গানঃ ঊনষাট
এ্যলবামঃ ঊনষাট
সত্ত্ব ঃ অঞ্জন দত্ত
মন বলেছিলো তুমি চলে যাবে একদিন
শরীর করেনি তা স্বীকার।
মন বলেছিলো একদিন জয় করবোই হিমালয়
শরীর করেছে অস্বীকার।
মন বলে এখনো থেমে যাবে সব যুদ্ধ
তবু বাড়ছে রাইফেলের বাজার হাট।
আজ আমার বয়েস আজ আমার বয়েস
আজ আমার বয়েস ঊনষাট।
ছোট ছোট ছেলেদের হাতে পিস্তল দেখে যাবো
আরো বছর দশ হয়তো আট।
প্যালেস্টাইনে আবার ল্যান্ড মাইন ফাটবে,
জ্বলে উঠবে হয়তো গুজরাট।
অনেক প্রেমের গান শুনালাম
তবু ভাঙলো প্রেম আমারই আবার।
আজ আমার বয়েস আজ আমার বয়েস
আজ আমার বয়েস ঊনষাট।
আজ আমার বয়েস আজ আমার বয়েস
আজ আমার বয়েস ঊনষাট।
রক্ত মেখে সৈনিক ফিরে এলো তার ঘরে
কেউ করছে না তার অপেক্ষা।
নৌকোই বসে রান্না করে যাচ্ছে মাঝি
নৌকোই তার ঘর সংসার।
কেটে যাবে আরো একটা দিন
এ শহরে নিরব রাস্তা ঘাট।
শুধু আজ আমার বয়েস আজ আমার বয়েস
আজ আমার বয়েস ঊনষাট।
আজ আমার বয়েস আজ আমার বয়েস
আজ আমার বয়েস ঊনষাট।
আজ আমার বয়েস আজ আমার বয়েস
আজ আমার বয়েস ঊনষাট।
আজ আমার বয়েস আজ আমার বয়েস
আজ আমার বয়েস ঊনষাট।