দু’ একটা ছেড়ে দেওয়া জামা-প্যান্ট
আর কিছু সিগারেটের ছাই
ফেলে রেখে প্রতিনিধি; ছুটে যাই জিবনের কাছে
বাড়ি, ঘর-সংসার, শিশু-সন্ততি রেখে
এক আজব অমরত্ব আর ব্যস্ততার কাছে।
সপে দেই মুহুর্মুহু নিজেকে
গল্প হতে পৃথিবীর।
সেখানে শুধুই ছুটে চলার গল্প।
হে সন্তানেরা,
সেই সব গল্প বড় পুরনো এখন
সেই সব চিত্র ধুলু-মলিন আজ।
বিছানায় পিতা-পুত্রের হামাগুরি খেলা
বড় বিরল এখন
অথবা বাবার সাথে স্কুলে যাওয়া
এখন আর হয়না পৃথিবীর কোথাও।
পৃথিবীর তাবৎ পিতারা বড় ব্যস্ত এখন
তোমাদের পিতারা জোয়াল কাধে বলদ।
যন্ত্র আর যন্ত্রণা নিয়ে হুরুহুরি
করে সারাদিন।
হে উত্তর পুরুষ,
ক্ষমা করো।
— পৃথু স্যান্নাল
দু’ একটা ছেড়ে দেওয়া জামা-প্যান্ট
আর কিছু সিগারেটের ছাই
ফেলে রেখে প্রতিনিধি; ছুটে যাই জীবনের কাছে
বাড়ি, ঘর-সংসার, শিশু-সন্ততি রেখে
এক আজব অমরত্ব আর ব্যস্ততার কাছে।
সপে দেই মুহুর্মুহু নিজেকে
গল্প হতে পৃথিবীর।
সেখানে শুধুই ছুটে চলার গল্প।
হে সন্তানেরা,
সেই সব গল্প বড় পুরনো এখন
সেই সব চিত্র ধুলু-মলিন আজ।
বিছানায় পিতা-পুত্রের হামাগুড়ি খেলা
বড় বিরল এখন
অথবা বাবার সাথে স্কুলে যাওয়া
এখন আর হয়না পৃথিবীর কোথাও।
পৃথিবীর তাবৎ পিতারা বড় ব্যস্ত এখন
তোমাদের পিতারা জোয়াল কাধে বলদ।
যন্ত্র আর যন্ত্রণা নিয়ে হুরুহুরি
করে সারাদিন।
হে উত্তর পুরুষ,
ক্ষমা করো।
— পৃথু স্যান্নাল
২৬.০৩.২০১১
কবিতায় বাস্তব চিত্র ফুটে
কবিতায় বাস্তব চিত্র ফুটে উঠেছে। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: