নষ্ট হবি?
শেষ বিকেলে ছাদের কোণে রোদ মাখিয়ে চুমু খাবি?
হুট করে চুল মুঠি ধরে চোখ রেখে চোখ ঝলসে দিবি?
নষ্ট হবি?
রোজ রাতে তোর দগ্ধ শরীর অালগা আদর বিকিয়ে খাবি?
কষ্ট হলেও নষ্ট হবার নেশায় মেতে মর্ডাণ হবি?
নষ্ট হবি?
লাল রাঙ্গা ঠোঁটে নোংরা শরীরে নরম শিশির মিশিয়ে দিবি?
মুখে পুরে নিয়ে কেশে ঢাকা হাত আরামের দরে বিকিয়ে দিবি?
নষ্ট হবি?
যেটা শিশু খেতো, অঙ্গ সেখানা নর হাতে তুলে দাপিয়ে নিবি?
কাজল দিয়ে চোখের নিচের কালচে কষ্ট ঢাকিয়ে নিবি?
নষ্ট হবি?
রক্তের স্রোতে সতী-অসতীর সব আবরণ ঘুঁচিয়ে দিবি?
পুরুষ বেশে রামাসুর হাতে মন ছেড়ে দেহ তলিয়ে দিবি?
নষ্ট হবি?
মন খুন করে দেহ দেহ করে অাধুনিক বেশে সাজিয়ে দিবি?
ভালোবাসা-বাসি দেহ কোষে রেখে পেশীর শক্তি দেখিয়ে নিবি?
কষ্ট হবি?
নষ্ট না হয়ে, চোখে জল এনে মন ছুঁয়ে দেখে ভালোবাসা নিবি?
শিশুর মত বিশ্বাস ভরে মন ভরে হাত ছুঁয়ে নিবি?
চল নষ্ট না হই।
হাতে হাত রেখে খোলা উঠোনে এক চাদরে কুয়াশা খাই।
কুমড়ার বিচি ভেজে এনে হাতে, দু’জন মিলে প্রেম চিবাই।
২৭ নভেম্বর, ২০১৬
অ ভি ষে ক অ ভ্র
সুন্দর
সুন্দর
ধন্যবাদ।
ধন্যবাদ।
ভাল লিখেছ । আমার মেলে একটা
ভাল লিখেছ । আমার মেলে একটা মেল কর । লেখালেখি নিয়ে কথা আছে
[email protected]
মেইল করেছি দাদা।
মেইল করেছি দাদা।
বাহ! অসাধারন
বাহ! অসাধারন
ধন্যবাদ।
ধন্যবাদ।