চোখ বুজিলেই তোমায় দেখি
স্বপ্নে চলে প্রেমের খেলা,
ঘুম ভাঙিলেই শুধু ভাবি
এভাবেই কি যাবে বেলা!
মায়ায় বেঁধে সারা জীবন
থাকবে পাশে দিলে কথা,
আকাশ ছোঁয়া ভালোবাসা
হারিয়ে সব বুকে ব্যথা!
বদলে ছিল এই ছেলেটি
প্রথম তোমার পেয়ে দেখা,
হৃদয় রাজ্যের আকাশ জুড়ে
এঁকে ছিল স্বপ্ন রেখা।
বদলে গেছি অনেক আগেই
বদলেছে তাই জীবন ধারা,
সফলতার সব পেয়েছি
এই জীবনে তুমি ছাড়া!
ইট বালির এই দেয়াল গড়ে
লাভ কি রেখে হৃদয় কালা?
তোমার মাঝেই ছিলাম আমি
তাই বুঝি আর হয়নি পাওয়া!
(সামুতে প্রথম লেখেছি)
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ