শেষ দেখাতে তুমি এসো না
অন্ধকারের পরেও না
কখনোই আর এসো না
থাকতেই ঘুরে আসোনি
আজো তাই থাক।
কিছুটা আফসোস থাক
কিছুটা দীর্ঘ আফসোস
অনুতপ্ত হতে বলছি না
শুধু একটু কথা থাক।
কোন এক বিষণ্ণ একায়
শুধু মনে রেখো
শুধুই মনে রেখো
কেউ একজন ছিল
তোমার কেউ একজন ছিল।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ