আমি আর নিতে পারছি না ।
কেন তোমার এত দেমাগ।
কিসের এতো অহংকার?
কি মনে কর নিজেকে?
এত্ত মুড তোমার?
আমি আর নিতে পারছি না।
কি হয় একটু কথা বললে?
রূপ খসে পড়ে যাবে?
নাকি চেহারায় ময়দার অস্তিত্ব
বোঝা যাবে?
ঘুম হারাম হয়ে গেছে আমার। সত্যি আর
নিতে পারছি না আমি।
অতটা খারাপ ছাত্রও নই বটে
আমি মানলাম তুমি সেরা
হয়তো তুমি অন্তর্মুখী
আমার ব্যাপারটাও একটু বোঝ আমি আর
নিতে পারছি না……।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ