আমি তার কথার দিকে তাকাইনি
তাই সে অপেক্ষায় আছে
আমি তার স্বপ্ন খুঁজিনি
তাই সে আমাকে খোঁজে
আমি তার উলটো পথে হাটি
তাই সে মোড়ে দাঁড়িয়ে
আমি মরে গিয়েও আটকে আছি
তাই সে আমায় ডাকে।
অযোগ্য মানুষকে ভালবাসছি আমি
ঠিক তার মতোন।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
প্রাণে প্রাণ মেলাবই…..