আজ রাতে দেখলাম বাংলাদেশের অনেক গুলো গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট ও জনপ্রিয় ব্লগগুলোর উপরে অ্যানোনিমাসের নাম ব্যবহার করে বাংলাদেশের একটি হ্যাকিং গ্রুপ হামলা শুরু করেছে এবং সেই হামলার ফলাফল সামু , প্রথম আলোসহ কিছু সাইট ডাউন। সবার মনেই প্রশ্ন জাগতে
পারে অ্যানোনিমাসের মতো একটি বড় হ্যাকার সংগঠন যাদের বেশির ভাগ ই পশ্চিমা ধারার অনুসারী তারা কেনো জামায়াতের ইসলামীর সমর্থন পুষ্ট এই কাজে অংশগ্রহন করবে। আসলে কাজটা হলো বাংলাদেশের একটি হ্যাকার সংগঠনের কিছু বিপথগামী স্বঘোষিত জামাত সমর্থকের।
প্রথমে দেখলাম বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস নামক সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হলো তাদের নাকি অ্যানোনিমার ফেসবুকে নক দিয়ে সাহায্য চেয়েছে। সাধারণভাবেই আমাদের মাথায় আসবে আরেকটি ব্যাপার তাদের যদি #opBangladesh চালানোর এতই ইচ্ছা থাকত তাহলে
তারা বাংলাদেশি দের কাছে সাহায্য না চেয়ে পাকিস্তান/ভারতের অথবা অন্যান্য বড় দেশগুলোর কাছেই সাহায্য চাইত। কেননা অনেক দেশের সাথেই বাংলাদেশের হ্যাকিং সংক্রান্ত শত্রুতা রয়েছে।
তথাকথিত সেই হ্যাকার সংগঠনটির অ্যাডমিনের পোষ্ট >
http://s11.postimg.org/sztwfe403/bghh.png
তার পোষ্টের নিচে এই কমেন্টটির মাধ্যমে তাদের নির্বুদ্ধিতার প্রমান পাবেন, এইসব ওয়েবসাইটে নাস্তিকবাদী কি পোষ্ট তারা পেয়েছে তা তারাই ভাল বলতে পারবে। র্যাব, বাংলাদেশ গভর্নমেন্ট সহ এইসব ওয়েবসাইটে নাস্তিকতা নিয়ে কোনো পোষ্ট আছে বলে আমাদের জানা নেই। >
http://s9.postimg.org/50jncpiz3/bghh1.png
তার আরেকটি স্ট্যাটাস দেখুন, দেশের সাইটগুলোর প্রতি আক্রমণ করে তিনি অনেক সুখি। >
http://s21.postimg.org/rs667sf0n/bghh2.png
অপরদিকে অ্যানোনিমাস সংগঠনটি বারবার জনসাধারণকে এই ব্যাপারে সচেতন করার চেষ্ট চালিয়ে যাচ্ছে যে সংগঠনটি কোনো ভাবেই #opBangladesh ঘোষণা করেনি। >
http://s2.postimg.org/e5ntiv28p/bghh3.png
fb link>
https://www.facebook.com/photo.php?fbid=477779118969526&set=a.350649981682441.82176.350644765016296&type=1
এইখানে দেখুন অ্যানোনিমাসের এর বাংলাদেশের সংস্থার মুখপাত্রের বক্তব্য>
http://s15.postimg.org/rp3a84y1n/bghh4.png
পরিশেষে বলতে চাই, ১৯৭১ সালে যেমন রাজাকারেরা দেশের ক্ষতি করেছে, তেমনি এই গুটিকয়েক বিপথগামী স্বঘোষিত জামাত সমর্থকও দেশের ক্ষতি করে চলেছে।
আমি একজন অনলাইন একটিভিস্ট, হ্যাকার সংগঠন গুলোর প্রতি আগ্রহ থাকায় ওইদিকেও কিছু খবরাখবর রাখি। গতকাল রাতের ঘটনা তাই পুরোপুরি ভাবে লক্ষ্য করে যা দেখলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম।
(No subject)
:থাম্বসআপ:
আমার জীবনের দেখা সবচেয়ে বড়
আমার জীবনের দেখা সবচেয়ে বড় লুলের নাম গ্রে হ্যাট।
Rotor Ke Bolsi Arr kotto
Rotor Ke Bolsi Arr kotto Amader Chodnaa Banaben?Hacking Er H O Janen Nah, Janen Shudhu Laming. Ami Kono Hacker Nah Tobee Hacking Shekhaar Jonno Onek Group E Ghoraghuri koresi But Shekaa Hoy Nai. Ami Holof Koree Boltee Pari Ei Porjonto Apnaraa Bangladesh Gary Hat Hackers Ra Ei Porjonto Restore Er Nae ore Re-Deface Koresen. She Somosto Website Apnaraa Nijeraa Hac Koresen. Ar Apni Police Er Name Vangiyee Lamming Koren Eitaa OO Ami Jante Peresi. Amar Ek Uncle Police Staff College E Asen Apnar Oi Police Hacker/Programar Er Beparee Khoj Nisi. Ekhono Boli Lamming Saren Ha Holee Nijerai Nijeder Basher Cipay Porben :চশমুদ্দিন: :-B
এই রাজাকার এর বাচ্চা দের
এই রাজাকার এর বাচ্চা দের কুত্তা দিয়া খাওয়ানো উচিত :@ :@
**র পুত গুলা হ্যাকিং এ আইয়া
**র পুত গুলা হ্যাকিং এ আইয়া সব মান ইজ্জত ডুবাইছে
নতুন বাল গঁজাইলে প্রথম প্রথম
নতুন বাল গঁজাইলে প্রথম প্রথম হাত দিয়া চুলকাইতে ভাল লাগে। বাংলাদেশের পিচ্চি পোলাপাইন এইগুলার অবস্থা হইছে নতুন বাল গজাইন্যা হনু। মেধাকে যারা সৃষ্টিশীল কাজে না লাগিয়ে ধ্বংসাত্বক কাজে লাগায় এরা অপরাধী। এদেরকে সামনে পাইলে কানের গোড়ায় কষে দুইটা থাপ্পড় মেরে দেওয়া উচিত।
বেশি প্যাঁচাল
বেশি প্যাঁচাল
একেই বলে ইচড়ে পাকা চোদনা
একেই বলে ইচড়ে পাকা চোদনা ।ছাগু ইজ অলোয়েজ ছাগু
রোটেটিং রোটরকে এককালে ইচ্ছা
রোটেটিং রোটরকে এককালে ইচ্ছা মতো পোন্দাইছিলাম ।
চোর আর হ্যাকারের মধ্যে
চোর আর হ্যাকারের মধ্যে পার্থক্য কি ? আমি মনে করি চোর আর হ্যাকার একই….