তোমার সেই নীলচে ধরা আকাশ
আমার সেই আটকে থাকা দিন।
তোমার সেই পাহাড় ছোঁয়া সময়
আমার সেই ঘরে থাকার দিন।
তোমার সেই দুনিয়া ভরা মানুষ
আমার সেই একলা তোমার রেশ।
তোমার সেই লালচে রঙা গ্লাস
আমার সেই মন খারাপের দিন।
তোমার সেই ছেড়ে যাওয়ার সময়
আমার সেই আটকে থাকার গান।
তোমার সেই না ভাবার ক্ষণ
আমার সেই অনন্ত আশ্রম।
তোমার সেই আমি হীনা মুখ
আমার সেই ঝাপসা চোখের কোণ।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ