একলা ঘরে শিশুর মত আলো আধারীর দুলনায় দুলছি
প্রজাপতি হয়ে মন রঙ বেরঙের ফুলে উড়ে বেরাচ্ছে
আমার সৌভাগ্যে ঈর্ষান্বিত চাঁদ গোল হয়ে জ্বলে যাচ্ছে
তারাদের মাংসল শরীর থেকে থেকে রাগে কেপে উঠছে
বাতাসের আংগুলগুলো চুল টেনে ধরছে অবিরত
ওরা দস্যু হয়ে আমাকে বধ করতে সদা প্রস্তুত
আর আমি সুখ কল্পনার জলে ডুব দিয়ে
অচিরেই মুক্তো কুড়োবার আশায় আশ্রয়ী।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ