ধরে নিলাম স্রষ্টা ছয় অথবা আট হাজার বছর আগে 40 ট্রিলিয়ন-কোষী একটা “আশরাফুল মাখলুকাত” তৈরী করেছিলেন। যদি এটা সঠিক হয় তাহলে এর বংশধররাই হচ্ছে:
ইহুদি, খৃস্টান, মুসলিম, জামাত, শিবির, জন্গী, আই আর এ, কু ক্লাক্স ক্লান, আই এস , সাইফুল —– ইত্যাদি।
আবার
যদি ধরে নিই ডারউইনের তত্ত্ব সঠিক এবং
বিলিয়ন বছর আগে জন্ম নেয়া এককোষী প্রাণীই বিবর্তিত হতে হতে লেজ বিশিষ্ট হয়ে, সেই লেজ খুইয়ে আজকের 40 ট্রিলিয়ন-কোষী দ্বিপদীতে উন্নীত হয়েছে।যদি এটা সঠিক হয় তাহলে এর বংশধররাও হচ্ছে:ইহুদি, খৃস্টান, মুসলিম, জামাত, শিবির, জন্গী, আই আর এ,কু ক্লাক্স ক্লান, আই এস ,সাইফুল —– এর সাথে যুক্ত হয়েছে হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, এগনস্টিক ইত্যাদি।
যেভাবেই উদ্ভব ঘটুক
মানুষের “উত্তম প্রাণী”-তে বিবর্তিত হতে আরো প্রায় 1 বিলিয়ন বছর লাগতে পারে।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ