নীল নম্র পাতারা শিষ দেয় সারাটা বসন্ত জুড়ে
অবাক চোখ ফুলেদের বিস্ফোরণের সাক্ষী হয়ে উঠে
সুন্দর যেন প্রফুল্ল ঝর্ণার মত স্পন্দনে বহমান
আর আমি স্নান করি তাতে
আজ ধরনীর বিয়ে বসন্তের সাথে
কিছুদিন পর তবু শেষ হয়ে যাবে লেনদেন
বদলে যাবে পাতার ভাষা আর রোদের অক্ষর
এমনকি মানুষও পালটে ফেলবে তার খোলস
বিষধর সাপের মতন।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
চমৎকার…..
চমৎকার…..
ধন্যবাদ
ধন্যবাদ