আজকের সন্ধ্যেটা অন্যরকম, তুই নেই
আজকের আকাশটা অদ্ভুত মায়া লাল
তুই নেই তুই নেই…
তুই নেই তাই সন্ধ্যেটা ধরা গেলো, চোখ গেলো আকাশে
আজ দিন তারিখ যাই হোক, অলিখিত বসন্ত বাতাসে…
আজকে আমার কিচ্ছু করবার তাগাদা নেই, আমি নির্ভার
অলিন্দ নিলয়ে রক্ত বইছে লাল অতঃপর, এইবার এইবার
আজকের রাতটা অন্যরকম যাবে, করা যাবে যা খুশী, তুই নেই
শীত জমলে কম্বল মনে পড়বে, গরমে এসির ঠিকঠাক বাটন
তুই নেই, তুই নেই…
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
খুব সুন্দর
খুব সুন্দর
খুব সুন্দর
খুব সুন্দর
খুব সুন্দর
খুব সুন্দর