***** পাঠ্যবই থেকে অমুসলিম কিন্তু বাঙালি সাহিত্যিকদের সরিয়ে দেয়াটা ছিল প্রাইমারি স্টেপ এবং একটি পরিকল্পিত লিটমাস টেষ্ট । কারন, মুসলমান অন্য ধর্মের কাউকে/কোনকিছুকে সহ্য করেছে বা করতে পেরেছে তার প্রমান নাই ।
***** বাংলাদেশটার সৃষ্টিই হয়েছে “অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতা” নামক দুই ধাপ্পাবাজির উপর ভিত্তি করে । নয়তো যে পরিমান হিন্দু জনগোষ্ঠি ১৯৭১ এ দেশ স্বাধীন হওয়ার পর নিজ দেশে চলে এসেছিল সেই তাদেরই একটা বড় অংশকে ইসলামি জোশে পিটিয়ে গায়ের জোরে দেশছাড়া করা হয়েছে । এবং এখনো এই ধারাটা চলছে ।
***** ভারতে এক বাবরি মসজিদের ঘটনাকে কেন্দ্র করে যে পরিমান হেনস্তা করা হয়েছে বাংলাদেশের হিন্দুদের তা নিশ্চয় কারো অজানা নয় । এমনকি ২০১৩ তে গনজাগরন মঞ্চের কারনে সাঈদী হুজুরের রায় দেয়ার পর যে কত হিন্দুর উপর দিয়ে ঝড় গেছে তাও নিশ্চয় কারো অজানা নয় । যদিও গনজাগরন মঞ্চের ষন্ডারা এবং যারা মন্দিরে হিন্দুর বাড়ি ঘরে হামলা লুটপাট চালিয়েছে তারা সেদিনও মুসলিম ছিল আজও মুসলিমই আছে । মাঝখানে পুড়ে ছাই হল কেবল মালাউনের মন্দির !!
****** মুসলমানের বউ ঝি রা ফেসবুকেতে কি না করে ?? বুক পিঠ দেখানো থেকে শুরু করে আরো বহু কিছু । যদিও মোসাম্মত নায়লা নাইমের মতন পারভার্টেদের ব্যপারে অদ্য পর্যন্ত কোন ইসলামের সৈনিকদের আপত্তি না থাকলেও আপত্তি কেবল মালাউনের মন্দিরের প্রতিমা আর গ্রিক দেবীর ভাস্কর্যের উপর , ভাঙতেই হবে সরাতেই হবে !! ইসলামের , মুসলমানের ইমানে নাকি আঘাত লাগে !! হয়তো নায়লা নাইমের মতন অন্য আরো মুসলমানের বউ ঝি যা করছে তা বোধকরি ইসলাম ও শরীয়ত সম্মত !!
***** পহেলা বৈশাখ কিংবা মঙ্গল শোভাযাত্রা একান্তই বাঙালির বাঙালি সংস্কৃতির অংশ । এইসব কখনোই ইসলামের অংশ না । মুসলমানের উচিতও না এইসব অনুষ্ঠানে নিজেদের জড়ানো কারন, তাতে ইসলামের অসম্মান হয় । পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা ইসলামে হারাম !! মুসলিমদের জন্য হারাম !! এর চাইতে ভালো হয় মুসলিমরা আত্মঘাতি বোমা হামলা নিয়েই ব্যস্ত থাকুক যা ইসলাম সম্মত এবং হালাল !!