উড়তে উড়তে কতটা উড়লে
আকাশ ছোঁয়া যাবে
কতটা পথ উলটো গেলে
তোমায় পাওয়া যাবে
কতটা নীল মনে মাখলে
তোমার দয়া হবে
কতটা সময় অপেক্ষায় গেলে
তোমার দেখা হবে
কতটা আশা আশাই নিয়ে
আমার মরণ হবে?
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
৪ thoughts on “তোমার আশা”
চালায় যান। কবিতা ধরা দিবেই। চালায় যান। কবিতা ধরা দিবেই। 🙂
প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, ইস্টিশন কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন। লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলেও স্ব-স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
চালায় যান। কবিতা ধরা দিবেই।
চালায় যান। কবিতা ধরা দিবেই। 🙂
হয়তোবা
হয়তোবা
aita darun
aita darun
অনেক ধন্যবাদ।
পাশেই থাকুন।
অনেক ধন্যবাদ।
পাশেই থাকুন।