পাকিস্তান পৃথীবির সবচেয়ে শান্তিপুর্ণ দেশ
তারা পৃথীবিতে শান্তি সাপ্লাই দিচ্ছে ঈশ্বর নিচ্ছয় তাদের সাথে আছে,
তা না হলে ৭১ সালের বীজে এখনো ফলন হওয়ার কথা ছিলনা
৭১ দু,লক্ষ সম্ভ্রম তারা স্বীকার করেনা করবে কেন তারা সেটাকে ধর্ষণ নয় পিতৃ পরিচয় দিয়ে রেখেছে,
মানুষ কে মানুষ বা একই ধর্মীয় কারণে ভাই বলে সম্বোধন করলেও তারা পিতা বলে বিশ্বাস করে, এটা ও ঐশ্বরিক বৈকি,,
আমি জানিনা
এখন বেলুচিস্তানের নারীদের ক্যাম্পে নিয়ে ধর্ষন করেছে হত্যা করছে স্বাধীনচেতা যুবাদের,
এবিষয়ে ফলন গুলো হাসে কারণ তারা তো ধর্ষণ মনে করেনা মনে করতেছে তাদের জাত ভাই উৎপাদন হচ্ছে,,
আযব!
তারা প্রতিবেশী দেশে বা নিজের দেশে ভিন্নমতাবলম্বীদের হত্যা করছে বা হামলা করছে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে,জঙ্গিবাদের স্রষ্টা এই পাকিস্তান, তিন্তু তারা তো ঈশ্বর কে খুশী করার জন্যে জিহাদ করে,ঈশ্বর ও খুশি ফলনও খুশি শুধু অসহায় বোধ করে মানুষ।
বুদ্ধরা খারাফ কাফের তাদের হত্যা করতে উৎসাহিত করে ফেইজবুকে হাজার হাজার পোস্ট দেখেছি ফল স্বরুপ রামু বিহারে হামলা সহ পার্বত্য অনেক অঞ্চলে আদিবাসীদের নির্যাতন নারী ধর্ষন,,
কিন্তু আজ দাত কেলিয়ে হাসে কারণ বাব্বাদের পাসে চীন আছে
যদিও তাদের হাতে রোহিঙ্গাদের রক্তের দাগ লেগেছে এখনো পাঁচ বছর হয়নি,,
সমস্যা নেই এটা সহী কারণ পাকিস্তানকে তো ঈশ্বের এজেন্ট দিয়ে রাখছে
তাদের কথায় ঠিক তাদের কথায় সহী,,
কওম নসল বদল দোঙ্গা— উর্দু ভাষার ,নিয়াজির এ উক্তিটি,
আজ সফল তারা জাতটাই বদলে দিয়েছে,
নিয়াজি আরো বলেছে —
সন্তান কখনো পিতার সাথে বেঈমানী করেনা,
তাও ঠিক,,,
তার সন্তানরা বেঈমানী করছেনা,,,
কিন্তু কাফের খ্রিস্টানদের থেকে অস্ত্র অর্থ সহযোগিতা নিয়ে সামরিক অর্থনীতি টিকিয়ে আছে তবুও প্রশ্ন তোলা হয়না,
কারণ পিতার উপরে কথা বলা বেয়াদবি নয় কি।
এরা মানুষের শত্রু পৃথীবির কীট
মানুষের চোখে——
তবে এ জানোয়ার গুলো অনেক শক্তিশালী সাম্রাজ্যবাদের লেলিয়ে দেয়া হায়না,
এরা পৃথীবিকে নরক করে
সর্গের লোভে মত্ত
কালো পতাকা নয় / বিজয় হোক লাল পতাকার
সমাজতন্ত্রে শাসিত হোক পৃথীবি।
নিপাত যাক সম্রাজ্যবাদ উদ্রবাদ,,,,
প্রচুর বানান ভুল। নজর দেওয়া
প্রচুর বানান ভুল। নজর দেওয়া উচিত। কমন শব্দগুলোর বানান ভুল খুব বেমানান।
sorry,
sorry,
আসলে মোবাইল দিয়ে লিখি তাই সবগুলো লেখার উপর মনোযোগ রাখতে পারিনা পরিশ্রম ও বেশী,,এজন্য ৪/৫ টা বা প্রচুর ভুল হয়েছে।
আগামিতে অবশ্যই কয়েকবার যাচাই করে পোস্ট করবো।
আমাকে সচেতন করার জন্যে আপনাকে, ধন্যবাদ।
প্রুফ চেক করার জন্য সফ্টওয়ার
প্রুফ চেক করার জন্য সফ্টওয়ার ব্যাবহার করতে পারেন।
অভিনন্দন আপনাকে ( কাকন
অভিনন্দন আপনাকে ( কাকন মজুমদার ) , নুতন নুতন আরো লেখা পাওয়ার অভিপ্রায় রাখি । মেধা শানিত হোক কলমের রক্তাক্ত খোঁচায় ।