কথা দিলাম তোমায়
অমরাবতী পাহাড়ের চূড়ায়
দেখা দিবে তোমায়
উত্তরসূরী আমার।
যে তোমার নয়
পুরোটাই আমি
সমুদ্র ভালবাসবে
পাহাড় ভালবাসবে
কোন এক সাধারণ মেয়েকেও ভালবাসবে।
কথা দিও তুমি
আমার এই চোখ তার চিনবে না
আমার এই হাসি তার চিনবে না
আমার উত্তরসূরী কে তুমি চিনবে না।
কথা রেখো তুমি।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ