হাসি গুলো বেঁচে থাকঃ
………………………………………………………..
কত গুলো বছর দেখা হয়নি তোর সাথে!
কত গুলো বছর চাঁদ দেখা হয়নি তোর সাথে!
কত গুলো বছর হাটতে হাটতে হারিয়ে যাইনি তোর সাথে!
সেই রাত দুপুরে আমচুরি!
আচ্ছা তোর পেঁচা ধরার কথা মনে আছে!?!?
আর সেই ক্রিকেট ম্যাচটা জেতানো।
ছক্কা হাকানো!
শক্রবারে মসজিদের নাম করে পুরো ক্যান্টনমেন্ট চক্কর দেয়া!
সময় কি সুন্দরভাবে সব কিছু ভুলিয়ে দেয় রে সত্যি!
সময় পারেও!
আজ আবার তোর সাথে দেখা,,,
আচ্ছা কত বছর পর?
কত মাস পর?
কত দিন পর?
কিম্বা কত ঘন্টা?
আচ্ছা তোর কি মনে আছে!?
……জানি মনে নেই
জানিস আমার ও নেই!
মধ্যখানে কয়েকটা মিনিট কেটে গেছে!
এক সময় ছিল, যখন বলতাম ” কইরে বের হ!”
আজকাল বলতে হয় ” ফ্রি আছিস!”
সময় নিষ্ঠুর হলেও ঐ একজন হয়তো না।
তাই তোরে মিলিয়ে দিল!!!
বেঁচে থাকুক হাসি তোর লক্ষ বছর!!!!
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ