ভালো আছি
যতোটা থাকা যায়
তার থেকে কিছুটা কম।
আর তুমি?
কতটা?
যতোটা থাকা যায়
তার থেকে নিশ্চয়ই বেশি।
তাই থেকো।
বলেছি তোমায়
হয়তো না
হাসিতে প্রাণ আছে
আলো আছে
আমিও ছিলাম।
সে সব পুরনো কাসুন্দী
পাহাড় সমুদ্রের গল্প
ভুলে যাওয়ারই কথা।
তোমার কথাই থাক
নীল ফিরিয়ে দিলাম
লালেই রয়ে গেলাম।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
সে সব পুরনো কাসুন্দী
সে সব পুরনো কাসুন্দী
পাহাড় সমুদ্রের গল্প
ভুলে যাওয়ারই কথা।
তোমার কথাই থাক
নীল ফিরিয়ে দিলাম
লালেই রয়ে গেলাম।
এই অংশটা খুবই ভালো হইছে।
সুন্দর সুন্দ্রবেত কথা নিয়ে
সুন্দর সুন্দর কথা নিয়ে পাশেই থাকুন