যেতে বাধ্য নই, তবু চলে যাব এবার!
চলে যাব সেখানে, যেখানে-
নির্ধারিত সময় পেরিয়ে প্রলম্বিত সূর্যোদয়…
দিগন্তে জমেছিল মেঘ, তুমি আসলে না তো;
চলে যাব নিঃসংকোচে তাই!
পূর্বে আসাম, আসামে চলে যাব!
যেতে পারি দক্ষিণে,
নাম না জানা লোনা নদীর প্রলোভনে…
দিগন্তে জমেছিল মেঘ, তুমি আসলে না তো;
চলে যাব খানিক অভিমানে তাই…
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
সুন্দর
সুন্দর
Thanks
Thanks 🙂
চমৎকার লিখেছেন!
চমৎকার লিখেছেন!
ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই 🙂