বক্তব্য – বিরোধী দলের নেত্রী বলেন, ‘আগামীকাল রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা অবরোধ কর্মসূচি আছে। তাই (জনগণ) রাজি হওয়া সত্ত্বেও আমি কর্মসূচি দিচ্ছি না।’
মন্তব্য – আপনি কি আপনার জনগণের সাথে বেঈমানি করেননি?
আপনার জনগণ রাজি থাকা সত্ত্বেও আপনি শুধুমাত্র হেফাজতিদের হেফাজত করতে জনগণের মতামতকে অগ্রাহ্য করছেন, আপনি কেমন নেত্রী?
আপনার কাছে আপনার জনগণের চেয়েও কি হেফাজতিরা অধিক মুল্যবান?
বক্তব্য – খালেদা জিয়া বলেন,
‘অথচ কারও জন্মদিন বা মৃত্যুদিনে তো ঠিকই সরকারি ছুটি পালন করা হয়।’
মন্তব্য – আপনি কি আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ইঙ্গিত করে এই উক্তি করেছেন?
যদি হ্যা হয় , আপনাকে বলছি ,এই কথা বলার কোন অধিকার আপনি রাখেননা। আপনার মত কোটি খালেদার সামর্থ্য নাই বঙ্গবন্ধুর একটি শব্দের সমালোচনা করার।
এই উক্তির জন্য বাংলার জনগণের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে।
না হলে এর ফল আপনি ভোগ করবেন।
বক্তব্য -খালেদা জিয়া অভিযোগ করেন,
‘বিরোধী দলকে জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। সমাবেশ করার সুযোগ দেয় না।
মন্তব্য – সংসদে তো খুব বেশি দেখা যায়না। সংসদে না গেলে কথা বলার সুযোগ পাবেন কিভাবে?
এখন যেটা করছেন সেটা তাহলে কি?
আপনাকে আর বলবনা জামাত-হেফাজতিদের সঙ্গ করুন।
এখন সময় আমাদের আপনাকে ত্যাগ করার।
এই বাংলা একান্তই বাঙ্গালীর।
কোন বেজন্মার জায়গা বাংলার পবিত্র মাটিতে হবেনা।
হম্ম। শফিক রেহমান ছাগুটারেও
হম্ম। শফিক রেহমান ছাগুটারেও দেখছিলাম নয়াদিগন্ত এ১৫ ঈ ফেব্রুয়ারি রে নিয়া অনেক সমালোচনা করছে।
আজকে ফাউল বক্তব্য দিছে
আজকে ফাউল বক্তব্য দিছে
আপনার জনগণ রাজি থাকা সত্ত্বেও
উনি তো জামাত-হেফাজতীদের অগ্রজ ! তাইতো জনগণ কি ভাবলো, কি মনে করলো তার মূল্য এই নেত্রীর কাছে এটা ভাবার অবকাশ আছে কি ?
শফিক রহমান আরে উনি হল খালেদা
শফিক রহমান আরে উনি হল খালেদা জিয়ার বক্তব্য রাইটার ।
ওই বেচারির কান্ড জ্ঞায়ান
ওই বেচারির কান্ড জ্ঞায়ান থাকলে তো?
ফর ইউ মিস গোলাপী – এমনি ভাবে
:গোলাপ: :গোলাপ: ফর ইউ মিস গোলাপী – এমনি ভাবে প্রপোজাল দিবে হেফাজতী 😀 😀 😀
দেশের রাজনীতিবিদদের কারো কাছে
দেশের রাজনীতিবিদদের কারো কাছে আর কিছু আশা করি না…
” E” ভাবীর কাছে ভালা কিছু
” :গোলাপ: E” ভাবীর কাছে ভালা কিছু আশা করা মানে :কল্কি: খাইয়া কাঁঠাল গাছতলায় হেলান দিয়া :দিবাস্বপ্ন: দেখা