আজ তুমি কোথাও যেওনা
এখানে থাকো
আমার পাশেই
ধুম জ্বরে পুড়ছি আমি
চোখে যেন আগুন হলকা
হাতটা ধরো
আজ তুমি কোথাও যেও না
আজ তুমি আমার থেকো।
ঝাপসা হচ্ছি
তোমার ঘ্রাণ পাচ্ছি
সেই প্রিয় টান
নেশা হচ্ছে
তুমি যেও না
খুব কাছে থাকো
আজ তুমি কোথাও যেওনা
আজ তুমি আমার থেকো।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ