‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’
সম্মানিত টুপিবৃন্দ; আমাকে আপনারা যা খুশি বলেন আমার আপত্তি নেই তাতে। আমি খোলেও দেখতে চাই না চিরকুটে পাটানো আপনাদের হাদিস। তবে আজ আমি আপনাদের বিনামূল্য কিছু টিপস্ দিচ্ছি। যেগুলো করলে আপনি সফলও হতে পারেন আবার নাও হতে পারেন। যেই হোক, কাউকে খুন করলে খুনী যদি প্রাপ্ত বয়স্ক হয়, তবে তাঁকে চৌদ্দ বছর কারাভোগতে হয়, সর্বোচ্চ শাস্তি ফাঁসি। অথচ আপনারা আপনাদের তাবিজগিরীতে তাঁদের আটকাতে পারেন। আপনারাতো পারেন তাবিজ-টাবিজ করে একটা মেয়েকে পর্দা পড়াতে, মাওলানা তেঁতুল ছাহেবের আর নারীকে তেঁতুল বলার দরকার কি? আপনারা তো চাইলেই তাবিজ করে প্রধানমন্ত্রী হতে পারেন। শুনেছি তাবিজের পাতিহাঁস নাকি সত্য। মুহাম্মদকে নাকি করেছিল সে সময়।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
ব্লগিং এর নামে ফাইজলামী
ব্লগিং এর নামে ফাইজলামী করতেছেন মনে হয়। আজকাল ফেসবুক স্ট্যাটাস এরচেয়ে বড় হয়।
ফাইজলামোর আড়ালে ব্লগিং কোরছি।
ফাইজলামোর আড়ালে ব্লগিং কোরছি। আর নতুন যাত্রী আমি ইস্টিশনে।
তাই টিকিটের লাইনে দাড়াতে সমস্যা হ”ছে আর কি!