পাড়ায় মহল্লায় অলিতে গলিতে রাজপথে
জনতার জাগরন
জননী ভগ্নী কন্যা প্রিয়তমা
তনুশ্রীর আন্দোলন
ধর্ষকের হবে বিতারন
ধর্ষিতার আর্তনাদ আমৃত্যু
পাহাড়ে সমতলে লাল সবুজে
সযতনে ধর্ষকের আস্ফালন
নরপশুর হবে বিতারন
আইন অধিকার বিচার বিচারালয়
জনতন্ত্র রাষ্ট্রযন্ত্র সমাজ সংগঠন
পুলিশ প্রশাসন মুক্তিযুদ্ধ স্বাধীনতা
অনুরাগ ভালোবাসা মর্যাদা ধর্ষিতা
মানবতার জাগরণ
তনুশ্রীর আন্দোলন
ধর্ষকের হবে বিতারন
উন্নয়ন সভ্যতা ধর্মজ্ঞান নৈতিকতা
দর্শন বিপ্লব বীরত্ব গৌরব অর্জন
সমাজ পরিবর্তন
সকলি নির্লজ্জ নির্বাক দিকভ্রম
তনুশ্রীর নধরে নতজানু বিজয়ের লালিত সম্ভ্রম
ধর্ষিতার মুক্তির আর্তনাদে
আজ বিবেকের জাগরণ
তনুশ্রীর আন্দোলন
ধর্ষকের হবেই বিতারন
——————————
ধর্ষিতা প্রয়াত বোন সোহাগী জাহান তনুর ন্যায়বিচারের দাবীতে…