বাংলা ব্লগ জীবনে ইস্টিশন ব্লগেই আমি প্রথম রেজিস্ট্রেশন করেছি, আজ ব্লগ লিখছি। প্রথম বিষয় হিসেবে বেছে নিয়েছি একাত্তরের সেই প্রেরণামূলক শ্লোগানগুলো। যেই শ্লোগান প্রেরণা যুগিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধাদের। জয়োল্লাসে ফেটে পড়েছিল বাঙালি মুক্তিযোদ্ধারা যেসকল শ্লোগান ধরে এখানে তারই কিছু শ্লোগান যা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে তাই তুলে ধরার চেষ্টা করলাম।
- জয় বাংলা, জয় বাংলা
- তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব
- তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ
- তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা
- বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো
আরো অনেক শ্লোগান আছে যেগুলো আমরা অনেকেই জানিনা, যদি দয়া করে আপনারা সকলে মন্তব্যের মাধ্যমে তুলে ধরেন তাহলে আশা করি একটি আর্কাইভ বানাতে পারবো।
প্রথম পোস্ট হিসেবে আমার ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকুন এই কামনায়।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
ভাই আগুনটা দেন……বেনসন জোক
ভাই আগুনটা দেন……বেনসন জোক অ্যাপার্ট
জোকের কি হলো একটু খোলাসা করে
জোকের কি হলো একটু খোলাসা করে বলবেন জনাব চন্দন?
তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ
তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।
এটা দিয়েছি।
এটা দিয়েছি।
ইস্টিশনে স্বাগতম। একটা বেনসন
ইস্টিশনে স্বাগতম। একটা বেনসন দেন। :ভেংচি:
আমি কয়েকদিন আগেই ইস্টিশনে
আমি কয়েকদিন আগেই ইস্টিশনে যাত্রী হিসেবে এসেছি। স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ।
সিরিয়াসলি একটা ব্যাপারে আপনারা এভাবে মজা নিচ্ছেন দেখে হতাশ হলাম।
হতাশ হইয়েন না প্রোফেসর।
হতাশ হইয়েন না প্রোফেসর। সিরিয়াস ব্যাপার দেখতে দেখতে এখন আর মাথা কাজ করে না।
বাংলার হিন্দু
বাংলার খ্রিস্টান
বাংলার বৌদ্ধ
বাংলার মুসলমান
আমরা সবাই বাঙ্গালি…
ইস্টিশনের মিষ্টি কূল শখের
ইস্টিশনের মিষ্টি কূল শখের বাগান গোলাপ ফুল।
ইস্টিশন হচ্ছে মজার ও আনন্দের, সুখ-দুখ ভাগাভাগি করে নেবার জঙ্শন, নবযুগের যাত্রা শুরু এখান থেকেই।
স্বাগতম
🙂
আমিও সঠিক জানি না।
জানার
আমিও সঠিক জানি না। :মনখারাপ:
জানার ইচ্ছা আছে…