অন্তরসারশূন্য হয় না আধার
কিছু না কিছু গুণানুপাতে
অস্তিত্ব ভরা থাকে
পাঁজরের ভেতর যাত্রায়
মহীমা সজ্জা
দূর থেকে চেনা জানা পথিক সম্রাট
ভেবেছিল কিছু হবে না
যা হয়েছে তাতেও দূরদর্শী
সমগ্রের মোহ ভোরে
সবাই মিলে কত সূর্য।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
প্রাণে প্রাণ মেলাবই…..