স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্ত তারুণ্য’ গড়ে তুলেছে আমাদের বন্ধুরা। সাভার বিপর্যয়ের শিকার এবং আগামীতে অন্য যে কোনো জাতীয় সঙ্কটে শ্রমিক কৃষক মধ্যবিত্ত তথা মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে তাদের এই যাত্রা শুরু হলো।
সংগঠনটির দায়িত্বে আছেন কাজি মনির হোসেন রিন্টু, শামীমা মিতু ও আমি । কাজি মনির হোসেন রিন্টু সাভারে আমরা যে ত্রাণ তৎপরতা চালিয়েছি তার অগ্রভাগে ছিলেন। শামীমা মিতু এই পোস্ট লেখাকালে সাভারেই আছেন।
‘মুক্ত তারুণ্য’ যাত্রা শুরু করেছে আনিস রায়হান ভাইদের সাভার ক্ষতিগ্রস্থদের সহযোগিতা উদ্যোগ থেকে পাওয়া ৭০ হাজার ৬২৯ টাকা দিয়ে।
‘মুক্ত তারুণ্য’কে পরামর্শের জন্য একটি টিম গঠন করা হয়েছে। যাতে আছেন- পারভেজ আলম, মহামান্য কহেন, শামীম আরা নিপা, এসকে আশিকুজ্জামান লিটন, সাদমান সাদেক, মীর ফাহিম সাব্বির ও আনিস রায়হান।
‘মুক্ত তারুণ্য’ সিদ্ধান্ত নিয়েছে তারা যে মানুষগুলো নিহত স্বজনদের খুজে পাচ্ছে না, তাদের প্রাধান্য দেবে। কারণ এই মানুষগুলোকে কেউই কিছু দেবে না। আহতরা, নিহতের পরিবার- যার লাশ শনাক্ত করা গেছে, তারা তবু কিছু সাহায্য পাবে। কিন্তু যাদের পরিবারের একমাত্র আয় করা মানুষটি মারা গেছে, কিন্তু সেই লাশ তারা পায় নি, এরা লাশও পাবে না, কিছুই পাবে না। এদেরকে প্রাধান্য দেবে ‘মুক্ত তারুণ্য’।
যে মায়েরা মারা গেছে এবং সন্তান রেখে গেছেন, তাদের সন্তানদের সহযোগিতা করতে চায় ‘মুক্ত তারুণ্য’।
পাশাপাশি কোনো আহত যদি আড়ালে পড়ে যান, যিনি সাহায্য পাচ্ছেন না, ‘মুক্ত তারুণ্য’ তার দায়িত্ব নেবে।
মুক্ত তারুণ্যের একটি ইউনিট ছুটে বেড়াচ্ছে সাভারে। সবচেয়ে ক্ষতিগ্রস্থ মানুষটিকে সাহায্য করতে, আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। একজন মানুষকে অন্তত সহযোগিতা করুন।
যোগাযোগ : ০১৯১৬ ৮০৯৬৯৩। ০১৭২৩ ৭৭৬০০১। ০১৭১৭ ৫৭৭৩২৭।
যে কোনো আলাপ : ০১৬৮৩ ১৭৭৫৯৭। ০১৭৩২ ৭২৯০২৭।
বিকাশ করুন ০১৯১৬ ৮০৯৬৯৩ এই নম্বরে
আর সহযোগিতার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে,
Ac name : Kazi Md. Monir Hossain
Ac no : 119.101.160754
Dutch Bangla Bank
Dhoniya Branch, Dhaka
আপডেটঃ
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছেঃ ১২৮৯৫৫ টাকা
বিকাশ অ্যাকাউন্টে আছেঃ ১৭৫০টাকা
ক্যাশ টাকা আছেঃ ২১৪৫০ টাকা
——————————————–
সর্বমোট আছেঃ ১৫২১৫৫ টাকা
Go on.
Go on.
শুভকামনা রইল। সবাইকে আহবান
শুভকামনা রইল। সবাইকে আহবান জানাচ্ছি মানবতার ডাকে সাড়া দিতে।
এই সংগঠনের কি কোন ভবিষ্যতে
এই সংগঠনের কি কোন ভবিষ্যতে রাজনৈতিক আন্দোলনে যাওয়ার সম্ভাবনা আছে?
(No subject)
:bow: :bow: :bow:
সাধুবাদ জানাচ্ছি। সাধ্যমতন
সাধুবাদ জানাচ্ছি। সাধ্যমতন পাশে থেকে কাজ করার চেষ্টা করব। মানবতার জয় হবেই। :bow:
(No subject)
:তালিয়া: :তালিয়া:
অতি মহত উদ্যোগ কোন সন্দেহ
অতি মহত উদ্যোগ কোন সন্দেহ নাই….সাদুবাদ জানাই… সাধ্যমত চেষ্টা করে যাবো ইনশাল্লাহ্
পাশে পাবেন সব সময়।
:bow: :bow: :bow:
পাশে পাবেন সব সময়। উদ্যোক্তাদের প্রতি.. :salute:
মহৎ উদ্যোগ। সাদুবাদ জানানোর
মহৎ উদ্যোগ। সাদুবাদ জানানোর অপেক্ষা রাখে না।
বিকাশ করুন ০১৯১৬ ৮০৯৬৯৩ এই
বিকাশ করুন ০১৯১৬ ৮০৯৬৯৩ এই নম্বরে
আর সহযোগিতার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে,
Ac name : Kazi Md. Monir Hossain
Ac no : 119.101.160754
Dutch Bangla Bank
Dhoniya Branch, Dhaka
এই কইটা লায়িন আমাদের দরকার
টাকা প্রাপ্তি আর খরচের
টাকা প্রাপ্তি আর খরচের আপডেটগুলো নিয়মিত দিতে পারলে ভাল হত। পোস্টদাতার দৃষ্টি আকর্ষন করলাম।
(No subject)
:bow:
আপডেটঃ
ব্যাঙ্ক অ্যাকাউন্টে
আপডেটঃ
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছেঃ ১২৮৯৫৫ টাকা
বিকাশ অ্যাকাউন্টে আছেঃ ১৭৫০টাকা
ক্যাশ টাকা আছেঃ ২১৪৫০ টাকা
——————————————–
সর্বমোট আছেঃ ১৫২১৫৫ টাকা
গো অন
গো অন
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: