গতকাল বিকালে হঠাৎ আমার গার্লফ্রেন্ড ফোন দিয়া কইল ওর বাসার নিচে যাইতে। আমি তো সিরাম খুশি !! না জানি কি হইব [if you know what i mean] 😉 হরতাল এর মায়রে বাপ কইয়া সাইকেল নিয়া এক টানে ওর বাসার তলে হাজির!! দারোয়ান আমারে চিনে তাই কোন ঝামেলা ছাড়াই ওর বাসার গেটে গিয়া খারাইয়া ওরে মেসেজ দিলাম,
জান দরজা খুলো আমি আইছি 😉
দরজা খুইলা আমারে ভিতরে নিয়া কইল জান আজকে বাসায় কেউ নাই !! আমি ৩২ দাত বাইর কইরা সিরাম একখান হাসি দিলাম!! আমি জিগাই সবাই কই গেছে?? কইল ওর এক চাচা হসপিটালে তারে দেখতে গেছে!!! আমি তো সিরাম পিনিকড । এমন সময় হঠাৎ আমার অ্যান্ড্রয়েড “বাজ” দিয়া উঠল !! ফেসবুক নোটিফিকেশন!! আমার এক ফেবু ফ্রেন্ড স্ট্যাটাস দিছে ” pussy pussy pussy চাই ” !!! আমি ফোন বাইর কইরা নিয়া স্ট্যাটাস পইরা হাসতেছি আর আমার জিএফ জিগায় কি দেইখা এত হাসো?? আমি ওরে স্ট্যাটাস দেখাইলাম আর সেইটাই আমার কাল হইল!!! :'( ওই কইল ছিঃ ছিঃ তুমি এত খারাপ!! তোমার বন্ধুরা এইরকম স্ট্যাটাস দেয়!!! তুমি এখনই বাসায় যাও।
আমি কইলাম ক্যামনে কই?? স্ট্যাটাস দিছে ওই আর দোষ হইল আমার!!! :O
ওই কইল এত কিছু বুঝি না তুমি এখন বাসায় যাও। না হলে ঝামেলা আছে!!!
তারপর কি আর করা ব্যাথিত হৃদয়ে তার বাসা ত্যাগ কইরা আমার বাসায় আইসা আমার সেই ফেবু ফ্রেন্ডের স্ট্যাটাসে কমেন্ট দিলাম, ভাই pussy না লিখা ফাঁসি লিখলেই আমি আজকে pussy পাইতাম। :'(
মরার উপর খাড়ার ঘা এর মত আমার জিএফ আমারে ফেবুতে মেসেজ দিল,” কি লেখস ওইটা?? ওই স্ট্যাটাসে??”
আমি কইলাম, মানে কি?? কোন স্ট্যাটাসে কি লিখছি??
ওই কইল , ওই যে যেইটা আমারে দেখাইয়া গেলা!! সে pussy না লিখলে তুমি pussy পাইতা?? তুমি এত নীচ?? ছিঃ ছিঃ!!
এর পর সে আমারে কোন কথা কইবার সুযোগ না দিয়াই আমারে ফেবুতে ব্লক মাইরা দিলো!! ফোনও অফ কইরা দিলো!! 🙁
আর আমি বুঝলাম সব দোষ আসলে কামারুজ্জামান চুতিয়ার !!! তোর pussyর দাবিতে পাবলিকের স্ট্যাটাস দেইখা আমার বউ ওরফে জিএফ আমারে জুতা [মানে ব্লক] মাইরা আমার থুতা ভোতা কইরা দিলো। সরকার যদি কামারুজ্জামানের pussy না দেয় তাইলে আমি নিজেরে pussy দিমু!! :'(
Pussy Pussy Pussy
Pussy Pussy Pussy Chai
কামরুজ্জামানের Pussy Chai 😀
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
” pussy pussy pussy চাই “
” pussy pussy pussy চাই ”
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
হাসলাম। ব্যস এতটুকুই…
হাসলাম। ব্যস এতটুকুই… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
বিরাট বিপদ দেখি!
😀
বিরাট বিপদ দেখি! :ভাঙামন:
আমি পোলটা আছি কষ্টে আর সবাই
আমি পোলটা আছি কষ্টে আর সবাই হাসে!! হায় আল্লাহ এই দুঃখ রাখি কই!!! :'(
pussy-রায় তো দিল।
এবার pussy
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
pussy-রায় তো দিল।
এবার pussy কবে দিবে সেই আশায় বুক বাধি…
বাই দ্য ওয়ে, আপনার জন্য আমিও ব্যথিত।
আপনার দুঃখে আমি নৈতিক দুঃখ প্রকাশ করছি! :গোলাপ:
থাঙ্কু থাঙ্কু আপনি একমাত্র
থাঙ্কু থাঙ্কু আপনি একমাত্র ব্যক্তি যিনি দুঃখ প্রকাশ করলেন বাকি সবাই হাসতে হাসতে চিত হইয়া গেল যদিও আপনিও হাসছেন
🙁
আপনার দুঃখ প্রকাশে আমি নৈতিক
আপনার দুঃখ প্রকাশে আমি নৈতিক সমর্থন দিলাম…
আপনারেও ধন্যবাদ।
:ধইন্যাপাতা: আপনারেও ধন্যবাদ।
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: