STAR
*******
S=Suranjit
T=Tofayel
A=Amu
R=Razzak
রাজ্জাক আগেই চলে গেছেন; আজ গেলেন সুরঞ্জিত। শুধু বিরোধী শিবিরে নয় – বৈদেশিক চাপের বিপরীতেও ক্ষুরধার যুক্তি, অপরিসীম বিচক্ষণতা আর সর্বোচ্চ দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রবল শক্তিশালী ‘স্টার’ শক্তি হারিয়ে আজ দূর্বল।
?oh=eac93099e7c0f12d0afd8bb7345d0986&oe=5900D5F9″ width=”500″ />
?oh=c48c7064010f1b14cbbdf3a4bf9698e5&oe=590A33F7″ width=”500″ />
প্রজ্ঞা, বাগ্মিতা, নিষ্ঠা আর দূরদৃষ্টিতে তিনি ছিলেন নিজেই নিজের উদাহরণ। তাইতো মুসলিম সংখ্যাগুরু দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নাগরিক হয়েও বাবু সুরঞ্জিত সেনগুপ্ত’র হাতেই অর্পিত হয়েছিল রাষ্ট্রের সংবিধান প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কর্মভার। তিনি জাতিকে তাঁরপ্রতি আস্থার যোগ্য মর্যাদা দিয়েছেন; তাঁর প্রণীত সংবিধান এখন দেশে বলবৎ।
দূর্ভাবনা এটাই- শেখ হাসিনার পাশে অন্যায় অন্যায্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার মত আর দূর্বার সাহসী কেউ থাকলো না। চাটুকার আর পদলেহীদের পাল্লায় পরে নেত্রী না আবার পথভ্রষ্ট হয়ে পরে; তাহলে যে জাতির সর্বনাশ হয়ে যাবে!
সুরঞ্জিত সেনগুপ্তের দেহাবসান,
সুরঞ্জিত সেনগুপ্তের দেহাবসান, শোকের আঁধারে হিন্দু জাতি ।