একটি ছোট্ট ঘর। ঠাসা অন্ধকারে জীর্ণ
ছাউনির ফাঁকে বৃষ্টির কণা অবিরত…
আচমকা একটি শব্দের বিগলিত উচ্ছ্বাস।
কচি কণ্ঠের আক্রান্ত চিৎকারে নীরবতা
ভাঙে প্রকৃতি। ঘরের স্যাঁতস্যাঁতে নগ্ন মাটিতে
ধরা পড়া কিশোরী-
উঠতি যৌবনের ফুল ভেঙে চলে যায়
পাঁচজন। রাতের নির্মম সাক্ষ্য
বহন করে থাকে রাতের আকাশ।
মন্দ নয়।
মন্দ নয়।