তাকে প্রথমবার দেখার দিন আমি স্বাভাবিক পুরুষ ছিলাম !
দ্বিতীয়বার দেখে, নিজেকে নপুংসক ভাবতেই লাগলো ভালো !
একজন তরুণী কে দেখার অভিজ্ঞতা এটা !
সে তরুণী মুখস্থ দৃষ্টিতে নোংরা, কালো, গালবেয়ে অনর্গল লালাঝরা, পাগল !
বাজারে থাকতো সে, প্রার্থনালয়ের পাশে !
অবিরাম হাঁটতো, দৌড়াতো আর বকতো !
দ্বিতীয়বার দেখার দিন তার মধ্যে উপরের সব বৈশিষ্ট বিদ্যমান ছিলো !
শুধু, প্রার্থনালয়ের ভদ্র’রা তাকে লাঠি দেখাচ্ছিলো অন্যত্র সরে যেতে !
শুধু, হাঁটতে পারছিলোনা তার পোয়াতী শরীর !
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
কবিতাটা শুরুতে সেরকম মনে না
কবিতাটা শুরুতে সেরকম মনে না হলেও শেষ লাইনটায় এসে চমকে গেলাম। মানব সমাজ এমনই তো। কবিতাটা ছোট গল্পের মত আকর্ষণীয়।
ইস্টিশনের অভিজ্ঞতা সুখময় হোক। শুভ কামনা রইলো 🙂
মন্তব্যে আপ্লুত হলাম! অশেষ
মন্তব্যে আপ্লুত হলাম! অশেষ কৃতজ্ঞতা!