আমাদের রক্ত চুষে ওরা মজুত করেছে অস্ত্রাগার।
আমাদের ভরা টেক্সে ওরা মাস শেষে রেশন নিয়ে যায়।
আমাদের মাথা বেঁচে ওরা মিশনে যায়।
আমাদের জায়গা দখল করে ওরা ক্যাম্প করে,
পর্যটনের নামে বেশ্যালয় গড়ে।
আমাদের নিরাপত্তার নামে ওরা পার্বত্য পোস্টিং ভাতা নেয়।
আর ওরাই আমাদের উপর গুলি ছুড়ে।
আমাদের সন্তানের পায়ে গুলি চালিয়ে,
ওরা আমাদেরি প্রজন্মকে পঙ্গু করে।
শান্তির নামে বুকে পদবি নিয়ে ঘুরে,
আর আমাদের বুটের তলায় পদপিষ্ট করে।
“সমরে আমরা শান্তিতে আমরা”
পাহাড়ে এ শ্লোগান শুধুই বাঙালির তরে।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
So nice and impressive big
So nice and impressive big bro.
It’s all about our life
It’s all about our life brother. Thanks your nice complement.