেপারে জানতে চায়… :বিষয়ডাকী: :দাঁড়াফোনাইয়ালই:
http://www.istishon.com/node/
http://www.istishon.com/node/4648
http://www.istishon.com/node/4649
আমার এই দু’টি পোস্ট মুছে দেয়ার অনুরোধ করছি…
মাস্টার সাহেব আমি আমার নিক
মাস্টার সাহেব আমি আমার নিক “কিংকর্তব্যবিমূঢ় পথিক” থেকে “নয়ন কিংবা আসিফ” করতে চাই ।
আপ্নের কিংকর্তব্যবিমূঢ় পথিক
আপ্নের কিংকর্তব্যবিমূঢ় পথিক নিকটাই পুরো শো করে না খালি কিংকর্তব্যবিমূঢ়… হয়ে থাকে। আর নয়ন কিংবা আসিফের মত বড় নিক কি পুরোটা দেখা যাবে???
(No subject)
😀 😀 😀
তবে এক কাজ করতে পারেন। নুর
তবে এক কাজ করতে পারেন। নুর নবী দুলাল যেমন করে নুনদু হয়ে গেছে, তেমনি করে নয়ন কিংবা আসিফের বদলে নকিআ কিংবা Nokia নিক ব্যবহার করে দেখতে পারেন…
“নকিআ”
“নকিআ” :হাহাপগে: :হাহাপগে: :bow:
ইয়াপ… এখন থেকে আপনাকে আমি
ইয়াপ… এখন থেকে আপনাকে আমি নকিয়াই ডাকব… 😛
তাইলে আমি আপনাকে কাকা ডাকব
তাইলে আমি আপনাকে কাকা ডাকব 😛
উখে ভাইস্তা… নু পবলেম…
উখে ভাইস্তা… নু পবলেম…
(No subject)
😀
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
মাস্টার সাবরে কত্ত কইরা কইল
মাস্টার সাবরে কত্ত কইরা কইল জয়, একটা গল্পগুজব ট্যাব চালু করনের লাইগা, এখন দেখ তোঁ, সবাই এইখানেই আড্ডা লাগায়া দিছে… :মাথাঠুকি: :দেখুমনা: তবে যাই কন মজা পাইছি… :ভেংচি: :আমারকুনোদোষনাই: নকিআ আর কাকা… কেউ আম্রে ধর… :মাথানষ্ট: :হাহাপগে: :হাহাপগে: 😀
(No subject)
:আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই:
(No subject)
:দেখুমনা:
আমার কথা মাস্টার সাহ কয়দিন কি
আমার কথা মাস্টার সাহ কয়দিন কি সুন্দর কইরা শুনলো অহন আবার শুনা বন্ধ কইরা দিছে। :'( :'(
গল্প গুজব ট্যব চাই সবাই বল সহমত।
নকিআ নামটা চমৎকার
নকিআ :হাহাপগে: :হাহাপগে: নামটা চমৎকার
“নয়ন কিংবা আসিফ” এর শুধু
“নয়ন কিংবা আসিফ” এর শুধু নয়নতো শো করবে ,তাই না ? তখনতো আর কি নামে ডাকবেন সেটা নিয়ে আপনাদের মাথা ব্যাথা থাকবে না ।
অভ্র দিয়ে লিখতে গেলে ি ী ে
অভ্র দিয়ে লিখতে গেলে ি ী ে এগুলি অক্ষরের ভুল যায়গায় আসছে । কেন ও কিভাবে ঠিক করব ?
e=এ কার
i=ই কার
I=ঈ কার
rri=
e=এ কার
i=ই কার
I=ঈ কার
rri= ঋ কার
OU =ঔ
O=ও
আপনি ঠিক কি জানতে চাচ্ছেন?
কেন ঠিক করবেন সেইটাও কি
কেন ঠিক করবেন সেইটাও কি মাস্টার কইয়া দিব?? :ভেংচি: :হাহাপগে: :হাহাপগে: 😀
আমার পওস্ট এ ছবি গুলা দেখা
আমার পওস্ট এ ছবি গুলা দেখা যায়না কেন ? একটু উপায় করে দেন না মাস্টার সাব?
আপু আপনি ছবির লিংকের যায়গায়
আপু আপনি ছবির লিংকের যায়গায় “copy image location” কপি করে এনে পেস্ট করেছেন, নাকি “copy image location” পেস্ট করেন? “copy image location” দিলে কিন্তু পিকচার শো করবে না।
ইস্টিশনে অন্যের পোস্টে কমেন্ট
ইস্টিশনে অন্যের পোস্টে কমেন্ট করলে পরবর্তীতে সেই কমেন্টের বিপরীতে পাল্টা কি কমেন্ট আসলো দেখা খুব কঠিন। ইস্টিশনে আমি এখন পর্যন্ত এমন কোন অপসন দেখিনি যেখানে গিয়ে অন্যের পোস্টে আমার করা কমেন্টের ফলাফল দেখা যায়। ফলে সময়ের অভাবে এক-দুই আগে কারুর পোস্টে করা কমেন্টের জবাব খুঁজে বের করা এক দুরহ কাজ যা বিরক্তিকর ও সময়সাপেক্ষও বটে। সহজ সমাধান আছে কি? না থাকলে সংযজন করা যায় কি? অন্য ব্লগে এই সুবিধাটা আছে। ইস্টশন মাস্টার, উত্তর দিন প্লিজ।
আপনার প্রোফাইলে গিয়ে অনুসরনে
আপনার প্রোফাইলে গিয়ে অনুসরনে ক্লিক করলেই পাবেন । নতুন মন্তব্য আসলে সহজেই দেখতে পারবেন
এই যে লিঙ্ক http://istishon.blog/user/8030/track
মাস্টার সাব ছবি দেখা যায় না
মাস্টার সাব ছবি দেখা যায় না আবার! ঠিক করে দেন ।
ভুলক্রমে আড্ডায় দু’টো পোস্ট
ভুলক্রমে আড্ডায় দু’টো পোস্ট হয়ে গেছে।
এটা রিমুভ দিয়া দেন…
http://istishon.blog/node/6543
জংশনে আড্ডার টপিক না আনলে
জংশনে আড্ডার টপিক না আনলে ভালো হয়। আড্ডার পরিধি আড্ডা ট্যাবের মাঝেই সীমাবদ্ধ থাকুক। আর আড্ডা ট্যাব হোক মডারেশন প্যানেলের আওতামুক্ত।
দাবি থাকল
সহমত। মন্তব্যের ক্ষেত্রেও
সহমত। মন্তব্যের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেয়া উচিত।
আড্ডা জিনিসটা কি
আড্ডা জিনিসটা কি
যেখানে আপনার নাম অশ্ব
যেখানে আপনার নাম অশ্ব নির্ধারন করা হইয়াছে উহা আড্ডা ট্যব।
আমাদের ইস্টিশনের সব কিছুই যেহেতু ইস্টিশনীয় কায়দায় করা হয়েছে আড্ডা ট্যবের নাম টা দেয়া উচিত ছিল “”””বিশ্রামাগার”””
মাস্টার সাব আর্ফিয়াসের
মাস্টার সাব আর্ফিয়াসের প্রস্তাবের সাথে সম্পূর্ণ সহমত।একই সঙ্গে আরও একটি প্রস্তাব রাখতে চাই।আর তা হল আড্ডা ট্যাব এর প্রবেশ অধিকার সংরক্ষিত করা হোক।সেক্ষেত্রে শুধুমাত্র অনলাইন ব্লগারাই যেন আড্ডাট্যাব দেখতে পাই।কোন সাধারন পথচারি বা অফলাইনে থাকা যাত্রী যেন আড্ডাট্যাবে প্রবেশাধিকার না পাই।
সহমত খাজা বাভাইয়ের সাথে…
সহমত খাজা বাভাইয়ের :চোখমারা: সাথে… :থাম্বসআপ:
যতক্ষণ পর্যন্ত ইস্টিশনবিধি’র
যতক্ষণ পর্যন্ত ইস্টিশনবিধি’র চরম লঙন না ঘটছে ততক্ষণ পর্যন্ত আড্ডার ট্যাবটি মডারেশনের আওতামুক্ত থাকবে।
মাষ্টার সাব যাত্রি তো হইলাম
মাষ্টার সাব যাত্রি তো হইলাম আমি খুব খুশি, ধন্যবাদ । কিন্তু পার্সনাল ইনফরমেশন পরিবর্তন হইতাছে না । কি করমু বুদ্ধি দেন !
আপনার প্রোফাইলের সম্পাদনায়
আপনার প্রোফাইলের সম্পাদনায় গিয়ে ব্যক্তিগত তথ্য যোগ করতে পারবেন।
ইস্টিশনের মোবাইল ভিউ চালু করা
ইস্টিশনের মোবাইল ভিউ চালু করা উচিত। জুম ভিউতে খুব বিরক্ত লাগে। মুক্তমনা বা সামহোয়্যাররে মোবাইল দিয়ে সহজেই ব্রাউজানো যায়। অনুরোধ থাকলো।
ব্লগের প্রথম পাতায় বাম পাশে
ব্লগের প্রথম পাতায় বাম পাশে ‘দৃষ্টি আকর্ষন’ নামের একটি ব্লগে ইস্টিশন এন্ড্রয়েড ভার্সনের অ্যাপস’র লিংক দেওয়া আছে। অ্যাপসটি লোড করে নিলেই আপনি মোবাইল থেকে এক ক্লিকে মোবাইল থেকে ইস্টিশন’র প্ল্যাটফরম-এ প্রবেশ করতে পারবেন। আপনার সুবিধার জন্য অ্যাপসটির লিংক নীচে দেওয়া হলঃ
http://istishon.blog/download/istishon.zip
মাস্টার সাব কুরিয়ার পাইনা
মাস্টার সাব কুরিয়ার পাইনা কেন?
মাস্টারসাব দুরন্ত জয়ের গল্পটি
মাস্টারসাব দুরন্ত জয়ের গল্পটি শেয়ার করতে পারছিনা।কি করবো বলেদেন।
লোকনাথ ধর এর গল্প টা আমি
লোকনাথ ধর এর গল্প টা আমি শেয়ার দিতে পারছি না
আমিও জয়ের গল্পটা শেয়ার দিতে
আমিও জয়ের গল্পটা শেয়ার দিতে পারছি না… তাড়াতাড়ি হেল্পান…
আমিও শেয়ার করতে পারছি না
আমিও শেয়ার করতে পারছি না 🙁
আমার কুরিয়ারের খবর কি
আমার কুরিয়ারের খবর কি মাস্টার?
দেখেন, ইস্টিশন মাস্টার ভাইয়া,
দেখেন, ইস্টিশন মাস্টার ভাইয়া, আমি জানি দুরন্ত জয়, তারিক লিঙ্কন, ডন মাইকেল কর্ণওয়ালিদের ইস্টিশন ব্লগে অনেক অসাধারণ অবদান আছে। তারা অনেক লেখা দীয়ে, এবং অন্যের লেখায় মন্তব্য করে ট্রেন সচল রাখতে সাহায্য করছে। আমি জানিনা, যারা ইস্টিশন ব্লগের সহ-প্রতিষ্ঠাতা তাদের সাথে ওনাদের কতটা ভালো সম্পর্ক, তবে ওরা ইদানিং আমার সাথে যে আচরণ করছে, সেটা আমার মনে হয় আপনাদের মেনে নেয়া উচিত নয়।
নিচের লিঙ্ক এ তাদের করা মন্তব্যগুলো দেখলেই ব্যাপারটা আপনারা আশা করি বুঝতে পারবেন…
http://istishon.blog/node/6837#sthash.Xs1lGrEx.dpbs
আমি একটা বিষয়ে একটু ভিন্যমত প্রকাশ করেছি, যেটা হয়তো বর্তমান বাংলা ব্লগের যে সংস্কৃতি, তার সাথে যায়না। আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই যে, তারপরও আমাকে আপনারা ব্লগিং-এর সুযোগ দিচ্ছেন, যেটা আপনাদের বড় মনের পরিচায়ক।
আপনাদের প্রতি আমার যে শ্রদ্ধা আছে, আশা করি সেই শ্রদ্ধা নিয়েই আমি আমার ব্লগিং চালিয়ে যেতে পারবো।
আপনারা ভালো থাকবেন…।
আপনার দৃষ্টতা দেখে অবাক
আপনার দৃষ্টতা দেখে অবাক হচ্ছি! আপনি বলতে পারবেন আপনি আসলে কি চান? বলতে পারেন? আপনার সাথে কি আচরণ করেছি? আপনি ইস্টিশন বিধি পড়ে দেখেন আগে… রাজাকার-ছাগুদের প্রতি শূন্য সহানুভূতি দেখানোর কথা মাষ্টার সাহেবের…
‘ইস্টিশন’ বিধি সমূহঃ
২. ‘ইস্টিশন’কে কখনই ধর্ম প্রচারের ক্ষেত্র হিসাবে ব্যবহার করা যাবেনা। যে কোন ধরণের সাম্প্রদায়িকতা, বর্ণবাদ, লিঙ্গ বৈষম্য, ধর্মীয় গোড়ামী এবং মহান মুক্তিযুদ্ধের পরাজিত শত্রু ও গোষ্টি সম্পর্কে ‘ইস্টিশন’ জিরো টলারেন্স দেখাবে।
আপনি রাজাকার-হায়েনাদের মানুষ জ্ঞান করে তাদের মানবাধিকার চান? কিন্তু মিস্টার ‘ছাগুকুল শেহজাদ’ ইস্টিশন রাজাকার এবং তাদের দোসর এবং ছদ্ম দোসরদের মানুষ মনে করে না। পাগলকে পাগল বললে মানবাধিকার লঙ্ঘন হয় আমরা সবাই জানি কিন্তু ছাগুদের ছাগু বললে ছাগাধিকার লঙ্ঘন হয় এমনটা আমার জানা নেই…
মেয়েদের দেখেই আপনি পাপী তেঁতুল হুযুরের মত করে লালা ঝরাইতে পারবেন আর নারী প্রতিবাদ করলেই কইবেনঃ

অথচ তার ঠিক আগেই বইন বইন বলে মেয়েটাকে বিরক্ত করছেন।
“মেয়েদের দেখেই আপনি পাপী
“মেয়েদের দেখেই আপনি পাপী তেঁতুল হুযুরের মত করে লালা ঝরাইতে পারবেন আর নারী প্রতিবাদ করলেই কইবেন” — বললেন তারিক লিঙ্কন সাহেব!
আমি আবারও ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষণ করছি…!
আমাকে হয়তো আপনারা সবাই গায়ের জোরে ছাগু বা রাজাকারদের দোসর বলে চালিয়ে দিতে পারেন, কিন্তু “মেয়েদের দেখেই আপনি পাপী তেঁতুল হুযুরের মত করে লালা ঝরাইতে পারবেন আর নারী প্রতিবাদ করলেই কইবেন” বলে তারিক যেভাবে আমার উপর বাজে কলঙ্ক আরোপ করেছন, সেটা কেউ গায়ের জোরেও প্রমান করতে পারবেন না, যদি আমার কমেন্টসগুলো ইস্টিশন মাস্টার আর অন্য যে কেউ পরে, তারপরও…।
এক্ষেত্রে আমি এই ব্লগের সহপ্রতিষ্ঠাতাদের আর ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনাদের যদি আমার লেখা পরে মনে হয় যে আমি ‘ছাগু’ বা ‘রাজাকারদের দোসর’, তাহলে এই এখানে আমি আর ব্লগিং করবোনা বলে কথা দিচ্ছি।
এটা আমি ‘ইস্টিশন মাস্টার’ ও এই ব্লগের সহপ্রতিষ্ঠাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি…।
মনে কর আমি ইস্টিশন মাস্টার
মনে কর আমি ইস্টিশন মাস্টার তুই এবার ভাগ।
ভোট লাগবো??? শোন এটা ইস্টিশন এর চেয়েও কম ল্যদানির কারণে ইস্টিশনে ব্লক খেতে হয়েছে কারণ ইস্টিশন ছগুদের জায়গা না।
মাস্টার সাব আপনার হস্তক্ষেপ কামনা করছি আর সহ্য করা যাচ্ছে না।
ইস্টিশনের নিম্নলিখিত বিধির
ইস্টিশনের নিম্নলিখিত বিধির কথাও আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিছছিঃ
“‘ইস্টিশন’-এ যাত্রী হিসাবে একে অপরের প্রতি দলবদ্ধ আক্রমণ, অশিষ্টাচার মন্তব্য প্রভৃতি থেকে বিরত থাকতে হবে। কোন যাত্রী আক্রান্তবোধ করলে তাঁর করা অভিযোগের ভিত্তিতে ইস্টিশন মাষ্টার বা ইস্টিশন মাষ্টারের মনোনীত মডারেটর সেই আক্রমণাত্মক পোস্ট, মন্তব্য বা উপাদান সরিয়ে দিতে পারেন। উপরন্ত প্রথম সর্তক সংকেত হিসাবে সাতদিন, দ্বিতীয়বার একমাস তৃতীয়বার অনির্দ্দিষ্ট কালের জন্য সংশ্লিষ্ট যাত্রীর টিকেটটি মডারেশনের আওতায় নিয়ে আসা হবে।
– See more at: http://istishon.blog/node/8#sthash.dNfNgtwq.dpuf
এই হচ্ছে জয়ের একটা মন্তব্যের

এই হচ্ছে জয়ের একটা মন্তব্যের পর আপনার রিএকশন… বুঝতে পারছেন সমস্যা কোথায়? সোজা হিসেব এই কসাই কাদেরের জন্যে সবাই শাহবাগ এক হলে তাকে দলবদ্ধ আক্রমন বলে না, যখন রাজীব কে পিছন থেকে আক্রমন করে তখন দলবদ্ধ আক্রমন বলে…
মাস্টার সাহেব আপনি এখন
মাস্টার সাহেব আপনি এখন ইস্টিশনে আছে দেখলাম,
সালাম………
দুটি বিষয়ে সুরাহা প্রয়োজন –
১) গল্প শেয়ারে সমস্যা হচ্ছে…
২) শেহজাদ আমান , প্রতিবারই ইস্টিশন ছাগুদের ক্ষেত্রে শুন্য সহানুভুতিশীল এবারও তাই হবে ভাবছি।
যারা আমার মা-বোন কে ধর্ষন করেছে, পরিবারের সবাইকে হত্যা করেছে তাদের প্রতি মানবাধিকার নিয়ে লড়াই করে তাদের ইস্টিশনে রাখা যায় কি না দেখুন…… অন্তত আমি মেনে নিতে পারছি না এটা।
জয় বাংলা
ভাবিকে সালাম দিয়েন,
এক্সামের জন্য দোয়া কইরেন । শুভ রাত্রী।
গল্প শেয়ার না হবার ব্যাপারটা
গল্প শেয়ার না হবার ব্যাপারটা গতকাল বড়ই যন্ত্রণা দিয়েছে, এখনও শেয়ার অপশনে ক্লিক করলেই দেখাচ্ছে 414 Request-URI Too Large … :মাথাঠুকি: ২৫% মার্কের কথাটা নাহয় বাদই দিলাম, কিন্তু এতে মূলত সমস্যা যেটা হচ্ছে , তা হল এতো চমৎকার চমৎকার ছোটগল্পগুলো ইষ্টিশনের বাইরে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না। :মনখারাপ: মাস্টার সাবকে এই ব্যাপারটার আশু সমাধানের অনুরোধ জানাচ্ছি… :অপেক্ষায়আছি:
Quote, underline করবো কিভাবে?
Quote, underline করবো কিভাবে? কেউ একটু পদ্ধতিটা বলবেন প্লিজ
আমি আমার নিক নামটি ব্যাবহার
আমি আমার নিক নামটি ব্যাবহার করতে চাই কিন্তু পাড়ছি না । তাই কর্তিপক্ষের কাছে বলছি আমার নিক নামটি বুয়াবহার করে আমাকে সাহায্য করুন। আমার নাম সুরথ সরকার অর্ঘ্য। আমি শুধু অর্ঘ্য ব্যাবহার করতে চাই। দয়া করে আমার সমস্যা সমাধান করে আমাকে সাহায্য করবেন।
প্রিয় ইস্টিশন মাস্টার,
পোস্ট
প্রিয় ইস্টিশন মাস্টার,
পোস্ট ড্রাফট করে রাখার অপশন চালু রাখলে খুব ভাল হত।
বেশ কয়েকদিন ধরে একটা পোস্ট দাড় করিয়ে যখন ফাইনাল টাচ দিচ্ছিলাম তখনই ভুলে ট্যাবটি কাটা পরল। ৩/৪ দিনের পরিশ্রম পুরাই মাটি! :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: কোন ব্যাকআপও রাখা ছিল না ভুলক্রমে। যে ফেসবুক নোট ড্রাফট করেছিলাম তাও ডিস্কারড করে দিয়েছিলাম। প্রায় সবকটি ব্লগেই ড্রাফট করে কারেকশন করার সুযোগ আছে। এদিকে ইস্টিশনে লিংক, বোল্ড করা ইত্যাদির ক্ষেত্রেও শেষ মুহূর্তের বেশ কিছু কাজ করা লাগে। তাই আমার মনে হয় ড্রাফট করে রাখার অপশন চালু রাখলে খুব উপকার হত…
ধন্যবাদ… ভাল থাকবেন!!
যদিও জানি দ্রুপালে ড্রাফট
যদিও জানি দ্রুপালে ড্রাফট অপসন নাই। তারপরও ‘ইস্টিশনের কারিগর’র উপর আমাদের এই আস্থা আছে যে, তিনি ইচ্ছে করলে একটা ড্রাফট অ্যাপস তৈরী করে ইস্টিশনের যাত্রীদের জন্য এড করে দিতে পারেন। আমি ‘ইস্টিশনের কারিগর’ সদয় দৃষ্টি আশা করছি।
সহমত দুলাল ভাইয়ের সাথে…
সহমত দুলাল ভাইয়ের সাথে… :থাম্বসআপ: :থাম্বসআপ: :অপেক্ষায়আছি:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow: :bow: :bow:
আমিও একমত তারিক ভাই।
আমিও একমত তারিক ভাই।
ইস্টিশনের জন্মদিন উপলক্ষে দুই ঘন্টা পরিশ্রম করে কম্পিউটারে পোস্ট রেডি করছিলাম। পুরাটা টাইপ করে ফিনিশিং এর কাজ করতে গিয়ে ভুল ক্রমে ট্যাবের ক্রস বাটনে মাউসের ক্লিক পড়ে। সাথে সাথে লোডিং ক্যানসেল করি। কিন্তু কেন জানি পেইজ রিলোড নিলো! এইবার দেখি এতক্ষন যা লিখছিলাম সব গায়েব! :মাথাঠুকি:
মাথাটা এমন গরম যে হইছিলো ইচ্ছা হইছিলো কম্পু মাথায় তুলে আছাড় মারি।
আমারও একই অবস্থা!!
:মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
আমারও একই অবস্থা!! :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি:
লিংকন ভাই ,
বলেন কী ????
এতো
লিংকন ভাই ,
বলেন কী ????
এতো বিশাল হতাশার ঘটনা !!!!
আপনারে এর আগেও একবার বলেছি ব্যাক আপ রাখার কথা । শত হইলেও আপনার থেকে কিছুটা মুরুব্বী । কথায় কিঞ্চিত গুরুত্ব দিয়েন । আর আপনার দাবীর সাথে পূর্ণ সহমত !
শত হইলেও আপনার
থেকে কিছুটা
কথাটা অন্য সময় মনে থাকলে ভাল হত!!
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
:থাম্বসআপ: :থাম্বসআপ: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি:
(No subject)
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
কথাটা অন্য সময় মনে থাকলে ভাল
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মানেকি: :ভেংচি: :হাহাপগে: :হাহাপগে: 😀 😀 😀 :শয়তান: :বুখেআয়বাবুল:
পেছনে লাইগা আছোস জয় পাগলা
পেছনে লাইগা আছোস জয় পাগলা !!!!
:শয়তান: :শয়তান: :শয়তান:
পেছনে কই!! আমি তো সামনে আছি,
পেছনে কই!! আমি তো সামনে আছি, টাইনাও আপনারে নিতে পারতেছি না।
আহ! আড্ডা ট্যাব রেখে শিকল টানুন এ আড্ডা দেয়া শুরু হয়ে গেল।
কথাটা অন্য সময় মনে থাকলে ভাল
:হাসি: :হাসি: :হাসি: :হাসি:
পাগলা জয় :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি:
মাস্টার সাহেব আমি মন্তব্য
মাস্টার সাহেব আমি মন্তব্য করার ক্ষেত্রে উলট পালট দেখতে পাচ্ছি। আমি কোন মন্তব্য করার ক্ষেত্রে লেখা বুঝতে পাড়ছি না। কি করনীয় আছে।
আপনার বোধ হয় ফন্টে সমস্যা
আপনার বোধ হয় ফন্টে সমস্যা আছে। আদর্শলিপি ইন্সটল করে নিয়ে দেখতে পারেন।