একদিন অবসর পেলে ঠিকই উড়াল দেব
জানালার ফাঁক গলে বেড়িয়ে পরব সেদিন
স্বল্প কিংবা পূর্ণদৈর্ঘ্য
মৃত্যু-ঘুম-মৃত্যু উপেক্ষা করে-
চলে যাব একদিন।
বহুমাত্রিক এবং খণ্ডিত
রাত্রি-স্বপ্ন-রাত্রি জাল ছিড়ে-
সরলরেখায় ছুটে চলব।
সুদৃশ্য ড্রয়িং রুমের অবিনশ্বর ফুলে
সাজানো ফুলদানীতে
গাঢ় -অচল- গাঢ় বসা থেকে ফের
উঠে দাঁড়াব;
হয়ত সরু-দুর্বল পায়ে
দানবীয় শক্তিতে দেয়ালে লাথি মেরে
একদিন ঠিকই ঘাসফড়িঙের দলে ভিড়ব
অতিযান্ত্রিক পাখনায় চেপে
উত্তর হাওয়ায় গাঁ ভাসিয়ে
চলে যাব জংলী ফুলের দেশে।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
nice
nice
nice
nice
ধন্যবাদ
ধন্যবাদ