রাজাকারদের শোকে কিছু মানুষ এত কষ্ট পাচ্ছে তাদের দেখলে আসলেই হাসি পায়। মনে হয় বলি যাবেন নাকি কাশেম মামুর সাথে দেখা করতে। নাহলে এক কাজও করতে পারেন পাকিস্তান চলে যান। টিকিটের টাকা চান্দা তুলে দেওয়ার ব্যবস্থা করার ব্যবস্থা করবো লাগলে। ওটাই আপনার জন্মভূমি। ওখানেই আরামে থাকতে পারবেন। নাহলে কয়দিন পর পর এমন ফাঁসি দেখতে হবে। সহ্য করতে পারবেন না। আপনাদের মনটা তো আবার অনেক নরম। এমন অবিচারক কাজ কেমন করে মেনে নিবেন বলেন। বাংলাদেশটাকে ছাড়েনরে ভাই। ভার কমান। নিজ দেশে ফিরে যান। নাগলে এই শোক সামলানোর ঢেলা আছে।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
কাশেম মামুর ভাগ্নেরাতো দেশ
কাশেম মামুর ভাগ্নেরাতো দেশ ছাড়ছেনা, ছাড়ার নাম গন্ধও নেই। বরং যারা এই দেশকে ভালোবেসে লেখালেখি করতো এমন মানুষ গুলোকেই দেশ ছেড়ে যেতে হচ্ছে।
আশা রাখতে দোষ কি বলুন
আশা রাখতে দোষ কি বলুন
হ্যাঁ আশাই রাখছি। একটা ক্ষোভ
হ্যাঁ আশাই রাখছি। একটা ক্ষোভ থেকেই কথাটা লেখা আশা করি বুঝবেন।
আমারটাও তাই।
আমারটাও তাই।