গুলশান ৭১ নম্বর রোড, যেখানে অবস্থিত পাকিস্তান এ্যাম্বাসি। শুধু কিছু যোগসুত্র তুলে ধরতে চাচ্ছি। একটু মনঃসংযোগ করুন বন্ধুরাঃ
৭১ নম্বর রোড ধরে গুলশান নর্থ এভিনিউর দিকে আগালে গুলশান ৭৯ নম্বর রোড। ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়িটির নাম “ফিরোজা।” ম্যাডাম জিয়ার বাসস্থান।এই সেই ম্যাডাম জিয়া বুঝতেই পারছেন! ৭৯ নম্বর রোডের(গুলশান-বারিধারা লেকের পশ্চিম দিক) সর্বশেষ প্রান্তে অবস্থিত “Holey Artisan Bakery” নামক রেষ্টুরেন্ট,যেখানে চলছে জিম্মি সংকট।
যোগসুত্র মিলালে কি কোন চিত্র বুঝতে পারলেন? এরপর জঙ্গিদের দাবীর দিকে চোখ রাখুন, জঙ্গিরা সরকারের কাছে তিনটা দাবী করেছে।
১) তাদের নিরাপদে চলে যেতে দিতে হবে।
২) আটক জঙ্গি খালেদ সাইফুল্লাহকে ছেড়ে দিতে হবে।
৩) আটক যুদ্ধাপরাধীদের ছেড়ে দিতে হবে।
এখন যদি আমি বলি বিএনপি এবং জামায়াত ইসলাম এই সকল কিছুর পিছনে মূল ভুমিকা রাখছে তাহলে কি ভুল হবে?
প্রসঙ্গ- “গুলশান”
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
৩ নাম্বার পয়েন্ট টা তো আপনি
৩ নাম্বার পয়েন্ট টা তো আপনি যুক্ত করলেন
আমার তো মনে হচ্ছে আপনার যোগসূত্র আছে
৩ নং পয়েন্ট ছিল ইসলাম কায়েমে
৩ নং পয়েন্ট ছিল ইসলাম কায়েমে এই হামলার স্বিকৃতি দিতে হবে। আপনি যেটা দিলেন সে আপনার বানানো।