ধর্ম ভিক্তিক রাজনিতিক নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে,কেউ ইসিলাম ধর্ম নিয়ে কেউ আবার ধর্ম ভিক্তিক রাজনিতি নিয়ে,যার যার মন্তব্য সে সে রকম ভাবে বলে, কথা কিন্তু সেটা নয়,কথা হলো ধর্ম নিয়ে রাজনিতি ক্ষমতার জন্য অনেক নেতাই বলেন রাস্ট্র ধর্ম ইসলাম, এবং যে ইসলামের বিরোধে কথা বলবে, ধর্মের বিরোধে কথা বলবে হাত দেবে তার হাত জলে যাবে। নেহায়েতে এই এসব নেতাদের পাকা বুলি, কনো কাজে আসছে না, এসব নেতাদের কথা, তার প্রর্মান রাস্ট্র ধর্ম বহাল তরিতে আছে,তাই ধর্ম ভিক্তিক রাজনিতি বন্ধ হোক। মুসলমানের ধর্ম ইসলাম, আর সে মুসলমানের মধ্যে রয়েছে ধর্ম নিয়ে বিভক্তি সে কথা সকল আলেম মাওলানা হুজুর দের মুখে সুনা যায়,রাস্ট্র ব্যাবস্থা ইসলাম,আর যখনি ইসলামের বাইরে কোন কাজ করবে রাস্ট্র, তখনি বলে উঠবে মৌলবাদিরা রাস্ট্রের নেতা কর্মি এবং সমর্থদের যে তারা অমুসলিম নাস্তিক, রাস্ট্র ধর্ম ইসলাম এবং সেটা নির্লজ্জ ভাবে প্রচার করছে যে রাস্ট্র ধর্ম ইসলাম সেটা আল্লাহ নির্ধেস এবং সে নির্দশনা যারা না মানবে,বিরোধিতা করবে,তারা আল্লাহকে বিরোধিতা করবে,এই বলে প্রচার করে,তখন ভয়ে নির্হ মুসলমানরা কথা বলেন না। প্রক্ষান্তরে এসুযোগ কাজে লাগিয়ে মৌলবাদিরা মাথা চারা দিয়ে উঠছে।প্রক্ষান্তরে রাস্ট্রের কাজের প্রতি তারা বাধা সৃস্টি করে,সুধু তাইনা নির্হ সাধারন মানুষেদের উলটা পালটা হাদিস বুজিয়ে তাদের দলে ভিরানো চেস্টা করে,এবং রাস্ট্রের বিরোধে সন্তাসি কার্জকালাব চালিয়ে যায়। তখন তাদের ভিতর উপ্লব্ধি মেধা বিচার শক্তি কোন কিছু কাজ করানা। তাদের সামনে সুধু রাস্ট্র ধর্ম ইসলাম এবং ইসলাম বিরোধি কনো কাজ করে তাহলে সন্তাসি মৌলবাদিরা তার উপর পাগলা কুকুরের মত ঝাপিয়ে পরবে এবং তাকে হত্যা করবে,দেশে কোন মুক্তচিন্তার লেখকরা তাদের মত প্রকাস করতে পারবে না। তাদের বাক স্বাধীন্তার উপর হস্তেখেব করতে এ জঙ্গি গুস্টি কোন মুক্তচিন্তার লেখক বুদ্দি জীবি সাংবাদিক কাউ আজ মুক্ত নয়,এসব জঙ্গি বাদের হাত থেকে।
ব্লগ পোস্টের শিরোনামের
ব্লগ পোস্টের শিরোনামের বানানগুলো অন্তত সঠিক হওয়া উচিত। ‘রাজনীতি’ শব্দটার বানান না জানলে লেখালিখির প্রয়োজনীয়তা আছে কি?
(No subject)
![]()