১৫ দফা সিরিজ বোমা বিস্ফোরণে কাঁপল চীন। দেশটির গুয়াংশী এলাকায় আজ বুধবার দুপুরে এই ভয়ানক বিস্ফোরণ হয়৷ ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, ১৫ জন আহত হয়েছেন৷ জানা গেছে, হামলাকারী আলাদা আলাদা জায়গায় পার্সেল বোমা রখেছিল৷ যদিও কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি৷
চীনের সংবাদ মাধ্যম সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী প্রায় বেলা ৩টে বেজে ৫০ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণটি হয়৷ এরপর পাঁচটার মধ্যেই মোট ১৫ বার বিস্ফোরণ ঘটে৷ উল্লেখ্য, এদিনই চীনে শহীদ দিবস উদযাপন করা হচ্ছিল৷
সংবাদমাধ্যম সূত্রের খবর, বেশিরভাগ বিস্ফোরণ লিউঝাউ শহরের আশেপাশে করা হয়েছে৷ যেখানে বাস স্ট্যান্ড, হাসপাতাল, জেল, সুপার মার্কেট, সবজি বাজার ও হোস্টেলকে নিশানা করা হয়েছিল৷ বিভিন্ন পার্সেল বোমার সাহায্যে এই বিস্ফোরণ গুলি ঘটনা হয়েছে৷ এরপরেই প্রশাসন সাধারন মানুষকে কোনও অজ্ঞাত বস্তুর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে৷
খবর অনুযায়ী, সন্ত্রাসবাদীরা বোমা হামলার জন্য কোনও ডেলিভারি কোম্পানির সাহায্য নিয়েছিল৷ তাদের সাহায্যেই পার্সেল বোমাগুলি নির্দিষ্ট ঠিকানায় পাঠান হয়৷ তারপরেই পরিকল্পনামাফিক বিস্ফোরণগুলি ঘটানো হয়েছে৷
তবে অবাক হওয়ার মতো ঘটনা হলো, ভারতীয় গণমাধ্যমগুলো এ খবর সবাই গুরুত্বের সঙ্গে প্রচার করলেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো এখনও এই ঘটনার কোনো খবর প্রচার করেনি। আরও জানতে এই লিঙ্কে যান, বা গুগল করুন।
আসলেই, কোনো বড় পত্রিকাতেই এই
আসলেই, কোনো বড় পত্রিকাতেই এই খবরটা দেখলাম না। অথচ ভারতীয় মিডিয়াগুলোর প্রথম পাতা দখল করে আছে এই খবর। কেমনে দেশের অনলাইনগুলো তাজা খবর বেচতেছে কে জানে!
ইদানিং তাজা খবরগুলো ইস্টিশনেই
ইদানিং তাজা খবরগুলো ইস্টিশনেই পাওয়া যাচ্ছে। কোন মিডিয়াতে এই খবর আসে নাই।