দেশের ১২৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে ই-লাইব্রেরিতে রূপান্তর করা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এ লক্ষ্যে ইতোমধ্যেই প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া এখানে নির্মিত হচ্ছে আইসিটি পার্ক। দেশে প্রথমবারের মতো কোন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আইসিটি পার্ক নির্মাণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ একর জায়গায় এই পার্ক নির্মিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় হবে, যেখানে কোন ভেদাভেদ থাকবে না। অটিস্টিক নামে যে মানুষদের আমরা করুণা করি, তারাও এখানে সমান সুযোগ-সুবিধা নিয়ে পড়তে পারবে। দেশ যে ডিজিটালের দিকে যাচ্ছে এটা তারই প্রমাণ করে।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ।
সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ। জাতি আশার আলো দেখবে।
আপনাকে ধন্যবাদ।