যদি কেউ গল্পচ্ছলে, আড্ডায়
হঠাৎ উচ্চারণ
করে ফেলে আসা স্বদেশের নাম
ভাবি, ছায়াঘেরা শান্ত-নিবিড়
আরিফপুর-দোহারপাড়া গ্রাম
এখনো কি আগের মতন?
ইছামতি নদীটি কি বহমান
নাকি, ধুধু বালুচর?
কেটে গেল চল্লিশ বছর
এখনো নির্বাসনে
সেই-যে ছেড়েছি দেশ
প্রথম যৌবনে
ভুলেই গিয়েছি মাটির গন্ধ
জলের জীবন
যদি কেউ গল্পচ্ছলে, আড্ডায়
হঠাৎ উচ্চারণ
করে ফেলে আসা স্বদেশের নাম
ভাবি, ছায়াঘেরা শান্ত-নিবিড়
আরিফপুর-দোহারপাড়া গ্রাম
এখনো কি আগের মতন?
ইছামতি নদীটি কি বহমান
নাকি, ধুধু বালুচর?
কিছুই জানি না, বিভূঁইয়ে-নির্বাসনে
কেটে গেল চল্লিশ বছর।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
(No subject)
🙁
ভাল লেগেছে।
ভাল লেগেছে।
পদ্য , আহা পদ্য!! বহুদিন পর
পদ্য , আহা পদ্য!! বহুদিন পর পদ্য পড়লাম!!