রাজনৈতিক দলহিসাবে বিএনপির দেউলিয়াত্ব বারবার প্রকাশ পাইতেছে। হেফাজতের কর্মসূচিতে তাদের অবস্থান সেটারে আরও প্রকটভাবে ফুটাই তুলছে। অন্য এলাকার কথা বাদ দিয়া নিজের এলাকার দিকে তাকাইয়া ঘটনার বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। আমার হাটহাজারী হইল হেফাজতের শক্ত ঘাঁটি, মূলত হেফাজতের উৎপত্তি হইছে এখান থেইকা। দেখা যায়, হেফাজতের আহবানকৃত হরতালগুলা হাটহাজারীতে কঠোরভাবে পালিত হইয়া থাকে, এ হরতাল চলাকালীন সময় ভোর থিকা হেফাজত কর্মীরা হরতালের সমর্থনে মিছিল-মিটিং, অবরোধ কইরা মোটামুটি সফলতা অর্জন কইরা থাকে। দুঃখের বিষয় হইল হেফাজতের হরতালে বিএনপির নেতা-কর্মীরা পরবর্তীতে আইসা নানানভাবে ফুটানী দেখায়, রাস্তায় বইসা পড়ে, তাস খেলে, জোর কইরা দোকান বন্ধ করে, যেন মনে হয় তারাই সব কিছু করতেছে। মজার ব্যাপার হইল, বিএনপি তথা ১৮ দলের (হেফাজত ব্যাতীত) হরতালে ঐসব নেতা-কর্মীদের আর দেখা যায় না, তখন গাড়িও বেশ ভালই চলে। হেফাজতের মাথায় লবণ রাইখা বড়ই খাইতে খালি মূল বিএনপি-ই চায় নাই, তৃণমূল বিএনপিরও একই দশা।
গত ৫ মে বিএনপি বিপ্লব ঘটাইতে চাইছিল, কিন্তু বিপ্লব তারিখ ঘোষণা কইরা হয় না, আল্টিমেটাম দিয়া হয়, বিপ্লব হয়ে যাবে অগোচরে। এটা বেগম জিয়া না বুঝলেও তার ভাষণ লেখক ফরহাদ মাজহারের বুঝার কথা !
৫ মে সারাদিন বিএনপি স্বপ্ন দেখছিল, শেষ রাইতে হইছে স্বপ্ন দোষ। তারই প্রাথমিক প্রতিক্রিয়া হইল ২ দিনের হরতাল !!
ভাষণ কি এখন ফরহাদ মাগবাজারি
ভাষণ কি এখন ফরহাদ মাগবাজারি লিখে দেয়? প্রেমিক রেহমানের কি ভাত মারা গেছে নাস্তিক দেইখা? 😀
আমি যতদুর জানি ফরহাদ মাজহারও
আমি যতদুর জানি ফরহাদ মাজহারও তো নাস্তিক…
উনি ফালুদা ম্যাদামের হাতে
উনি ফালুদা ম্যাদামের হাতে চুম্মা দিয়া এখন দেশের সবচে বড় আস্তিক। :পার্টি:
লিভ টুগেদার এর বস ফরহাদ
লিভ টুগেদার এর বস ফরহাদ মাগবাজারি :শয়তান: :শয়তান: :শয়তান:
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
আজকাল ভাষণের মধ্যে ফ্যাসিবাদ,
আজকাল ভাষণের মধ্যে ফ্যাসিবাদ, গণহত্যা ইত্যাদি শব্দ দেইখা নাস্তিক লুঙ্গি মজহারের কথাই মনে হয়
হররতাল, কেন তুমি এতই কৃপণা
কত
হররতাল, কেন তুমি এতই কৃপণা
কত করি খোজাখুজি, তবু ইশ্যু পাই না…
বিম্পি তো জামাত-শিবির-হেফাজত
বিম্পি তো জামাত-শিবির-হেফাজত এর অঙ্গ-সংগঠন হয়ে গেছে…
শেষ রাইতে হইছে স্বপ্ন
শেষ রাইতে হইছে স্বপ্ন দোষ
হাহাহা ভালো বলছেন ভাই 😀
৫ মে সারাদিন বিএনপি স্বপ্ন
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
বিএনপি’র অবস্থা দেখে মনে
বিএনপি’র অবস্থা দেখে মনে হচ্ছে এরা শয়নে স্বপনে, নিদ্রায় জাগরণে হরতাল ছাঢ়া আর কিছু দেখতে পারে। কারণ হরতাল হলো সবচেয়ে সহজ পথ ! ডাক দিয়া ঘরে বসে থাকলেই অটো চলতে থাকে আরকি……..
হরতালও ঠিক মত করতে পারে না,
হরতালও ঠিক মত করতে পারে না, আরেকজনের দিকে চাইয়া থাকে !