৬ তারিখের সমাবেশে গণহত্যা নিয়ে ব্যাপক তুলকালাম হচ্ছে ।একথা বলতে হয় যে আমরা কেউ সেখানে ছিলাম না ফলে কি হয়েছে সে সম্পর্কে ধারণা নেই ।তবে যে গণহত্যার অভিযোগ তোলা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে চাই ।
অভিযোগ আছে বিভিন্ন রকম ।সংবাদমাধ্যমগুলোর হিসাবে সবমিলিয়ে ৩০ জনের মত নিহত হয়েছে ।অন্যদিকে কেউ বলছে ৩০০০,কেউ বলছে ১০,০০০ আবার কেউ বলছে প্রায় ২০,০০০ ।এবার একটু বিশ্লেষণ করা যাক । তর্কের খাতিরে ধরে নেই নিহতের সংখ্যা ১০,০০০ । তাহলে
১.এই লাশগুলো গেল কোথায় ?
২.১০ মিনিটে ১০,০০০ লাশ গুম করতে কত মানুষ লাগতে পারে এবং তা কি আদৌ সম্ভব?
৩.লাশগুলোর কে যদি মাটিচাপা দেওয়া হয় তাহলে এত বড় জায়গা কোথায় আছে ?
৪.এত মানুষ মরলে যে পরিমাণ রক্ত থাকার কথা তা কি ছিল?
৫.কেউ কি কারো লাশ দাবি করেছে?
৬.আইন প্রয়োগকারী সংস্থাগুলো কি এত মানুষ একত্রে মেরে ফেলতে পারে ?তাদের কি বিবেকে বাধতো না
আমি শুধু কিছু প্রশ্ন তুললাম । এর উত্তর আশা করি । বাঁশেরকেল্লার এডিটেড ছবির রেফারেন্স দেবেন না ।ইতোমধ্যেই বহু ফেক ছবি দেওয়া হয়েছে ।
হ্যাঁ একথাও বলছি যে কয়জনই মরুক না কেন অবশ্যই এর বিচার হওয়া উচিত ।কারণ মরলে মানুষ ই মরছে,গরু-ছাগল না । আপনারা যদি প্রমাণ করতে পারেন গণহত্যা হয়েছে তবে আমি হেফাজত সমর্থন না করলেও আপনাদের পাশে দাড়িয়ে বিচার চাব ।মানুষ হত্যার বিচার…….
ও আরেকটা কথা বিএনপি যে বক্তব্য দিয়েছিলো লাশের সংখ্যা সম্পর্কে তা প্রত্যাহার করে নিয়েছে…………….ব্যাপক কৌতুহলদ্দীপক ব্যাপার :আমারকুনোদোষনাই:
যেখানে আলজাজিরার মত কট্টর
যেখানে আলজাজিরার মত কট্টর ইসলামী সংবাদমাধ্যম বলছে ৩৭ লাশের কথা সেখানে, তারা এমন বক্তব্য কীভাবে দেয় বুঝতে পারি না…
সেটাই তো কথা। আলজাজিরাই তো
সেটাই তো কথা। আলজাজিরাই তো সবচেয়ে বেশি বলার কথা, এবং তাঁরা বলছেও।
ভাই কই পাইলেন এই খবর যে
ভাই কই পাইলেন এই খবর যে বিএনপি তাঁদের বক্তব্য প্রত্যাহার করছে? লিঙ্ক থাকলে দেন প্লিজ বড় দরকার।
হুজুগে বাঙ্গালী!
আরেকটা কথা।
হুজুগে বাঙ্গালী!
আরেকটা কথা। বলা হয়ে থাকে ১০ মিনিটে অভিজান শেষ হয়ে গেছে। সেটা মোটেও না। ১০ মিনিটে তারা শাপলা চত্বরের মূল মঞ্চটা ছেড়ে যায়। কিন্তু রাত ৪টা পর্যন্ত সময় লাগে পুরো এলাকা খালি করতে…
বিএনপি বক্তব্য প্রত্যাহার
বিএনপি বক্তব্য প্রত্যাহার করছে নাকি? :ভাবতেছি:
শুনলাম তো। কিন্তু, এখনও
শুনলাম তো। কিন্তু, এখনও গ্রহনযোগ্য কোন সোর্স পাই নি। গুজবও হতে পারে…
বিএনপি বক্তব্য প্রত্যাহার
বিএনপি বক্তব্য প্রত্যাহার করলে সোমবার কিসের সমাবেশ করবে ? আবারও হরতাল….? হরতাল ছাড়া আর কিছুই করতে পারবে না বিএনপি……
খুব ভালো কৌতুক ( হেফাজতের
খুব ভালো কৌতুক 😀 ( হেফাজতের সব কিছুই আমার কাছে কৌতুক মনে হয় )