কবিতা লিখিবো,
কোন ভাষায় লিখিতে হয় গো?
নিজের ভাষায়,
নিজের ভাষা কাহারে কয় গো?
যে ভাষায় কথা বলো,
সেটাই তুমার নিজের ভাষা।
আমি কোন ভাষায় কথা বলি গো?
বাংলা ভাষায়।
ওহো আচ্ছা, যে ভাষায় লিখিতেন
কাজী নজরুল, রবিন্দ্রনাথ,
আমি কি পারিবো গো?
হো পারিবে, তুমিযে বাঙ্গালী,
তুমার জাতিগত চেতনা, ভাষাগত গৌরবেই তুমি
কবিতা লিখিবে।
ওগো তাই যদি হয়,
আমি লিখি, প্রজন্মের চেতনা নিয়ে,
জাতীয় ঐক্য নিয়ে, ২০১৩ এর ইতিহাস নিয়ে,
কেমন হবে গো?
জাতি অনুপ্রানিত হবে গো।
নাস্তিক বলিবে নাতো গো?
না গো না, মানুষ মানুষকে নাস্তিক বলিতে পারেনা।
ওহো যাক বাচালে গো..…।