কয়েকটি প্রশ্ন —
যোগ্য লোকেরা স্বরাষ্ট্র মন্ত্রীর পদে আসীন হয় নাকি অযোগ্য লোকেরা?
স্বরাষ্ট্র মন্ত্রীর পদ পাওয়ার পর কি মানুষ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা শুরু করে নাকি দায়িত্বজ্ঞানহীন লোকেরাই স্বরাষ্ট্র মন্ত্রী হয়?
শুধু কি স্বরাষ্ট্র মন্ত্রী নাকি বাকী সবাই এরকম?
তাদের এসব কথাবার্তা কি এলোমেলো বা দায়িত্বজ্ঞানহীন নাকি কাউকে বা কোন পক্ষকে রক্ষা করার জন্য সুচিন্তিত, সুপরিকল্পিত মতামত?
রাজনৈতিকভাবে অসচেতন এবং নিস্ক্রিয় থাকার কারনে আমার আপনার জীবন নিয়ে যে রাজনিতিবিদেরা খেলছে সেটা খেয়াল করেছেন কি?
স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্বজ্ঞানহীন হলে আপনার আমার রাজনৈতিক নিস্ক্রিয়তার সুযোগে যদি বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয় তাহলে আমি আপনিও কি দায়িত্বজ্ঞানহীন?
একজন সন্ত্রাসী রানার কৃত কর্মের কারনে সাভার ট্রাজেডি। এখানে সাধারন মানুষের যে অবদান তাতে কি মনে হচ্ছেনা তারা যেকোনো বাহিনীর চেয়ে ভাল উদ্ধার অভিযান চালাচ্ছে?
রাষ্ট্রের যে অবদান তাতে কি মনে হচ্ছেনা এই শাসক গোষ্ঠীর হাতে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র?
ব্যর্থ রাষ্ট্র হবার এই দায়ভার কি আপনার নেই?
আপনি কি মনে করেন? তাতো বললেন
আপনি কি মনে করেন? তাতো বললেন না ?
এমন প্রশ্ন সবার মনেই আছে ।
এমন প্রশ্ন সবার মনেই আছে । কিন্তু প্রশ্নের আগে উত্তর খুজুন নিজের কাছে ।