হঠাৎ-ই এল সে বসন্ত,
দিনের শেষের স্তব্ধ সে ক্ষণ,
আলতো হেসে বললে যখন,
আমিই তোমার একান্ত;
তখন-
বইলো হাওয়া সুমন্দ,
ক্ষণিক বাদেই নামলো সে রাত,
আকাশ জোড়া এক ফালি চাঁদ,
স্নিগ্ধ আলোয় বাড়ন্ত;
আর-
কামনায় হল অশান্ত,
এত চাওয়া ছিল ঠোঁটের তৃষায়,
তোমার গন্ধে, চোখের তারায়
এত রঙ ছিল কে জানতো !
তাই-
ভালোবাসাও হল দুরন্ত,
জোছনা তলে কত কথা,গান
কত স্বপন আর কত অভিমান
রাত শেষে হল পড়ন্ত;
কেন-
সময় হল না অনন্ত ?
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ