আজকাল কিছুই আগের মতোন হয়না
অভিমান হয়না
রাগ হয়না
কষ্টও হয়না
খুব সুন্দর করে হাসাও হয়না
তোমাকে ভোলাও হয়না।
অকারণে অভিমান জাগে
ধুম করে চোখ পুড়ে
তোমার মুখ মনে পরে
ক্লান্ত ক্লান্ত ক্লান্ত লাগে।
কিছুই আর আগের মতোন হয়না
হাতের মাঝে হাত রয় না
তোমার মাঝে আকাশ রয় না
কিছুই আর আগের মতোন হয়না।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
(No subject)

(No subject)
*yes3*