তোমরা মুখস্থবীরেরা ভবিষ্যৎকে মুখস্থ করতে পারোনা
ইতিহাসের মত,
তাই ভবিষ্যৎকে অতো অজানা মনে করো ।
একবার চিনে নাও অতীতকে
মহান কোনো রাজার প্রজা হয়ে যাও
তারপর দেখো রাজা রাজাই কোনো রাজাই মহান হয়না,
না । না । না ।
অতীতে না, বর্তমানে না, ভবিষ্যতেও না…।
https://kobiabhijit.wordpress.com/2016/06/16/কাল/
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ