ঋদ্ধ নৈপুন্যে সিদ্ধ জিঘাংসা
বিক্ষত করে দিকপাশ
মাংশে মানচিত্র
হৃদয়ে ভূগোল ।
নারীরা আকার পায় ভালবাসার
বৈদূর্য ছোঁয়ায় ; আঁকে
স্টেন্সিলে জীবনের দ্যোতনা ।
সূর্যকিরণ গলে গ্যালে
মিশে গ্যালে তুলির পেখমে
আঁচড়ে-কামড়ে
অঙ্কিত হয় মাতৃত্বের কম্পোজিশন ।
বর্তুল চুষনিতে
শিশু খোঁজে খাদ্য, সংস্থান ……
পূর্বপুরুষের জিঘাংসা
ক্রমশঃ আকার পায় উত্তরপুরুষের
সংস্থানের ; মাতৃত্বের নামে ।
সর্বস্বত্ব সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস।।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
ভালো লিখেছেন
ভালো লিখেছেন
মাথার তার কাইটা যাচ্ছিল বুঝতে
:মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: মাথার তার কাইটা যাচ্ছিল বুঝতে যাইয়া ,। আপনার সব লেখায় ভাল । এটাও তার বাতিক্রম নয় ।