আমাদের দাদার আমলে উনারা নাকি এক/দুই এর মত দেড়-এর হিসাবও করতেন। তো চলেন দেখি দেড়িয়ার (দেড়) ঘরের নামতা-
দেড়িয়া এককে দেড়িয়া (১.৫ x ১= ১.৫)
দেড়িয়া দুগুনে তিন (১.৫ x ২= ৩)
তিন দেড়িয়া সাড়ে চার (১.৫ x ৩= ৪.৫)
চার দেড়িয়া ছয় (১.৫ x ৪= ৬)
পাঁচ দেড়িয়া সাড়ে সাত (১.৫ x ৫= ৭.৫)
ছয় দেড়িয়া নয় (১.৫ x ৬= ৯)
সাত দেড়িয়া সাড়ে দশ (১.৫ x ৭= ১০.৫)
আট দেড়িয়া বার (১.৫ x ৮= ১২)
নয় দেড়িয়া সাড়ে তের (১.৫ x ৯= ১৩.৫)
দশ দেড়িয়া পনের (১.৫ x ১০= ১৫)
:-B :-B :-B
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
(No subject)
:কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড:
(No subject)
:জ্ঞান: :জ্ঞান: :ভেংচি: