সারা শহর জুড়ে শুধুই শোক।শহরের সবচেয়ে নামকরা এবং দয়ালু ব্যবসায়ী লোকটি মারা গেছে।এই উপকারী মানুষের মৃত্যুতে পুরো শহরে তাই শোকের ছায়া!
তবে শহরের লোকদের চেয়ে মৃতব্যক্তির বাড়িতে আরো বেশী শোক।কারণ,সমস্যা শুরু হয়েছে উইল নিয়ে।এমনিতে স্থাবর সম্পত্তি নিয়ে তেমন কোন সমস্যা নেই।কারণ সেগুলো হিসেব মতই বন্টন করা হয়েছে তার স্ত্রী,5 ছেলে এবং 4 মেয়ের মাঝে!
সমস্যা দেখা দিয়েছে নগদ টাকার ভাগ নিয়ে।মৃত ব্যক্তি 8000 পাউন্ড রেখে গেছে এক ব্যক্তির কাছে।এবং একটা নির্দেশনামাও দেয়া আছে কিভাবে টাকা বন্টন করা হবে!নির্দেশনামায় লেখা আছ,তার 5 ছেলের মধ্য প্রতিটি ছেলে,4 মেয়ের মধ্যে প্রতিটি মেয়ের থেকে 3 গুন টাকা পাবে।আবার, 4 মেয়ের মধ্যে প্রতিটি মেয়ে তাদের মায়ের থেকে 2 গুন টাকা পাবে।
সুতরাং কে কত টাকা পাবে?
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
একটা ক্লু দিচ্ছি! হিসাব করতে
একটা ক্লু দিচ্ছি! হিসাব করতে পারলে আপনারা এর সমাধান করতে পারবেন! :V 😛 :p
ছোট ছোট এই পোস্টগুলো কি
ছোট ছোট এই পোস্টগুলো কি ব্লগপোস্ট? ফেসবুকের স্ট্যাটাসও এরচেয়ে বড় হয় এখন। ব্লগপোস্ট আর ফেসবুকস্ট্যাটাস এর পার্থক্য না বুঝলে ব্লগিং না করাই ভাল।
আমি ব্লগে নতুন!!!
আমি ব্লগে নতুন!!!